বাঁশখালীতে ভারী বর্ষণে জলকদর খালের বেড়িবাঁধ ধসে গেছে। ভেঙে পড়েছে বেড়িবাঁধের ৫০০ মিটার এলাকার মাটি। এতে একদিকে উপকূলবাসীর চলাচল বিঘ্ন ঘটছে; অন্যদিকে বেড়িবাঁধ ভেঙে পুরো এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জলকদর খালটি বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত জোয়ার-ভাটার একটি খরস্রোতা নদী। যা বাঁশখালীর বড়ঘোনা খাটখালী হয়ে খানখানাবাদ ইউনিয়নের ইস্বরবাবুর হাট হয়ে সাঙ্গু নদীর সঙ্গে যুক্ত।
জানা গেছে, গত বুধবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বাঁশখালীর পূর্ব বড়ঘোনা ৭নং ওয়ার্ড হামিদ উল্লাহর টেক এলাকায় বেড়িবাঁধের বিশাল অংশ দেবে যায়। যেকোনো সময় ভেঙে তলিয়ে যেতে পারে আশপাশের এলাকা।
স্থানীয়রা জানান, জলকদর খালের বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিশাল অংশ ভেঙে গেছে। যেকোনো সময় এটি ভেঙে লোকালয়ে নোনা পানি প্রবেশ করতে পারে। এতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
গণ্ডামারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণি জানান, বেড়িবাঁধের বিশাল অংশ দেবে যাওয়ার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি পদক্ষেপ নেওয়া হবে।
শফকত হোসাইন/জোবাইদা/অমিয়/