
কুমিল্লার হোমনায় উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামে একটি ঘর থেকে মা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, গতকাল বুধবার রাতে কোনো এক সময় নিজেদের বাড়ির শয়নকক্ষে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে।
মৃতরা হলেন- ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ৯ বছরের ছেলে সাদ এবং শাহপরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা (১৪)।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন খবরের কাগজকে তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বড় ঘাগুটিয়া গ্রামের মো. শাহপরান ঢাকায় চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন খবরের কাগজকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটির সামনের দরজা বন্ধ ছিল কিন্তু পেছনের দরজা খোলা ছিল। তদন্তসাপেক্ষে বলা যাবে মৃত্যুর কারণ কী। আমরা সিআইডিকে খবর দিয়েছি, তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।’
হোমনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর মহসিন খবরের কাগজকে বলেন, ‘বৃহস্পতিবার সকালে তিনজনের মরদেহ একই কক্ষে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফোর্সসহ এসে আমরা মরদেহগুলো উদ্ধার করেছি। মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাদের হত্যা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’
জহির শান্ত/ইসরাত চৈতী/অমিয়/