সিলেটসহ দেশের সব সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড (নারী) কাউন্সিলরকে অপসারণ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এ ঘোষণার তিন দিনের মাথায় রবিবার (২৯ সেপ্টেম্বর) সিলেট সিটি করপোরেশন (সিসিক) পরিচালনায় ২৩ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এরপর গত ১ অক্টোবর সিসিকের ৪২টি ওয়ার্ডের দায়িত্ব ১৪ জন সরকারি কর্মকর্তাকে বন্টন করে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. ইফতেখার আহমেদ চৌধুরী।
সিসিকের ১ অক্টোবরের অফিস আদেশে বলা হয় গত ৩০ সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় সরকার বিভাগের স্মারক নং ৪৬.০০. ০০০০, ০৭০.১৮, ০০০৬.২৪-৯৫৪, তারিখ ২৬ সেপ্টেম্বর মূলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নামের পার্শ্বে উল্লিখিত ওয়ার্ডসমূহে দায়িত্ব প্রদান করা হলো।
সিসিকের ৪২ ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্তরা হলেন- ১,২ ও ৩নং ওয়ার্ডের দায়িত্ব সড়ক ও জনপদ অধিদপ্তর, সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমদ, ৪, ৫, ৬নং ওয়ার্ডের দায়িত্ব গণপূর্ত অধিদপ্তর, সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. উসমান গনি, ৭, ৮, ৯নং ওয়ার্ডের দায়িত্ব জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের উপ-পরিচালক (স্থানীয় সরকার) সুবর্ণা সরকার, ১০, ১১, ১২নং ওয়ার্ডের দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের দায়িত্ব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শেখ সাদী রহমতুল্লাহ, ১৬,১৭,১৮নং ওয়ার্ডের দায়িত্ব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাদাত আলী, ১৯, ২০, ২১নং ওয়ার্ডের দায়িত্ব জাতীয় গৃহায়ন অধিদপ্তর সিলেটের নিবাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেইন, ২২,২৩,২৪ নং ওয়ার্ডের দায়িত্ব সিলেটের উপ-পুলিশ কমিশনার জুবায়েদুর রহমান, ২৫,২৬,২৭ নং ওয়ার্ডের দায়িত্ব পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক, মো. বদরুল হুদা, ২৮,২৯,৩০নং ওয়ার্ডের দায়িত্ব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সিলেটের উপ-পরিচালক এ এস এম আব্দুল ওয়াদুদ, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাথমিক শিক্ষা অফিস সিলেটের বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, ৩৪, ৩৫, ৩৬নং ওয়ার্ডের দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. মো. আনিসুর রহমান, ৩৭,৩৮,৩৯নং ওয়ার্ডের দায়িত্ব বন বিভাগ সিলেটের সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম, ৪০, ৪১, ৪২নং ওয়ার্ডের দায়িত্ব ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেটের বিভাগীয় উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।
সিসিকের অফিস আদেশে বলা হয় কমিটির সদস্যবৃন্দ 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' অনুযায়ী সিটি করপোরেশনের প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান করবেন। 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী নিযুক্ত কমিটির সদস্যবৃন্দ কাউন্সিলরের সমুদয় দায়িত্ব পালন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর ১৯ আগস্ট সিলেটসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশে সিসিক মেয়রের পরিবর্তে প্রশাসক হিসেবে সিলেট বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করছেন।
শাকিলা ববি/এমএ/