নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (ডিজিএনএম)-এর মহাপরিচালক মাকসুরা নূরসহ অধিদপ্তরের সব আমলাদের অপসারণ ও পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন জেলার নার্সরা মানববন্ধন করেন। এরই অংশ হিসেবে গাজীপুর, বাগেরহাট, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও এবং মুন্সীগঞ্জে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল শনিবার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
গাজীপুর: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন এবং এ অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নার্সিং সংস্কার পরিষদ গাজীপুর জেলার সমন্বয় কমিটি। দুপুর ১২টার দিকে জেলার শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, নার্সিং সংস্কার পরিষদ নার্সিং পেশার সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে গত ৯ সেপ্টেম্বর শান্তিপূর্ণভাবে এক দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি পালন করে আসছে। এরপরও কোনো আলোচনা না করেই গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার পদে পুনরায় নন-নার্সিং প্রশাসনিক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। যা চলমান আন্দোলনকে উস্কে দেওয়ার শামিল। নার্সিং সমাজ এ পদায়ন প্রত্যাখ্যান করেছে।
এ সময় শহিদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের অধ্যক্ষ সামসুন নাহার, নার্সিং ইন্সট্রাক্টর মোখলেছুর রহমান, শামীমা নাসরিন এবং জামাল উদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাগেরহাট: নার্সিং পেশা ও নার্সদের কটূক্তি করায় ডিজিএনএম-এর মহাপরিচালক মাকসুদা নূরসহ অধিদপ্তরের নন-নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণের দাবিতে মানববন্ধন এবং কর্মবিরতি পালিত হয়েছে। বেলা ১১টার দিকে জেলা সদর হাসপাতালের সামনে জড় হয়ে কর্মরত নার্স, বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন, বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শামসুন্নাহার, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ কনিকা মিস্ত্রি, সিনিয়র স্টাফ নার্স ফারজানা জামান এবং নাজমুন্নাহার হীরা।
ফেনী: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ সব পরিচালকের অপসারণ চান ফেনীর নার্স, কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। এ দাবিতে জেলার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সকালে জেলা সদর হাসপাতাল চত্বরে ‘মার্চ টু ডিজিএনএম’ শীর্ষক কর্মসূচি পালন করেন।
চাঁপাইনবাবগঞ্জ: নার্সিং সংস্কার পরিষদের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় মানববন্ধন হয়েছে। দুপুর ২টার দিকে জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও: নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে ঠাকুরগাঁওয়ে নার্সরা মানববন্ধন করেছেন। সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, নার্সিং একটি মহৎ পেশা। বিগত সরকার নার্সিং অধিদপ্তরে আমলাদের বসিয়ে আমাদের অসম্মান করেছে। নার্সিং অধিদপ্তরের প্রতিটি পদে নার্সদের সুযোগ দিতে হবে।
মুন্সীগঞ্জ: নার্সিং কর্মকর্তাদের সঙ্গে অপেশাদার আচরণ ও নার্সিং পেশা নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার সদর হাসপাতালের মূল ফটকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। জেলা সদর হাসপাতালের সব কর্মকর্তা ও কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হচ্ছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ছাড়াও সামাজিকভাবে তাদের হেয়প্রতিপন্ন করা হচ্ছে।