ঢাকা ২৪ আশ্বিন ১৪৩১, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

জাফলংয়ে ৯০ বস্তা চোরাই চিনি জব্দ

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ পিএম
জাফলংয়ে ৯০ বস্তা চোরাই চিনি জব্দ
জব্দকৃত চোরাই চিনি। ছবি : খবরের কাগজ

সিলেটের সীমান্ত উপজেলা গোয়াইনঘাটের জাফলংয়ে যৌথ বাহিনীর হাতে ধরা পড়েছে ৯০ বস্তা চোরাই চিনি। 

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে জাফলং গুচ্ছগ্রাম থেকে এ চিনি জব্দ করা হয়। চিনিগুলো বাহকবিহীন অবস্থায় পাওয়ায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। 

এ নিয়ে রবিবার (৮ সেপ্টেম্বর) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ হারুন অর রশিদ একটি মামলা করেছেন।

ওসি শাহ হারুন জানান, শনিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গোয়াইনঘাটের জাফলং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্তবর্তী জাফলং গুচ্ছগ্রাম মোড় দিয়ে যৌথ বাহিনীর সদস্যরা যাওয়ার সময় পথে চিনিভর্তি দুটি ডিআই (মিনি ট্রাক) দেখতে পান। পরে গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে ভারতীয় চিনি পাওয়া যায়। দুটি গাড়িতে ৪৫ বস্তা করে ৯০ বস্তা চিনি ছিল। তবে চিনির বাহক বা চোরাকারবারির সন্ধান মেলেনি। চিনিগুলো জব্দ করে গোয়াইনঘাট থানা-পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। 

চমেক হাসপাতালে সাবেক এমপি লতিফ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:৪৭ পিএম
চমেক হাসপাতালে সাবেক এমপি লতিফ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি লতিফকে (৫৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন। 

এ সংক্রান্ত একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন কারারক্ষী সন্ধ্যার দিকে সাবেক এমপি লতিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। লতিফ হুইল চেয়ারে বসে ছিলেন। তার মুখে মাস্ক এবং ডান দিকের কপালে ব্যান্ডেজ দেখা যায়। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার খবরের কাগজকে বলেন, কারারক্ষীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, বাথরুমে মাথাঘুরে পড়ে ডান পাশের কপালে আঘাত পান সাবেক এই সংসদ সদস্য। বর্তমানে তিনি হাসপাতালের ১৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ওজু করতে গিয়ে পা পিছলে বাথরুমে পড়ে আহত হয়েছেন তিনি। বয়স্ক মানুষ, উনার বাইপাস হয়েছে, তাই এমনটা হতে পারে। উনাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

তারেক মাহমুদ/এমএ/

বন্যায় আশ্রিত শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ কারাগারে

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:৪১ পিএম
বন্যায় আশ্রিত শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ কারাগারে
খবরের কাগজ গ্রাফিকস

নোয়াখালীর সোনাইমুড়ীতে বন্যায় আশ্রয় নেওয়া পরিবারের দুই বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. হারুন (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার চাষিরহাট ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. হারুন চাষিরহাট ইউনিয়নের রথি গ্রামের মৃত ইমরাত উল্যাহ মুন্সির ছেলে। বিকেলে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম খবরের কাগজকে বলেন, ভুক্তভোগীর অটোরিকশা চালক (৪১) বাবার দায়ের করা মামলায় আসামি মো. হারুনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি মো. হারুন বাদির প্রতিবেশি চাচা হয়। বন্যার কারণে বাড়িঘর ডুবে যাওয়ায় বাদি পরিবার নিয়ে আসামির বাড়িতে আশ্রয় নেন। গত শুক্রবার (৪ অক্টোবর) সকালে বাদির দুই বছরের কন্যাকে নির্জন কক্ষে নিয়ে আসামি হারুন ধর্ষণের চেষ্টা করেন। শিশুর চিৎকারে লোকজর জড়ো হলে আসামি পালিয়ে যায়।

আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম খবরের কাগজকে বলেন, আসামি মো. হারুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমএ/

চট্টগ্রাম বন্দরকে সম্পূর্ণ অটোমেশন করা হবে: এম সাখাওয়াত হোসেন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:২৮ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১০:৩১ পিএম
চট্টগ্রাম বন্দরকে সম্পূর্ণ অটোমেশন করা হবে: এম সাখাওয়াত হোসেন
ছবি: খবরের কাগজ

নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে সম্পূর্ণ অটোমেশন করা হবে। এতে কনটেইনার লোডিং-আনলোডিং আরও সহজ হবে। বন্দরে কাজের গতি বৃদ্ধি পাবে। হয়রানি ও দূর্নীতি কমে যাবে।

মঙ্গলবার ( ৮ অক্টোবর) বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে  এ সব কথা বলে তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন,  চট্টগ্রামে বন্দরের ইয়ার্ডে ২০ বছরের পুরনো কনটেইনার পড়ে আছে। ১৫ বছর আগের গাড়ি পড়ে আছে। কাস্টমস কী করছে আমি জানি না। জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে এগিয়ে আসতে হবে। কনটেইনারের নিলাম করা দরকার। আটকে থাকা কনটেইনারগুলো ডেলিভারি দিয়ে ইয়ার্ড খালি করা দরকার। পুরনো কনটেইনার জায়গা দখল করে আছে এটি বড় সমস্যা। আমি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। যেন কাস্টমস হাউস দ্রুত নিলামের ব্যবস্থা করে।

এ বন্দরের সমস্যা দূর করতে হলে শুধু পোর্ট নয় আরও অনেকগুলো সংস্থাকে এক সঙ্গে উদ্যেগ নিতে হবে উল্লেখ করে নৌ উপদেষ্টা বলেন,   চট্টগ্রাম বন্দরকে আরও সচল করতে হলে অটোমেশন করতে হবে। আমাদের কাছে চট্টগ্রাম বন্দরের বিনিয়োগের লোক আছে। তারাই কাজ করবে। চট্টগ্রাম বন্দরের বে- টার্মিনাল প্রকল্প আমি পরিদর্শন করেছি। এ মূহুর্তে বে-টার্মিনাল সম্পর্কে কিছু বলবো না। আপাতত এখানে কোন সমস্যা নেই । এখানে বিনিয়োগ হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা বসে আসে বেটার্মিনালে বিনিয়োগের জন্য। ওয়ার্ল্ড ব্যাংক বিনিয়োগ করতে চাইছে।

তিনি আরও বলেন, ২২ বছর ধরে চট্টগ্রাম বন্দরের অনেক বেআইনি কাজ হয়েছে। সেগুলো বন্ধ করা হবে। উন্নয়ন প্রকল্পসহ সবকিছু ওপেন টেন্ডারের মাধ্যমে হবে। এখন আর ভাগবাটোয়ারা করে খাওয়ার সুযোগ নেই।

বেটার্মিনাল নিয়ে নৌ উপদেষ্টা বলেন, বেটার্মিনাল হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়বে। দেশের আরও বিদেশি বিনিয়োগকারী আসুন। আমরা বিদেশিদের উৎসাহিত করবো। সিংগাপুর, সৌদি আরব, নেদারল্যান্ড, দুবাই আমাদের বন্দরে বিনিয়োগ করছে। দেশের উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ দরকার। বেটার্মিনালে জেনারেল কার্গো চট্টগ্রাম বন্দরের আন্ডারে থাকবে। আগামি সপ্তাহে মন্ত্রণালয়ে বৈঠক আছে। দেশের জন্য যেটা ভাল সেটা আমরা করবো। ডাইরেক্ট বিনিয়োগের জন্য অনেক দেশ বসে আছে। দেশের উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ দরকার। আমার দেশের ক্ষতি হবে এমন কিছুই করা হবে না।

দূর্নীতি বন্ধ করতে সাংবাদিকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, বড় দূর্নীতি বন্ধ করলে ছোট দূর্নীতিও বন্ধ হয়ে যাবে। এখানে (বন্দরে) অনেক অনিয়ম হয়েছে। অনেকজনকে লাইসেন্স দেওয়া হয়েছে। এ বন্দরকে জঞ্জালমুক্ত করতে হবে, বন্দরকে আরও দ্রুত তম করতে হবে।  দূর্নীতিমুক্ত করতে হবে, টেন্ডারে অনিয়ম হয়েছে এখন থেকে ওপেন টেন্ডার হবে। বহুবছর ধরে বিনা রেজিস্টেশনে গাড়ি চলছে। বিআরটিএকে বলবো সেই গাড়িগুলো বন্ধ করতে। সব কিছু নিয়মের মধ্যে চলে আসতে হবে। সব কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হবে। যেখানে দূর্নীতি হবে সেখানে আপনারা লিখবেন, বলবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চট্টগ্রাম বন্দর দেখতে আসলাম, শিখতে আসলাম, বুঝতে আসলাম। আস্তে আস্তে বন্দরের সব সমস্যা সমাধান হবে। আমি তিনদিন ধরে চট্টগ্রাম বন্দর ঘুরে ঘুরে দেখেছি। সমস্যাগুলো দূর করতে সময় লাগবে। ইক্যুইপমেন্ট যা আসছে সব গুলোর সঠিক ব্যবহার হবে। দেশের স্থলবন্দরগুলোতেও অনেক অনিয়ম চলছে। সব দূর করা হবে। সমাধান হতে সময় লাগবে। দুই মাসের তো সম্ভব না। ২২ মাস সময় দেন।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান বলেন, পতেঙ্গা কনটেইনার টার্মিনালে বিদেশি অপারেশনাল সংস্থা বেশ কিছু ইক্যুইপমেন্ট এনেছেন। তারা কাজ শুরু করেছে। আমাদেরও কিছু ইক্যুইপমেন্ট আছে। আমরা মাত্র ১৩শ কোটি টাকা বিনিয়োগ করেছি। কিন্তু আগামি ২২ বছরে আমাদের আয় হবে ৫ হাজার কোটি টাকা।

আবদুস সাত্তার/এমএ/

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ২৬ ঘণ্টা পর ফেরত

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:১৩ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১০:৩২ পিএম
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ২৬ ঘণ্টা পর ফেরত
ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা ভর্তি সীমান্তে বিএসএফ এর গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে তার মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয়। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এ ঘটনা ঘটে। 

নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

এ ঘটনার দীর্ঘ ২৬ ঘন্টা পর পতাকা বৈঠক শেষে মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৯টার দিকে তার মরদেহ ফেরত দেওয়া হয় বলে জানিয়েছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল হোসেনসহ ৩ জন। কাঁটাতারের বেড়া টপকানোর পর এ তিনজনকে বিএসএফের সঙ্গে কথা বলতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই একটি গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। এ সময় সেখান থেকে দুইজন দৌড়ে পালিয়ে গেলেও কামাল হোসেন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকেন। এরপর আরও একটি গুলির শব্দ শোনা যায়।  গুলিতে ঘটনাস্থলেই নিহত হন কামাল। পরে বিএসএফ সদস্যরা একটি অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ নিয়ে যায়।

নিহত কামালের মেয়ে কামরুন্নাহার জানায়, লাদেন কামাল ও শাহ আলম নামে দুই লোক ৭ তারিখ বিকালে আমার বাবাকে নিয়ে সীমান্তে যায়। এরপর আর উনি আসেনি। রাতে লোকজন খবর দেয় আমার বাবাকে বিএসএফ গুলি করে মেরে ভারতে নিয়ে গেছে। আমার বাবাকে কেন মারল তারা আমি জানি না। লাদেন কামাল আর শাহ আল পালিয়ে গেছে।

নিহত কামালের মা আনোয়ারা বেগম বলেন, আমার ছেলের বিরুদ্ধে কোন অপরাধের অভিযোগ থাকলে তারে জেলে দিয়ে বিচার করতেন। এভাবে মেরে ফেললেন কেন?

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন জানান, কামাল হোসেন নামের ওই যুবক সোমবার সন্ধ্যায় ভারতের অভ্যন্তরে ঢুকে পরলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মরদেহ হস্তান্তর করা হয়।

জহির শান্ত/এমএ/

সীতাকুণ্ডে সাবেক দুই এমপিসহ ২১৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:০০ পিএম
সীতাকুণ্ডে সাবেক দুই এমপিসহ ২১৫ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সাবেক দুই সংসদ সদস্য এস এম আল মামুন ও দিদারুল আলম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের দুই সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৬৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) রাতে মামলাটি দায়ের করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী পরিবারের গাড়িচালক মোহাম্মদ মেহেদী হাসান তারেক।

থানায় মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর বেলা ১১-১২ টার সময় বিএনপি মনোনীত প্রার্থী, লায়ন আসলাম চৌধুরীর বড় ভাই ইছহাক কাদের চৌধুরীকে ফৌজদারহাটের জলিল বাজারস্থ নিজ বাড়ী ও রেলগেইটে হত্যার উদ্দেশ্য জখম, চুরি, রেলওয়ের সরকারি সম্পত্তির ক্ষতিসাধনসহ ককটেল বিস্ফোরণ এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপরাধ করা হয়েছে। 

এ মামলায় সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য দিদারুল আলমকে ১ নম্বর আসামি, সাবেক এমপি এস এম আল মামুনকে ২ নম্বর ও তার ছোট ভাই এস এম নোমানকে ৩ নম্বর আসামি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়াকে ৪ নম্বর আসামি করা হয়েছে। 

এ ছাড়া কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ চৌধুরী, আসলাম (পিএস আসলাম), ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, সাদাকাত উল্লাহ মিয়াজী, রেহান উদ্দিন, তাজুল ইসলাম নিজামী চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, নাজিম উদ্দিন চেয়ারম্যান, গোলাম মহিউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. শায়েস্তা খান প্র. সাজু, মো.নাজিম উদ্দিন, মোঃ আসলাম, মাসুদ, রিমন, মোরশেদ, শিবলু, সাবের, মোঃ আমানত, মোঃ হাজী মহসিন রেজা, সৈয়দ আব্দুল মতিন, মোঃ আলা উদ্দিন, দেলোয়ার হোসেন স্টার, মোঃ মহিউদ্দিন মনি, খোকন, চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সীতাকুণ্ড উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম, দিদারুল আলম অ্যাপোলো, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলানী, মো.নাছির, এসএম নজরুল ইসলাম, গোলাম মাসুদ পারভেজ, মোঃ ইসমাইল, তৌহিদুজ্জামান মেজবা, সাব্বির আহমেদ, শাহাদাত হোসেন, ইকবাল হোসেন টিটু, আমজাদ হোসেন, সাইদুর রহমান মারুফ ( পিএস মারুফ), আব্বাস, মাহবুব আলম, আশরাফ উদ-দৌলা, মো.রিদুয়ান সাইমন, মোজাম্মেল, ইকবাল সরওয়ার, পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, ফাহিম মোস্তফা, দিদারুল আলম, রফিক উল ইসলাম, মহসিন, মোহাম্মদ আলী, অহিদুল আলম, আবুল কালাম আজাদ প্র. বাবু, মো. ফরিদ, সিরাজুল আজম চৌধুরী প্র. রেজা, জসিম উদ্দিন, ইব্রাহীম হাসান। 

এদিকে সীতাকুণ্ড থানায় হওয়া দুই মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন,  আব্দুল হান্নান, সাইফুল ইসলাম ও মো. নিজাম উদ্দিন। এদের মধ্যে হান্নান (৪৭) উপজেলার কুমিরা ইউনিয়নের নিউ  রাজাপুর ৭ নম্বর ওয়ার্ডের মৃত নুর মোহাম্মদের ছেলে ও কুমিরা ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। আর মো. সাইফুল ইসলাম (৩৫) মুরাদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম ছেলে এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি। অপরজন মো. নিজাম উদ্দিন (৩৫) একই এলাকার নুরুল ইসলামের ছেলে এবং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান খবরের কাগজকে বলেন, থানায় রুজু হওয়া দুটি বিস্ফোরক মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।