ঢাকা ২১ কার্তিক ১৪৩১, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

শিক্ষককে পিটিয়ে হত্যা ও সহিংসতা তদন্তে কমিটি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১০:০৬ এএম
শিক্ষককে পিটিয়ে হত্যা ও সহিংসতা তদন্তে কমিটি
সোহেল রানার

খাগড়াছড়ি সদরে গণপিটুনিতে শিক্ষক সোহেল রানার মৃত্যুর জেরে পাহাড়ি-বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (২ অক্টোবর) এ তদন্ত কমিটি গঠনের কথা জানান খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রোজলিন শহীদ চৌধুরীকে। এ ছাড়াও কমিটিতে পুলিশ সুপারের একজন প্রতিনিধি, সিভিল সার্জনের একজন প্রতিনিধি এবং খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একজন প্রতিনিধি রয়েছেন।

এর আগে গত মঙ্গলবার দুপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়। নিহত শিক্ষকের নাম আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা। তিনি কলেজের সিভিল কন্সট্রাকশন অ্যান্ড সেফটি বিভাগের ইন্সট্রাকটর ছিলেন।

এদিকে তদন্ত কমিটি গঠন করা হলেও শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে ছাত্রী ধর্ষণ, পুলিশের ওপর হামলা এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, ‘যে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেই ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। এ ছাড়া ঘটনার সময় পুলিশের ওপর হামলা এবং কাজে বাধা দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।’

তবে ওই ছাত্রী আসলেই ধর্ষণের শিকার হয়েছে কি না সেটা এখনো জানা যায়নি। শিক্ষককে পিটিয়ে হত্যার পরপরই মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হয়। সেখানেই তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড বসিয়ে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। যদিও এ বিষয়ে গণমাধ্যমকে এখানো কিছু জানায়নি স্বাস্থ্য বিভাগ।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, ‘মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। আমরা পুলিশের কাছে মেডিকেল রিপোর্ট এখনো জমা দেইনি। রিপোর্ট জমা দিলে পুলিশ জানাবে।’

মঙ্গলবার দুপুরে শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যার ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো খাগড়াছড়ি শহরে। ঘটনার পর থেকেই মুখোমুখি অবস্থান নেয় বিক্ষুব্ধ পাহাড়ি ও বাঙালিরা। সংঘাত এড়াতে বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌর এলাকাসহ সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। তবে ১৪৪ ধারা জারি করেও উত্তেজনা থামানো যায়নি কোনো পক্ষের।

প্রাকৃতিক বনায়নে আর সামাজিক বনায়ন হবে না: সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম
প্রাকৃতিক বনায়নে আর সামাজিক বনায়ন হবে না: সৈয়দা রিজওয়ানা হাসান
টাঙ্গাইলে ‍‍‌বুরো বাংলাদেশ‍‍ মিলনাতনে আন্তর্জাতিক পরিবেশ সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: খবরের কাগজ

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রাকৃতিক বনায়নে আর কোনো সামাজিক বনায়ন হবে না। আপনি যদি সামাজিক বনায়ন করেন, তাহলে চুক্তি স্বাক্ষর করেন উপকারভোগীদের সঙ্গে। এরপর সামাজিক বনায়নের গাছগুলো কেটে উপকারভোগীদের মাঝে পয়সা বিতরণ করে দেন। বনবিভাগের প্রাথমিক দায়িত্ব পয়সা বিতরণ করা নয়। তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে প্রাকৃতিক বনকে রক্ষা করা। 

বুধবার (৬ নভেম্বর) টাঙ্গাইলে ‍‍‌বুরো বাংলাদেশ‍‍ মিলনাতনে আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ সন্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় বিদ্যুৎ অপচয় রোধে তিনি বলেন, আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলায় সকল লাইট বন্ধ করে দিয়েছি। এই বিদ্যুৎ কোথা থেকে উৎপাদন হয়, কীভাবে হয় তা জানতে হবে। তিনি প্রশ্ন রাখেন, আমরা কেন দিনের বেলায় বিদ্যুৎ অপচয় করব? প্রাকৃতিক আলো থাকার পরেও কেন দিনের বেলায় লাইট জ্বালিয়ে প্রোগ্রাম করব?

তিনি বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদী উদ্ধার করা যাচ্ছে না। নদীর নিচে তিন থেকে চার আস্তরের পলিথিন পড়ে আছে। এ কারণে সেখানে ড্রেজিং করা সম্ভব না। তাই আমাদের সকলের উচিৎ পলিথিন ব্যবহার বন্ধ করা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শহীদুল হক, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন।

সভাপতিত্ব করেন ব্যুরো বাংলাদেশের এইচআরডি অ্যান্ড আইসিটি ডিরেক্টর অপারেশন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর ফারমিনা হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সবুজ পৃথিবীর নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ।

জুয়েল রানা/মাহফুজ/এমএ/

 

চট্টগ্রামে যৌথ বাহিনীর ওপর হামলায় আটক ৮০, হাজারী গলি বন্ধ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম
চট্টগ্রামে যৌথ বাহিনীর ওপর হামলায় আটক ৮০,  হাজারী গলি বন্ধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলিতে যৌথ বাহিনীর উপর এসিড নিক্ষেপ, কাঁচের বোতল নিক্ষেপসহ হামলার ঘটনায় ৮০ জনকে আটক করা হয়েছে। একইসাথে তদন্তের স্বার্থে আপাতত সাময়িক সময়ের জন্য হাজারী গলি বন্ধ রাখা হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) দুপুর বারোটায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন, বিজিবি-৮ এর সহকারী পরিচালক মফিজুল ইসলাম, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের মেজর রিজওয়ানুর রহমান, র‌্যাব চট্টগ্রাম-৭ এর ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমানডেন্ট এ ডি পারভীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (জনসংযোগ) কাজী তারেক আজিজ। 

ফেরদৌস আহমেদ বলেন, ৫ নভেম্বর বিকাল সাড়ে পাঁচটায় ওসমান আলী নামে একজন ব্যক্তি ইসকন বিরোধী একটি ফেসবুক পোষ্ট করে। সেই পোষ্টকে ঘিরে নগরের কোতোয়ালি থানাধীন টেরীবাজার এলাকার হাজারী গলিতে উত্তেজনার সৃষ্টি হয়। আনুমানিক ৫০০-৬০০ জন দুস্কৃতিকারী হাজারী লেনে ওসমান আলীসহ তার ভাইকে হত্যা ও দোকান জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্যে জড়ো হয়। 

স্থানীয় কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য মতে দ্রুততম সময়ে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যদের ছয়টি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। বিশৃঙ্খলাকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় জানমাল রক্ষা এবং মব জাস্টিজ রোধে যৌথবাহিনী ওসমান আলী ও তার ভাইকে সেই এলাকার থেকে উদ্ধার করে। উত্তেজিত জনতাকে বিষয়টি যথাযথ আইনী প্রক্রিয়ায় সমাধানের মাধ্যমে সুরাহা করার আশ্বাস দেওয়া স্বত্ত্বেও বিশঙ্খলাকারীরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। 

তিনি আরও বলেন, দুবৃত্তরা এসময় যৌথবাহিনীর উপর অতর্কিতভাবে জুয়েলারীর কাজে ব্যবহৃত এসিড হামলা চালায় এবং ভারী ইট-পাটকেল, কাঁচের বোতল নিক্ষেপ করতে থাকে। এর প্রেক্ষিতে সেনাবাহিনীর ৫ জন সদস্যসহ পুলিশের ৭ জন সদস্য আহত হন। সেনাবাহিনীর সদস্যদেরকে সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও ঘটনাস্থলে সেনাবাহিনীর গাড়িতে হামলা করে একটি পিকআপ ভ্যানের সামনের কাচ ভেঙে ফেলে। 

তিনি আরও বলেন, উদ্ধার অভিযানের পর দুবৃত্তদের সনাক্তকরণে যৌথবাহিনীর ১০টি টহল দল আনুমানিক সাড়ে নয়টার দিকে হাজারী লেনে গেলে লুকিয়ে থাকা দুস্কৃতিকারীরা পুনরায় যৌথবাহিনীর উপর এসিড হামলা করে। এসময় সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ৮০ জন সন্দেহভাজনকে আটক করে। বর্তমানে বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাচাই করে প্রকৃত দুস্কৃতিকারীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া চলমান আছে। আটককৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদসহ যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে এবং হাজারী গলিসহ নগরের অন্যান্য এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফেরদৌস আহমেদ বলেন, আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আমরা মনে করি দুস্কৃতিকারীদের কোনো পরিচয় হয় না। তাদের পরিচয় তারা অপরাধী। তাদেরকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এদিকে হাজারী লেইন ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সুরেম বড়ুয়া খবরের কাগজকে বলেন, আমরা এসবের সাথে জড়িত নই। বিশেষ করে ওষুধ ব্যবসায়ীদের কেউই এতে নেই। ঘটনা অন্য একটি পক্ষের সাথে। গতকাল রাতে আমাদের মার্কেট সিলগালা করে দেওয়া হয়েছে। আমরা চাই দোকান খুলে দেওয়া হোক। সামনে একটি হাসপাতাল, ওষুধ জরুরী সেবা। এটি বন্ধ রাখা হলে ক্ষতি সবার। 

সভাপতি মো. আজগর আলী খবরের কাগজকে বলেন, আমাদের কোনো ব্যবসায়ী এসব কাজে জড়িত নেই। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। আমাদের ব্যবসার কোনো ক্ষতি হোক আমরা চাইনা। আমরা চাই দোষীরা বিচারে আওতায় আসুক।

মনির/মাহফুজ/এমএ/

 

মল্লিকার ভালোবাসায় তুর্কি যুবক সিরাজগঞ্জে

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম
মল্লিকার ভালোবাসায় তুর্কি যুবক সিরাজগঞ্জে
ভালোবাসার টানে তুরস্ক থেকে বাংলাদেশে ছুটে এসেছেন মোস্তফা ফাইক (বায়ে), মল্লিকা (ডানে)। ছবি: খবরের কাগজ

যুগে যুগে ভালোবাসার টানে অনেকেই দেশ-দেশান্তরে ছুটে যায়। ভালোবাসার টানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই যুবক-যুবতীরা বাংলাদেশে ছুটে আসার ঘটনা আলোচিত হয় দেশজুড়ে। এবার ভালোবাসার টানে সুদুর তুরস্ক থেকে ছুটে এসেছেন মোস্তফা ফাইক (৩০) নামের এক যুবক। সিরাজগঞ্জের শাহজাদপুরের কাকিলামারি গ্রামের কলেজ পড়ুয়া তরুণী মল্লিকার (২২) প্রেমে এ দৃষ্টান্ত স্থাপন করলেন মোস্তফা ফাইক।

মল্লিকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারী গ্রামের কামরুজ্জামান মানিকের মেয়ে। তিনি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মল্লিকার (২২) সঙ্গে তিন বছর আগে পরিচয় হয় তুরস্কের নাগরিক মুস্তফা ফাইকের (৩০)। পরিচয় থেকে প্রেমে রূপ নেয় সে সম্পর্ক। এর আগে সোমবার (৪ নভেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তুর্কি যুবক মোস্তফা ফাইক, সাথে এসেছেন তার মামা মুসা। মোস্তফা তুরস্কের ইস্তাম্বুলের বাজদার এলাকার বাসিন্দা বাহারি চাবাস এর বড় ছেলে। সোমবার রাতেই স্থানীয়ভাবে ১ লাখ ৩০ হাজার টাকা মোহরানায় তাদের বিবাহ সম্পন্ন হয়।

এই খবর ছড়িয়ে পড়লে তরুণীদের বাড়িতে ভিড় করে এলাকার শতশত মানুষ। প্রত্যেকেই এই ঘটনায় আনন্দ প্রকাশ করে জানান, এরকম ঘটনা আমরা কোনো দিন দেখিনি। তুরস্কের যুবক আমাদের এলাকার মেয়ের ভালোবাসার টানে চলে এসেছে এতে আমরা অনেক খুশি। এসময় প্রত্যেকেই নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান।

দুই পরিবারের সম্মতিতে এ বিয়ে হয়েছে জানিয়ে মল্লিকা বলেন, আমাকে ভালোবেসে মোস্তফা তুরস্ক থেকে বাংলাদেশে এসেছেন। আমি বলেছিলাম বাংলাদেশে এলে তাকে বিয়ে করবো। ধুমধাম আয়োজনে সেই বিয়ে সম্পন্ন হয়েছে। সুখ-দুঃখে আমরা সব সময় একসঙ্গে থাকবো। এ সময় মল্লিকা তার স্বামীর সঙ্গে তুরস্কে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে বলেন ভিসা হলেই চলে যাবো।

নিজেকে প্রকৌশলী দাবি করে তুরস্কের নাগরিক মুস্তফা ফাইক বলেন, ভালোবাসার মানুষকে কাছে নিয়ে যাওয়ার জন্য তিনি ছুটে এসেছেন। এখানকার মানুষ অত্যন্ত ভালো এবং অতিথিপরায়ণ। আমি মল্লিকাকে বিয়ে করতে পেরে খুশি। আমরা সারাজীবন একসঙ্গে থাকব।

স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন মোল্লা বলেন, তুরস্ক থেকে ছেলেটা তার মামাকে সঙ্গে নিয়ে গ্রামে চলে এসেছে। পরিবারের সম্মতিতে তারা আনুষ্ঠানিকভাবে বিয়েও করেছে। মেয়েটি শিক্ষিত, আগে থেকেই নিয়মিত কথা বলতো। আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখের হোক।

সিরাজুল ইসলাম শিশির/মাহফুজ/এমএ/

টেকনাফে এক কেজি ক্রিস্টাল মেথসহ বোট জব্দ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম
টেকনাফে এক কেজি ক্রিস্টাল মেথসহ বোট জব্দ
ছবি: সংগৃহীত

টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস)সহ বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

টেকনাফ শাহপরীরদ্বীপ স্টেশন কমান্ডার লে. এ এইচ এম সারতাজ বিন সোহরাব (এক্স) বিএন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (৬ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি আউটপোস্ট শাহপরীর দ্বীপ কোস্টগার্ডের একটি টিম নিয়মিত টহল চলাকালীন শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন নাফ নদীর মোহনায় মায়ানমার জলসীমা হতে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। টহল দলের সদস্যরা বোটটিকে থামার জন্য সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় গোলারচরে আটকে গেলে বোট থেকে সন্দেহভাজন ২ জন ব্যক্তি সাঁতার কেটে পালিয়ে যায়। এসময় কোস্টগার্ড টহল দলের সদস্যরা চরে আটকে যাওয়া বোটটিতে তল্লাশি চালিয়ে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কোটি টাকা মূল্যেরিএক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে। 

তিনি বলেন, উদ্ধার ক্রিস্টাল মেথ (আইস) এবং জব্দকৃত বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

মো. শাহীন/এমএ/

বেনাপোলে ভারতে পালানোর সময় কাউন্সিলর গ্রেপ্তার

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৩:২০ পিএম
বেনাপোলে ভারতে পালানোর সময় কাউন্সিলর গ্রেপ্তার
ভারতে পালানোর সময় গ্রেপ্তার তাজউদ্দীন। ছবি: খবরের কাগজ

বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তাজউদ্দীনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৬ নভেম্বর ) বেলা ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২ অক্টোবর তার বিরুদ্ধে ভোলা সদর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া ও বেনাপোল (বিজিবি) আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। এ সময় তাজউদ্দীন পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনের কাউন্টারে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তাজউদ্দীন স্বীকার করেন, তিনি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে ভোলা সদর থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।

নজরুল ইসলাম/মেহেদী/অমিয়/