ঢাকা ২৩ কার্তিক ১৪৩১, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

পর্যটকশূন্য সোনারগাঁর বিনোদন কেন্দ্র ব্যবসায় ধস

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১০:১৭ এএম
পর্যটকশূন্য সোনারগাঁর বিনোদন কেন্দ্র ব্যবসায় ধস
পর্যটকশূন্য হয়ে পড়েছে সোনারগাঁয়ের পানাম নগরী। খবরের কাগজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে সোনারগাঁয়ের বিনোদন কেন্দ্রগুলো পর্যটকশূন্য হয়ে পড়েছে। এর ফলে পর্যটন কেন্দ্রগুলো ঘিরে গড়ে ওঠা হোটেল ও রেস্তোরাঁগুলোতে প্রভাব পড়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা।

উপজেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে খ্যাত পানাম নগরী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর), বাংলার তাজমহল, পিরামিড, ফানল্যান্ড পার্কসহ উপজেলার বিনোদন কেন্দ্রগুলোতে নেই কোনো কোলাহল, নেই ব্যস্ততা। চারিদিক নিস্তব্ধ-নীরবতা। অলস সময় পার করছেন পর্যটন কেন্দ্রসহ হোটেল ও রেস্তোরাঁর কর্মকর্তা ও কর্মচারীরা। 

অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে (জাদুঘর) প্রতিদিন ৮০ হাজার টাকার টিকিট বিক্রি হতো। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে টিকিট বিক্রি হয় মাত্র ৩০ হাজার টাকার। ঐতিহ্যবাহী পানাম নগরী পরিদর্শনে যেখানে ৫০০ টিকিট বিক্রি হতো, সেখানে বর্তমান পরিস্থিতিতে ১০০ টিকিট বিক্রি হয়। 

এদিকে বাংলার তাজমহল ও পিরামিডে বর্তমানে ২০ থেকে ৩০টি টিকিট বিক্রি হয়। যেখানে আগে ৫০০ থেকে ১ হাজার টিকিট বিক্রি হতো। এতে চরম দুরবস্থা বিরাজ করছে পর্যটন কেন্দ্রগুলোতে।  
ঢাকার যাত্রাবাড়ী থেকে ঘুরতে আসা নাফিজা আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে ঘরে বসে থাকতে আর ভালো লাগছিল না। তাই পরিবার ও সন্তানদের নিয়ে পানাম সিটিতে ঘুরতে এসেছি। এখানে আগে অনেক ভিড় থাকত। কিন্তু বর্তমানে তেমন লোকজন নেই।’ 

নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা আলী হাসান বলেন, ‘জাদুঘরে লোকজন নেই বললেই চলে। আসার পথে কোথায়ও কোনো প্রকার চাপ নেই। অনেক শান্তিতে ঘুরতে পেরেছি।’ 

অটোরিকশাচালক শামীম মিয়া বলেন, ‘আমরা আটোচালকরা প্রতিদিন গাড়ি চালিয়ে রোজগার করে সংসার চালাই। বর্তমানে জাদুঘর ও পানাম নগরীতে কোনো বাইরের লোক নেই। তাই যাত্রী পাচ্ছি না। বাইরের লোক ঘুরতে এলে আমাদের যাত্রী অনেক হয়। আয়ও ভালো হয়। বর্তমানে অনেক কষ্টে আছি।’

এদিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে (জাদুঘর) অবস্থিত জামদানি শাড়ি বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘দেশের চলমান অস্থিরতার কারণে পর্যটক নেই বললেই চলে। দুই দিনে মাত্র ৪টা শাড়ি বিক্রি করেছেন। পর্যটকের ওপর তাদের বেচাকেনা নির্ভর করে। পরিবারের খরচসহ কারিগরের খরচ ও দোকান ভাড়া দিতেও খুব কষ্ট হয়।’  

লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (জাদুঘর)  উপপরিচালক এ কে এম আজাদ সরকার বলেন, ‘দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে এখানে পর্যটক তুলনামূলকভাবে কম। ভ্রমণ পিপাসুরা জীবনের নিরাপত্তার কারণে হয়তো বাসা থেকে বের হচ্ছেন না। আশা করি, অতি দ্রুতই পরিবেশ স্থিতিশীল হবে এবং দর্শনীয় স্থানগুলোতে পর্যটক আসতে শুরু করবে।’

জাদুঘরের কয়েকজন কর্মকর্তা জানান, পর্যটক কম থাকায় অলস সময় পার করছি। পর্যটকের  চাপ না থাকায় বেশির ভাগ সময় মোবাইল ফোনে কেটে যায়। 

ঐতিহ্যের বাহক হিসেবে বিশ্বখ্যাত ‘পানাম নগরীর’ দায়িত্বে থাকা সহকারী কাস্টডিয়ান কর্মকর্তা সিয়াম চৌধুরী বলেন, ‘দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে পর্যটক কমে গেছে। আগে যেখানে ৫০০ টিকিট বিক্রি হতো, সেখানে এখন বিক্রি হয় মাত্র ১০০ টিকিট। তবে চলমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে পর্যটক বাড়তে থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘ঐতিহ্যের বাহক হিসেবে সোনারগাঁ বিশ্বে সুপরিচিত। তাই বিশ্বের নানা স্থান থেকে পর্যটক আসেন এখানে। কিন্তু দেশের অবস্থা অস্থিতিশীল হওয়ায় পর্যটকের সংখ্যা কম। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেই আশা করা যায় পর্যটকের সংখ্যা বাড়বে।’

কানাইঘাটে চাচাতো ভাইকে গলাকেটে হত্যা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
কানাইঘাটে চাচাতো ভাইকে গলাকেটে হত্যা
চাচাতো ভাইকে গলাকেটে হত্যা করেছে সুলতান আহমদ। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইকে গলাকেটে হত্যা করেছে আরেক ভাই। শুক্রবার (৮ নভেম্বর) কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাউ গ্রামে এই ঘটনা ঘটে।

হুসন আহমদ নামের (৬৫) ঐ ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে চাচাতো ভাই সুলতান আহমদ (৪৮)। গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয়রা জানায়, নয়াগাউ গ্রামের আব্দুল লতিফ (লতই) এর ছেলে হুসন আহমদের সঙ্গে দীর্ঘদিন ধরে আব্দুল জলিল (জলই) এর ছেলে সুলতান ও তার পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শুক্রবার (৮ নভেম্বর) ফজরের নামাজের পর হুসন আহমদ ও  সুলতানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সকাল ৬টার দিকে সুলতান আহমদ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হুসন আহমদকে কোপাতে থাকলে সে বাড়ির উঠোনে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ঘাতক সুলতান আপন চাচাতো ভাই হুসন আহমদকে গলাকেটে হত্যা করে।

চাচাতো ভাইকে ঠাণ্ডা মাথায় খুন করে ঘাতক সুলতান পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে রাখে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সুলতানকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, হত‌্যাকাণ্ডের বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সুলতানকে আটক করে থানায় নিয়ে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শাকিলা ববি/মাহফুজ/এমএ/

ত্রিশালে ১০ মণ পিরানহা জব্দ

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম
আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম
ত্রিশালে ১০ মণ পিরানহা জব্দ
ময়মনসিংহের ত্রিশালে আড়ত থেকে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ত্রিশালে আড়ত থেকে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলা মৎস্য আড়ত থেকে মাছগুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সামসুজ্জামান মাসুম বলেন, বিপুল পরিমাণ পিরানহা মাছ বিক্রির উদ্দেশ্যে আড়তে রাখা হয়েছিল। মাছ জব্দ করার আগ মূহুর্তে মাছের মালিক আব্দুল মালেক পালিয়ে যায়। 

আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের মাছগুলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুয়েল আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের উপস্থিতিতে সুতিয়া নদীর পাশে গর্ত করে কেরোসিন ঢেলে মাটির নিচে পুতে ফেলা হয়েছে।

সামসুজ্জামান মাসুম বলেন, পিরানহা মাছের উৎপাদন বন্ধ করতে হলে এ মাছ কেনা থেকে ক্রেতাদের বিরত থাকতে হবে।

কামরুজ্জামান মিন্টু/মাহফুজ/এমএ/

দিনাজপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
দিনাজপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
গ্রেপ্তার কাউন্সিলর শমসের আলী। ছবি: খবরের কাগজ

দিনাজপুরের বিরল উপজেলা পৌরসভার সাবেক কাউন্সিলর শমসের আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (৮ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী গ্রেপ্তারেরর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শমসের আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।’

এর আগে, গত ২৪ অক্টোবর ছাত্র আন্দোলনে আহত রবিউল ইসলাম মামলাটি করেন।

গত ৪ আগস্ট দিনাজপুর শহরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলিবর্ষণে শত শত শিক্ষার্থী আহত ও রাহুল নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সংসদ সদস্য ইকবালুর রহিমসহ ১৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করা হয়। শমসের আলী এই মামলার ৩৪ নম্বর আসামি ছিলেন। 

সুলতান মাহমুদ/সুমন/সালমান/ 

কক্সবাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
কক্সবাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : খবরের কাগজ

কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। 

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন- মো. আইয়ুব (৩৪), তোফাজ্জল হোসেন নয়ন (২৪), শফিউল করিম (২৮), হৃদয় নিশান ওরফে মানিক (২০), মাহমুদ ইমাম শরীফ (১৮) ও রিয়াজ উদ্দিন (১৮)।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘পর্যটন মৌসুম চলায় ভ্রমণ পিপাসুরা কক্সবাজার আসছেন। এ সুযোগে সুগন্ধা পয়েন্টের ঝাউবনে একটি ছিনতাইকারী চক্র পর্যটকদের টার্গেট করে ছিনতাই ও জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে বলে তথ্য পায় র‌্যাব। এই তথ্যের ভিত্তিতে, র‌্যাবের একটি দল সুগন্ধা পয়েন্টের ঝাউবন এলাকায় অভিযান চালায়। উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের সূত্রে র‌্যাবের এই কর্মকর্তা জানান, পর্যটকদের টার্গেট করে সুযোগ বুঝে তাদের কাছ থেকে মোবাইল, টাকা এবং অন্যান্য দামি জিনিসপত্র ছিনতাই করে নিত বলে জানায় তারা। এ ছাড়া বিভিন্ন সময় পর্যটকদের আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ আদায় করত। তাদের কক্সবাজার মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

মুহিববুল্লাহ/নাবিল/সালমান/

কুমিল্লার নিমসারে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম
কুমিল্লার নিমসারে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
গুঁড়িয়ে ফেলা হয় অবৈধ স্থাপনা। ছবি : খবরের কাগজ

অবশেষে অবৈধ স্থাপনা উচ্ছেদে কুমিল্লার নিমসার বাজারে অভিযান চালিয়েছে প্রশাসন। স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের অন্যতম বৃহৎ এ কাঁচাবাজারটিতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল প্রভাবশালী মহল। ফলে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশ ঘিরে গড়ে ওঠা এই বাজারের অবৈধ স্থাপনার কারণে প্রায়ই যানজট লেগে থাকত।

উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে প্রথম ধাপে নিমসার বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন এবং সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম। 

অভিযোগ রয়েছে, মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে ভাড়া আদায় করছিল একটি অসাধু চক্র। এ ছাড়া প্রতিবার দখল উচ্ছেদের ২৪ ঘণ্টার মধ্যেই ওই চক্রটি আবারও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে মহাসড়কে যান চলাচলে বাধার সৃষ্টি করে।  

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দেশের কাঁচা সবজির দ্বিতীয় বৃহত্তম বাজার নিমসারে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের জায়গা দখল করা হয়েছিল। এ ছাড়া অস্থায়ীভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের বিভাজক ব্যবহার করা হচ্ছিল। যে কারণে প্রতিনিয়ত এই এলাকায় যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তাই সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।  

এ ছাড়া অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মহাসড়কের পাশে সার্ভিস লেনের জায়গা দখল করে ভাড়া দেওয়া হয়েছিল বেশ কয়েকটি দোকান। সেসব দোকান থেকে অবৈধভাবে টাকা উত্তোলন নিয়েও বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা তৈরি হয়। সম্প্রতি হাইকোর্টের নির্দেশনা ও প্রশাসনের সিদ্ধান্তে এই বাজার থেকে খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। 

সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন জানান, সাধারণ মানুষের ভোগান্তি রোধেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এক দিনে সম্ভব না হলে আমরা আবারও এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করব। তারপরও মহাসড়কের জায়গায় কেউ যেন অবৈধভাবে দোকানপাট তৈরি করে যানজট কিংবা ভোগান্তি সৃষ্টি না করে।  

জহির শান্ত/মাহফুজ/সালমান/