ঢাকা ২৪ কার্তিক ১৪৩১, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

সিসিকের ৪২ ওয়ার্ডের দায়িত্ব পেলেন যারা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ পিএম
সিসিকের ৪২ ওয়ার্ডের দায়িত্ব পেলেন যারা

সিলেটসহ দেশের সব সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড (নারী) কাউন্সিলরকে অপসারণ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এ ঘোষণার তিন দিনের মাথায় রবিবার (২৯ সেপ্টেম্বর)  সিলেট সিটি করপোরেশন (সিসিক) পরিচালনায় ২৩ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এরপর গত ১ অক্টোবর সিসিকের ৪২টি ওয়ার্ডের দায়িত্ব ১৪ জন সরকারি কর্মকর্তাকে বন্টন করে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. ইফতেখার আহমেদ চৌধুরী।

সিসিকের ১ অক্টোবরের অফিস আদেশে বলা হয় গত ৩০ সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় সরকার বিভাগের স্মারক নং ৪৬.০০. ০০০০, ০৭০.১৮, ০০০৬.২৪-৯৫৪, তারিখ ২৬ সেপ্টেম্বর মূলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নামের পার্শ্বে উল্লিখিত ওয়ার্ডসমূহে দায়িত্ব প্রদান করা হলো।

সিসিকের ৪২ ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্তরা হলেন- ১,২ ও ৩নং ওয়ার্ডের দায়িত্ব  সড়ক ও জনপদ অধিদপ্তর, সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমদ, ৪, ৫, ৬নং ওয়ার্ডের দায়িত্ব গণপূর্ত অধিদপ্তর, সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. উসমান গনি, ৭, ৮, ৯নং ওয়ার্ডের দায়িত্ব জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের উপ-পরিচালক (স্থানীয় সরকার) সুবর্ণা সরকার, ১০, ১১, ১২নং ওয়ার্ডের দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, ১৩,১৪,১৫  নং ওয়ার্ডের দায়িত্ব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শেখ সাদী রহমতুল্লাহ, ১৬,১৭,১৮নং ওয়ার্ডের দায়িত্ব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাদাত আলী, ১৯, ২০, ২১নং ওয়ার্ডের দায়িত্ব জাতীয় গৃহায়ন অধিদপ্তর সিলেটের নিবাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেইন, ২২,২৩,২৪ নং ওয়ার্ডের দায়িত্ব সিলেটের উপ-পুলিশ কমিশনার জুবায়েদুর রহমান, ২৫,২৬,২৭ নং ওয়ার্ডের দায়িত্ব পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক, মো. বদরুল হুদা, ২৮,২৯,৩০নং ওয়ার্ডের দায়িত্ব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সিলেটের উপ-পরিচালক এ এস এম আব্দুল ওয়াদুদ, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাথমিক শিক্ষা অফিস সিলেটের বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, ৩৪, ৩৫, ৩৬নং ওয়ার্ডের দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. মো. আনিসুর রহমান, ৩৭,৩৮,৩৯নং ওয়ার্ডের দায়িত্ব বন বিভাগ সিলেটের সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম, ৪০, ৪১, ৪২নং ওয়ার্ডের দায়িত্ব ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেটের বিভাগীয় উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।

সিসিকের অফিস আদেশে বলা হয় কমিটির সদস্যবৃন্দ 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' অনুযায়ী সিটি করপোরেশনের প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান করবেন। 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী নিযুক্ত কমিটির সদস্যবৃন্দ কাউন্সিলরের সমুদয় দায়িত্ব পালন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর ১৯ আগস্ট সিলেটসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশে সিসিক মেয়রের পরিবর্তে প্রশাসক হিসেবে সিলেট বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করছেন।

শাকিলা ববি/এমএ/

চাঁদপুরের ফরিদগঞ্জে ২ কিশোরের আত্মহত্যা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:১০ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ কিশোরের আত্মহত্যা
আবুল ওসমান (ডানে) ও মো. ফাহিম (বামে)। ছবি: খবরের কাগজ

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেমজনিত ঘটনায় গলায় ফাঁস দিয়ে আবুল ওসমান (১৭) ও কীটনাশক পান করে মো. ফাহিম (১৬) নামে দুই কিশোর আত্মহত্যা করেছে।

শনিবার (৯ নভেম্বর) সকালে দুই কিশোরের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আবুল ওসমান ওই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।  অন্যদিকে ফাহিম একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ওসমান পরিবার সূত্রে স্থানীয় ইউপি সদস্য সৈকত মোল্লা জানান, আবুল ওসমান স্থানীয় একটি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সম্প্রতি মুঠোফোনে বরিশালের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে পরিবারের লোকজন তাকে বকাঝকা করে। শুক্রবার বিকেলে পরিবারের সবাই এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যায়। সেখান থেকে আবুল ওসমান সবার আগে বাড়িতে চলে আসে। রাতে তার বাবা বাড়িতে এসে দেখে সে ঘরের আড়ার সাথে ফাঁস অবস্থায় ঝুলে আছে। পরে তার চিৎকারে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেয়।

ওই ইউপি সদস্য আরও জানান, ফাহিম নামে অপর কিশোর স্থানীয় একটি বিদ্যালয় পড়তো। গত কয়েকমাস আগে সে পড়াশোনা ছেড়ে দিয়ে একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ শুরু করে। সেও একটি মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে পরিবারের লোকজনকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। প্রাপ্তবয়স্ক না হওয়ায় পরিবারের লোকজন তাকে বিয়ে দিতে রাজি হয়নি। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কীটনাশক পান করে সে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে স্থানীয়দের সহায়তায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে ওই দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার (৯ নভেম্বর) সকালে ময়না তদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উভয় ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফয়েজ/নাবিল/এমএ/

৩ মাস বন্ধের পর ফের শুরু আশুগঞ্জ-আখাউড়া মহাসড়কের কাজ

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:২১ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
৩ মাস বন্ধের পর ফের শুরু আশুগঞ্জ-আখাউড়া মহাসড়কের কাজ
আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের কাজ চলমান।ছবি: খবরের কাগজ

প্রায় ৩ মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া চার লেন জাতীয় মহাসড়কের অবশিষ্ট নির্মাণ কাজ। ইতোমধ্যে প্রকল্পটির ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা ফিরতে শুরু করেছে।

ফলে চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে মহাসড়কটির বেহাল অংশের সংস্কার কাজ শুরু হয়েছে। এছাড়া মহাসড়কের ঘাটুরা এলাকার সেতুর নির্মাণ কাজও চলছে। এর মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটেছে গুরুত্বপূর্ণ এই প্রকল্প নিয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার মহাসড়ক চার লেন উন্নীতকরণে ২০১৭ সালে একনেকে একটি প্রকল্প অনোমদন দেয় সরকার। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৫ হাজার ৭৯১ কোটি টাকা। তবে করোনা মহামারিসহ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিলম্বিত হয় প্রকল্পের কাজ। এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৫৫ শতাংশ।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তাজনিত কারণে গত ৫ আগস্টের পর কয়েক ধাপে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় ৩শ কর্মকর্তা-কর্মচারী ভারতে চলে যান। এতে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এছাড়া দীর্ঘদিন প্রকল্পের অধীনে থাকায় মহাসড়কটিতে নিয়মিত সংস্কার কাজ করতে না পারায় অন্তত চার কিলোমিটার অংশে খানাখন্দের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েন মহাসড়কে যাতায়াতকারীরা। দীর্ঘ আলোচনার পর গত অক্টোরের শেষ সপ্তাহ থেকে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা ভারত থেকে ফিরতে শুরু করায় বেহাল অংশের সংস্কার কাজ শুরু হয়।

চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক মো. শামীম আহমেদ জানান, ইতোমধ্যে প্রায় ৩০ জন ভারতীয় কর্মকর্তা-কর্মচারী প্রকল্প এলাকায় ফিরেছেন। আপাপত সংস্কার কাজ চলছে। এটি শেষ করে পাথরসহ অন্যান্য উপকরণ আমদানির পর মহাসড়কের অবশিষ্ট অংশের নির্মাণ কাজ পুরোদমে শুরু হবে। সেক্ষেত্রে প্রকল্পের মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

মো. জুয়েল রহমান/মাহফুজ/এমএ/

সিলেটে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:০০ পিএম
সিলেটে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
আটক চার ছিনতাইকারী ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) কদমতলীস্থ রেলস্টেশন গেইট এলাকা থেকে তিনজনকে ও শুক্রবার (৮ নভেম্বর) গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা সংঘবদ্ধ হয়ে পথচারীদেরকে আটক করে চাকু দিয়ে ভয় দেখিয়ে ও জোর করে মোবাইল, টাকা, স্বর্ণালঙ্কাকারসহ মূল্যবান মালামাল ছিনতাই করতো। এঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে। 

গত ৭ নভেম্বর উপপরিদর্শক (এসআই) এস এম সাইফুর রহমানের নেতৃত্বে কদমতলীস্থ রেলস্টেশন গেইট এলাকায় ছিনতাই করার সময় তাদেরকে আটক করা হয়। তখন ৪নং আসামি ঘটনাস্থল থেকে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে অপর তিন আসামির দেওয়া তথ্যানুযায়ী গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রাম থেকে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে  ছিনতাইকরা দুটি মোবাইলসহ বিভিন্নরকম দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন শাহীরুল ইসলাম জীবন (১৯), তানভীর হোসেন (১৮), রিমন আহমদ (১৮) ও শাকিল আহমদ (১৯)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ হয়ে পথচারীদেরকে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শাকিলা ববি/মাহফুজ/এমএ/

বাগেরহাটে বিএনপি নেতা সজীব হত্যায় গ্রেপ্তার ১

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:০২ পিএম
বাগেরহাটে বিএনপি নেতা সজীব হত্যায় গ্রেপ্তার ১
অস্ত্রসহ গ্রেপ্তার আবু বক্কার শিকদার। ছবি: সংগৃহীত

বাগেরহাটে বিএনপি নেতা সজীব তরফদার হত্যার ঘটনায় কিলিং মিশনে জড়িত আবু বক্কার শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আবু বক্কার শিকদার সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের আব্দুস সোবহান শিকদারের ছেলে।

শনিবার (৯ নভেম্বর) সকালে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এ তথ্য জানান।

তিনি বলেন, সজীব তরফদার হত্যার ঘটনায় জড়িত অপরাধীকে তথ্য প্রযুক্তির সহায়তায় পিরোজপুর জেলার কাউখালির হুগলি বাটকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্য মতে, সদর উপজেলার কাড়াপারা উইনিয়নের মির্জাপুরের পরিত্যক্ত ডোবা থেকে একটি এক নলা ও একটি দোনলা পাইপ গানসহ একটি গুলি এবং হত্যায় ব্যবহৃত কাঠের বাট উদ্ধার করা হয়েছে।

এ ছাড়াও হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে।

রিফাত/নাবিল/এমএ/

কুমিল্লায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম
কুমিল্লায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার কুমিল্লার দুই আওয়ামী লীগ নেতা। ছবি: খবরের কাগজ

কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের ভাতিজাসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) কুমিল্লা শহরের ঝাউতলা ও কান্দিরপাড় এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন - সাবেক সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহারের ভাতিজা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হাবিবুর সাহরীন সায়ের এবং কুমিল্লা মহানগরীর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হানিফ মিয়া।

তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। তিনি বলেন, তাদের বিরুদ্ধে তিনটি  মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা নগরীর ঝাউতলা ও কান্দিরপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

জহির/নাবিল/এমএ/