জামালপুরে কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেছেন, গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের অনেকেই তাদের ভুল বুঝতে পেরে ফিরে এসেছে, একটি বড় অংশকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো পাঁচশ’র মতো বন্দি পলাতক রয়েছে।
কারাগার থেকে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে, যেগুলো উদ্ধার হয়নি সেসব অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। কারাগারে অন্যান্য সময়ের তুলনায় এ মুহুর্তে বন্দিদের সংখ্যা কম, তবে সম্প্রসারণ কার্যক্রম শেষ হলে কারাগারের ধারণক্ষমতা বাড়বে। তিনি আরও বলেন, কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ও কারারক্ষীদের মনোবল বাড়াতে এ সফর।
বুধবার (২ অক্টোবর) বিকেলে জামালপুর জেলা কারাগার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের কোন ঠিকাদার যদি কাজ করতে অপারগ হয়, নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে বা তাদের চুক্তি বাতিল করা হবে। প্রয়োজনে নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ করা হবে। বন্দিদের খাবারে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন পেলে বাস্তবায়ন করা হবে।
কারা মহাপরিদর্শক জামালপুর জেলা কারাগারে পৌঁছালে কারারক্ষীদের সু-সজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি কারাগার পরিদর্শন করেন। এ সময় ময়মনসিংহ কারাগারের উপ মহাপরিদর্শক মোছা. জাহানারা বেগম, সহকারি কারা মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেলার শাহ আলম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আসমাউল আসিফ/এমএ/