
দেশ থেকে পালানোর সময় সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দর থেকে ইয়াবাসম্রাট বদির ক্যাশিয়ার- সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি দল। সোমবার রাতে বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি বিমান থেকে তাকে গ্রেপ্তার করে। ওমরাহযাত্রীর ছদ্মবেশ নিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) র্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৫-এর তথ্যানুযায়ী র্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র্যাব-৯ সিলেট সিপিএসসির একটি আভিযানিক দল সোমবার রাত ৯টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি বিমান থেকে গত ৫ আগস্ট কক্সবাজারের উখিয়াতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অন্যতম পরিকল্পনাকারী সালাহ উদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করে র্যাব। তার বাড়ি কক্সবাজারের উখিয়ায়।
আলোচিত ইয়াবাসম্রাট বদির ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিতি সালাহ উদ্দিন ওমরাহযাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালাতে চেয়েছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের পর গ্রেপ্তার সালাহ উদ্দিনকে এসএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তার মাধ্যমে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এসএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান খবরের কাগজকে বলেন, ‘বিমান থেকে সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করার পরপরই বিমানবন্দর থানায় তার অপরাধ সম্পর্কিত মামলার তথ্যাদি হস্তগত হয়েছে। সালাহ উদ্দিনকে থানায় সোপর্দ করা হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’