হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে হেফাজত ইসলাম আয়োজিত গণসমাবেশের বক্তব্যে তিনি এ কথা বলেন।
হেফাজতের এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন। প্রতিশোধ নিয়েছেন। তিনি খুনের নেশায় মাতাল।’ তিনি আরও বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করে যে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, এ জন্য অন্তর্বর্তী সরকাকে ধন্যবাদ জানাই।’
মামুনুল হক বলেন, ‘ইতোমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগমাধ্যমে দেখেছেন, ‘শেখ হাসিনা ১৫ আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মানুষকে উসকানি দিচ্ছেন। মনে রাখবেন, এখন বাংলাদেশ আর ১৬ বছরের সেই ফ্যাসিবাদী বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ। ছাত্র-জনতার এক সাগর রক্তে অর্জিত এই বাংলাদেশে যদি ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করা হয়, তা হলে সারা বাংলাদেশে তাদের প্রতিরোধ করা হবে।’
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মোবারকুল্লাহর সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন মহাসচিব শায়খ সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী প্রমুখ।
গণসমাবেশে বিভিন্ন সময়ে হত্যাকাণ্ডের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৮ দফা প্রস্তাব দেওয়া হয়।
মো. জুয়েল রহমান/এমএ/