ঢাকা ২৭ কার্তিক ১৪৩১, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

যশোরে বিজ্ঞান উৎসব রেলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধের কৌশল দেখাল শিক্ষার্থীরা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:৫৩ এএম
আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ১০:৫৩ এএম
রেলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধের কৌশল দেখাল শিক্ষার্থীরা
যশোর জিলা স্কুলে বিজ্ঞান উৎসব। ছবি: খবরের কাগজ

যশোর জিলা স্কুলে ‘জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র স্মারক বিজ্ঞান উৎসব’-এ মেতে ওঠে খুদে বিজ্ঞানপ্রেমীরা। তারা ডিজিটাল সিটি, রেললাইনে অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ, ফায়ার ফাইটিং রোবটসহ ১৫টি প্রজেক্ট উপস্থাপন করে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে জেসিবি বিজ্ঞান ক্লাব।

এতে যশোর কালেক্টরেট স্কুলের একদল শিক্ষার্থী প্রদর্শন করে, রেললাইনে অসাবধানতায় কাটা পড়ে মৃত্যু ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রাণহানি রোধের কৌশল। তারা লেজার ও সেন্সর প্রযুক্তি ব্যবহার করে দর্শনার্থীদের দেখিয়েছে, কীভাবে রেললাইনে অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করা যায়।

এর আগে মেলায় প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। বিজ্ঞান উৎসবে জেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রজেক্ট প্রদর্শন করে। এ ছাড়া  উৎসবে দেয়াল পত্রিকা, অলিম্পিয়াড, আইকিউ টেস্ট, বিজ্ঞানভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় তিন শতাধিক শিক্ষার্থী।  

এদিকে বিজ্ঞান উৎসবে যশোর জিলা স্কুলের সম্মিলিত প্রজেক্ট ছিল ‘ডিজিটাল সিটি’। দলের সদস্যরা জানায়, ‘সিটি থাকবে সিসিটিভির আওতায়, আগুন লাগলে সংকেত দেবে ‘ফায়ার এলার্ম’। থাকবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও লাইব্রেরি। এ ছাড়া গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে ডিসপ্লে বোর্ড। সেখানে খেলা, খবরসহ যেকোনো তথ্য সহজেই দেখা যাবে। 

যশোর জিলা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাবরিক রহমান বলে, ‘আমাদের ক্লাসের কয়েক বন্ধু মিলে উদ্ভাবন করেছি ‘ফায়ার ফাইটিং রোবট’। যেসব জায়গায় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে পারেন না, সেখানে এ রোবট দ্রুত এবং নিরাপদে অগ্নিকাণ্ড স্থলে পৌঁছে উদ্ধারকাজ করবে।’

অনুষ্ঠানে অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ‘তরুণ সমাজের মধ্যে লুকিয়ে রয়েছে অপার সম্ভাবনা। আমাদের ছেলেমেয়েরা মেধা ও দক্ষতায় অন্য জাতির চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই। সঠিক দিক-নির্দেশনা ও পরিবেশ নিশ্চিত করতে পারলে বিজ্ঞান চিন্তায় উজ্জীবিত এই প্রজন্ম দেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। ভবিষ্যতে এই খুদে বিজ্ঞানীদের মধ্য থেকেই উদ্ভাবক বেরিয়ে আসবে।’ 

তিনি ক্ষোভের সঙ্গে আরও বলেন, ‘জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র যশোরের মানুষ। কিন্তু এই প্রজন্মের কেউই তাকে চিনে না। এমনকি তার বাড়িটাও দখল হয়ে আছে। বাড়িটি দখলমুক্ত করে সেখানে বিজ্ঞান জাদুঘর করার দাবি জানাচ্ছি।’ 

জেসিবি ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির পেট্টোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আমিনুর রহমান, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেনসহ আরও অনেকে।

নীলফামারীতে নদী থেকে শিক্ষার্থীর মরদেহ  উদ্ধার, আটক ১

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম
নীলফামারীতে নদী থেকে শিক্ষার্থীর মরদেহ  উদ্ধার, আটক ১
ছবি : খবরের কাগজ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নদী থেকে খালেদ বিন লিশাত ইসলাম মুশা (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় রব্বানী নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
  
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। 

লিশাত পাকার মাথা সফি মিয়াপাড়া এলাকার মবেদুল হকের ছেলে ও কিশোরগঞ্জ বিএম কলেজ থেকে এবার এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী দিয়ে চুরি ফেরিওয়ালারা নদী পার হয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময়ে তারা মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। স্থানীয়রা তাদের চিৎকার শুনে ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। 

ওয়ালি সুমন/জোবাইদা/

জঙ্গলে মিলল নারীর খণ্ডিত দেহ, আটক স্বামী

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম
জঙ্গলে মিলল নারীর খণ্ডিত দেহ, আটক স্বামী
খবরের কাগজ

ঢাকার সাভারে একটি জঙ্গলের ভেতর থেকে মোছা. শান্তা (৩৫) নামে এক নারীর খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার বব-মারলে রেস্তোরাঁর পিছনের জঙ্গল থেকে মরদেহের খণ্ডগুলো উদ্ধার করা হয়।

নিহত নারী ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের রাজমিস্ত্রি মো. নয়নের (৪০) স্ত্রী।

পুলিশ জানায়, সোমবার রাতে স্থানীয়রা হাত ও মাথাবিহীন নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। একই সময়ে ওই স্থানের পাশ থেকে বস্তাবন্দি মাথা ও হাত উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ওয়াজেদ আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বামী নয়নকে আটক করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ইমতিয়াজ ইসলাম/মেহেদী/অমিয়/

বাগেরহাটে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০২:৪২ পিএম
বাগেরহাটে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বাগেরহাটে প্রাইভেট কার দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। ছবি: খবরের কাগজ

বাগেরহাটের মোল্লাহাটে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার মেঝেরা গাওলায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কুমিল্লার দাউদকান্দির প্রাইভেট কারের চালক তারেক এবং একই উপজেলার বাসিন্দা রিয়াদ। 

এ ছাড়া মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার রাসেল এবং তিতাস উপজেলার সোরাব হোসেন আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

রিফাত মাহামুদ/মেহেদী/অমিয়/

অপহৃত শিশু জান্নাত উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০১:১৬ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৩:১০ পিএম
অপহৃত শিশু জান্নাত উদ্ধার, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহিত

ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকা থেকে অপহৃত সাত বছরের শিশু জান্নাতকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ব্যাটালিয়ন।

সোমবার (১১ নভেম্বর) রাত ৩টার দিকে ফেনীর সদর এলাকায় র‌্যাব-১০ ও র‌্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধারসহ জড়িতকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী সাজিয়া আক্তার তার ওই শিশু কন্যাসহ খোলামোড়া এলাকায় বসবাস করেন। শিশু জান্নাত সেখানকার খাতুনে জান্নাত মাদ্রাসায় প্লে গ্রুপে লেখাপড়া করে। গত শুক্রবার দুপুরে বাড়ির সামনে খেলাধুলা করার সময় অপহরণের শিকার হয় শিশুটি। নিখোঁজ হিসেবে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই দিন সন্ধ্যায় বিল্লাল নামে এক ব্যক্তি (গ্রেপ্তারকৃত) জান্নাতের মাকে ফোন দিয়ে মেয়ের মুক্তিপণের জন্য এক লাখ টাকা দাবি করেন। এরপর তাৎক্ষণিক বিকাশে ১০ হাজার টাকা পরিশোধ করেন সাজিয়া। এর পরও টাকার জন্য চাপ দিয়ে অপহৃত জান্নাতকে হত্যার হুমকি দিতে থাকেন বিল্লাল। উপায় না দেখে ভুক্তভোগী মা সাজিয়া কেরানীগঞ্জ মডেল থানায় অপহরণ মামলা করেন।

র‌্যাব কর্মকর্তা তাপস আরও জানান, এ মামলার প্রেক্ষাপটে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। চট্টগ্রামের র‌্যাব-৭ ব্যাটালিয়নের সহযোগিতায় ফেনীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহরণকারী বিল্লালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে অপহৃত শিশুকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল শিশুটিকে অপহরণের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়ায় আরসার ফেলে যাওয়া হ্যান্ডগ্রেনেড ও অস্ত্র উদ্ধার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:৫৮ এএম
উখিয়ায় আরসার ফেলে যাওয়া হ্যান্ডগ্রেনেড ও অস্ত্র উদ্ধার
অভিযানে উদ্ধারকৃত অস্ত্র

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা পালানোর সময় ফেলে যাওয়া হ্যান্ডগ্রেনেড, দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে উখিয়ার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে পরিচালিত অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

তবে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর।

এডিআইজি বলেন, বিকেলে উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে অপরাধের উদ্দেশ্যে আরসার কতিপয় দুর্বৃত্ত অস্ত্রসহ অবস্থান করছে- এমন খবরে অভিযান চালানো হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি হ্যান্ডগ্রেনেড, একটি দেশীয় বন্দুক ও একটি চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি। 

উদ্ধার করা অস্ত্রগুলো উখিয়া থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

 

মুহিববুল্লাহ/নাইমুর/অমিয়/