ঢাকা ২৩ কার্তিক ১৪৩১, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পিএম
চট্টগ্রামে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বেলা ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের বিরুদ্ধে আনিসুজ্জামান রনির দায়ের করা মিথ্যা মামলা বাতিলের দাবি জানানো হয়। এতে বক্তারা সাংবাদিক গোলাম সরওয়ার অপহরণের বিচার ও পুনঃতদন্ত দাবি করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ভুক্তভোগী সাংবাদিক গোলাম সরওয়ার ও তার স্ত্রী তাদের দুর্দশার কথা তুলে ধরেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া—বিজেআইএমের কনভেনর স্যাম জাহান, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস ও সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সুবল বড়ুয়া, পূর্বদেশের স্টাফ রিপোর্টার এমএ হোসাইন প্রমুখ।

নির্যাতিত সাংবাদিক গোলাম সরওয়ার বলেন, ‘আমাকে অপহরণের বিচার পাইনি চার বছরেও। প্রভাবশালী মহলের ইঙ্গিতে এ ঘটনায় আমার দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছে মনগড়া তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে। বিচার পাওয়া তো দূরের কথা, নিজেই হয়ে গেলাম মামলার আসামি। আনিসুজ্জামান রনির দায়ের করা দুটি মিথ্যা মামলায় আসামি হয়ে আজ চার বছর ধরে আমিসহ তিনজন সাংবাদিক হয়রানির শিকার। বর্তমানে স্ত্রী ও সন্তান নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় নানা দুশ্চিন্তা ও হতাশায় জীবনযাপন করছি। আমি বাঁচতে চাই। সুন্দর একটি জীবন চাই।’

২০২০ সালের ৯ ডিসেম্বর অত্যন্ত পরিকল্পিতভাবে সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ও ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারকে প্রধান আসামি করে মোট তিনজনের বিরুদ্ধে পৃথক চট্টগ্রাম আদালতে দুটি মানহানির অভিযোগ দায়ের করেন। প্রথম অভিযোগে (নম্বর ১৫/২০) মানহানির জন্য ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। দ্বিতীয় ফৌজদারি মামলাটি (নম্বর ২১৭০/২০) মানহানি সংক্রান্ত। মানহানিকর বলে পরিচিত মুদ্রণের বিষয়, বা মানহানিকর বিষয় বিক্রয় সংক্রান্ত বাংলাদেশ দণ্ডবিধির ধারা লঙ্ঘনের জন্য এই তিনজনকে অভিযুক্ত করা হয়। এই ধারাগুলির প্রত্যেকটি আইন অনুসারে দুই বছরের কারাদণ্ড এবং একটি অনির্দিষ্ট জরিমানা বহন করতে পারে।

অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার নিয়ে নিজ অনলাইন পোর্টালে সিটিনিউজবিডিতে প্রতিবেদন প্রকাশ করার জন্য সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির নির্দেশে ২০২০ সালের ২৯ অক্টোবর স্থানীয় সাংবাদিক গোলাম সারওয়ারকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন করা হয়। দুদিন পর তাকে উদ্ধার করা হলেও সেই অপহরণের সংবাদ প্রকাশ করার অভিযোগে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারসহ গোলাম সারওয়ারের বিরুদ্ধে একইসঙ্গে দুটি মামলা করেন সাবেক ভূমিমন্ত্রীর ভাই, যিনি ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ। দেশজুড়ে আলোচিত এই ঘটনায় নির্যাতিত সাংবাদিক থানায় মামলা করলেও তদন্ত প্রতিবেদনে পুলিশ অপহরণের কোনো ঘটনা ঘটেনি বলেই উল্লেখ করে। মামলাটি খারিজ হওয়ার পর সাংবাদিক গোলাম সরোয়ারকে প্রাণনাশের হুমকি দিতে থাকে তার লোকজন। পরে অব্যাহত হুমকির মুখে নির্যাতিত সাংবাদিক গোলাম সারওয়ার প্রাণ বাঁচাতে বিদেশে চলে যান।

আবদুস সাত্তার/এমএ/

ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে ভোজ

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম
ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে ভোজ
ট্রাম্পের বিজয় উপলক্ষে ভোজনে ব্যস্ত যুবকরা। ছবি: খবরের কাগজ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে খিচুড়ি ভোজের আয়োজন করেছে স্থানীয় যুবকরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ভোজের আয়োজন করা হয়। এতে অর্থায়ন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর।

 জানা গেছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাংলাদেশের বংশোদ্ভূত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী মো. লুৎফর রহমান হিমু। এছাড়া হিমু যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইনান্স মেম্বার। হিমুর অপর বন্ধু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন। স্থানীয় যুবকদের সহযোগিতায় গিয়াস উদ্দিনের বাড়িতেই এ খিচুড়ি রান্না করা হয়।

 মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমার বন্ধু লুৎফর রহমান হিমু ট্রাম্পের ছোট ছেলের বন্ধু। সে আমাকে কথা দিয়েছিল ট্রাম্প জিতলে গ্রামের সব বন্ধুদের খিচুড়ি খাওয়াবে। এ উপলক্ষে হিমুর অর্থায়নে আমরা এই খিচুড়ি ভোজের আয়োজন করেছি।
তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরাও আনন্দিত এবং আমাদের বন্ধুর জন্য আমরা গর্বিত।

 বাদল সাহা/সুমন/

কানাইঘাটে চাচাতো ভাইকে গলাকেটে হত্যা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
কানাইঘাটে চাচাতো ভাইকে গলাকেটে হত্যা
চাচাতো ভাইকে গলাকেটে হত্যা করেছে সুলতান আহমদ। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইকে গলাকেটে হত্যা করেছে আরেক ভাই। শুক্রবার (৮ নভেম্বর) কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাউ গ্রামে এই ঘটনা ঘটে।

হুসন আহমদ নামের (৬৫) ঐ ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে চাচাতো ভাই সুলতান আহমদ (৪৮)। গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয়রা জানায়, নয়াগাউ গ্রামের আব্দুল লতিফ (লতই) এর ছেলে হুসন আহমদের সঙ্গে দীর্ঘদিন ধরে আব্দুল জলিল (জলই) এর ছেলে সুলতান ও তার পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শুক্রবার (৮ নভেম্বর) ফজরের নামাজের পর হুসন আহমদ ও  সুলতানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সকাল ৬টার দিকে সুলতান আহমদ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হুসন আহমদকে কোপাতে থাকলে সে বাড়ির উঠোনে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ঘাতক সুলতান আপন চাচাতো ভাই হুসন আহমদকে গলাকেটে হত্যা করে।

চাচাতো ভাইকে ঠাণ্ডা মাথায় খুন করে ঘাতক সুলতান পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে রাখে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সুলতানকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, হত‌্যাকাণ্ডের বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সুলতানকে আটক করে থানায় নিয়ে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শাকিলা ববি/মাহফুজ/এমএ/

ত্রিশালে ১০ মণ পিরানহা জব্দ

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম
আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম
ত্রিশালে ১০ মণ পিরানহা জব্দ
ময়মনসিংহের ত্রিশালে আড়ত থেকে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ত্রিশালে আড়ত থেকে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলা মৎস্য আড়ত থেকে মাছগুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সামসুজ্জামান মাসুম বলেন, বিপুল পরিমাণ পিরানহা মাছ বিক্রির উদ্দেশ্যে আড়তে রাখা হয়েছিল। মাছ জব্দ করার আগ মূহুর্তে মাছের মালিক আব্দুল মালেক পালিয়ে যায়। 

আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের মাছগুলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুয়েল আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের উপস্থিতিতে সুতিয়া নদীর পাশে গর্ত করে কেরোসিন ঢেলে মাটির নিচে পুতে ফেলা হয়েছে।

সামসুজ্জামান মাসুম বলেন, পিরানহা মাছের উৎপাদন বন্ধ করতে হলে এ মাছ কেনা থেকে ক্রেতাদের বিরত থাকতে হবে।

কামরুজ্জামান মিন্টু/মাহফুজ/এমএ/

দিনাজপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
দিনাজপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
গ্রেপ্তার কাউন্সিলর শমসের আলী। ছবি: খবরের কাগজ

দিনাজপুরের বিরল উপজেলা পৌরসভার সাবেক কাউন্সিলর শমসের আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (৮ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী গ্রেপ্তারেরর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শমসের আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।’

এর আগে, গত ২৪ অক্টোবর ছাত্র আন্দোলনে আহত রবিউল ইসলাম মামলাটি করেন।

গত ৪ আগস্ট দিনাজপুর শহরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলিবর্ষণে শত শত শিক্ষার্থী আহত ও রাহুল নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সংসদ সদস্য ইকবালুর রহিমসহ ১৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করা হয়। শমসের আলী এই মামলার ৩৪ নম্বর আসামি ছিলেন। 

সুলতান মাহমুদ/সুমন/সালমান/ 

কক্সবাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
কক্সবাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : খবরের কাগজ

কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। 

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন- মো. আইয়ুব (৩৪), তোফাজ্জল হোসেন নয়ন (২৪), শফিউল করিম (২৮), হৃদয় নিশান ওরফে মানিক (২০), মাহমুদ ইমাম শরীফ (১৮) ও রিয়াজ উদ্দিন (১৮)।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘পর্যটন মৌসুম চলায় ভ্রমণ পিপাসুরা কক্সবাজার আসছেন। এ সুযোগে সুগন্ধা পয়েন্টের ঝাউবনে একটি ছিনতাইকারী চক্র পর্যটকদের টার্গেট করে ছিনতাই ও জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে বলে তথ্য পায় র‌্যাব। এই তথ্যের ভিত্তিতে, র‌্যাবের একটি দল সুগন্ধা পয়েন্টের ঝাউবন এলাকায় অভিযান চালায়। উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের সূত্রে র‌্যাবের এই কর্মকর্তা জানান, পর্যটকদের টার্গেট করে সুযোগ বুঝে তাদের কাছ থেকে মোবাইল, টাকা এবং অন্যান্য দামি জিনিসপত্র ছিনতাই করে নিত বলে জানায় তারা। এ ছাড়া বিভিন্ন সময় পর্যটকদের আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ আদায় করত। তাদের কক্সবাজার মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

মুহিববুল্লাহ/নাবিল/সালমান/