ঢাকা ২৩ কার্তিক ১৪৩১, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

ইলিশের দাম ৭ হাজার!

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০৪:১৮ পিএম
ইলিশের দাম ৭ হাজার!
কুয়াকাটার স্থানীয় মাছ বাজারে সোয়া দুই কেজির একটি ইলিশ মাছ প্রায় সাত হাজার টাকায় বিক্রি হয়। ছবি: খবরের কাগজ

পটুয়াখালীর কুয়াকাটায় দুই কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ছয় হাজার ৮৪০ টাকা।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে স্থানীয় জেলে মো. আলমাসের জালে ধরা পড়ে ইলিশটি।

পরে কুয়াকাটার আড়তে মাছটি নিয়ে যান তিনি। সেখানে নিলামে ফিশ ভ্যালির পক্ষে মো. হাসান ছয় হাজার ৮৪০ টাকায় ইলিশটি কিনে নেন।

জেলে মো. আলমাস বলেন, সাগরে গিয়ে বরাবরের মতো হাইর নামক স্থানে জাল ফেলি। এ সময় এই বড় ইলিশটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের দামও বেশি হয়। সাগরে এমনিতেও এখন মাছ বেশি মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।

মনি ফিস আড়তের মালিক রুবেল ঘরামি বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে মাছটি ছয় হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি আসলেই ভাল খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রের থাকে, সমুদ্রের মোহনায় পলি পড়ায় গভীরতা কমে যাচ্ছে, তাই সমুদ্রমোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।’

হাসিবুর রহমান/সাদিয়া নাহার/

ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে ভোজ

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম
ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে ভোজ
ট্রাম্পের বিজয় উপলক্ষে ভোজনে ব্যস্ত যুবকরা। ছবি: খবরের কাগজ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে খিচুড়ি ভোজের আয়োজন করেছে স্থানীয় যুবকরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ভোজের আয়োজন করা হয়। এতে অর্থায়ন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর।

 জানা গেছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাংলাদেশের বংশোদ্ভূত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী মো. লুৎফর রহমান হিমু। এছাড়া হিমু যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইনান্স মেম্বার। হিমুর অপর বন্ধু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন। স্থানীয় যুবকদের সহযোগিতায় গিয়াস উদ্দিনের বাড়িতেই এ খিচুড়ি রান্না করা হয়।

 মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমার বন্ধু লুৎফর রহমান হিমু ট্রাম্পের ছোট ছেলের বন্ধু। সে আমাকে কথা দিয়েছিল ট্রাম্প জিতলে গ্রামের সব বন্ধুদের খিচুড়ি খাওয়াবে। এ উপলক্ষে হিমুর অর্থায়নে আমরা এই খিচুড়ি ভোজের আয়োজন করেছি।
তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরাও আনন্দিত এবং আমাদের বন্ধুর জন্য আমরা গর্বিত।

 বাদল সাহা/সুমন/

কানাইঘাটে চাচাতো ভাইকে গলাকেটে হত্যা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
কানাইঘাটে চাচাতো ভাইকে গলাকেটে হত্যা
চাচাতো ভাইকে গলাকেটে হত্যা করেছে সুলতান আহমদ। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইকে গলাকেটে হত্যা করেছে আরেক ভাই। শুক্রবার (৮ নভেম্বর) কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাউ গ্রামে এই ঘটনা ঘটে।

হুসন আহমদ নামের (৬৫) ঐ ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে চাচাতো ভাই সুলতান আহমদ (৪৮)। গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয়রা জানায়, নয়াগাউ গ্রামের আব্দুল লতিফ (লতই) এর ছেলে হুসন আহমদের সঙ্গে দীর্ঘদিন ধরে আব্দুল জলিল (জলই) এর ছেলে সুলতান ও তার পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শুক্রবার (৮ নভেম্বর) ফজরের নামাজের পর হুসন আহমদ ও  সুলতানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সকাল ৬টার দিকে সুলতান আহমদ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হুসন আহমদকে কোপাতে থাকলে সে বাড়ির উঠোনে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ঘাতক সুলতান আপন চাচাতো ভাই হুসন আহমদকে গলাকেটে হত্যা করে।

চাচাতো ভাইকে ঠাণ্ডা মাথায় খুন করে ঘাতক সুলতান পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে রাখে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সুলতানকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, হত‌্যাকাণ্ডের বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সুলতানকে আটক করে থানায় নিয়ে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শাকিলা ববি/মাহফুজ/এমএ/

ত্রিশালে ১০ মণ পিরানহা জব্দ

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম
আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম
ত্রিশালে ১০ মণ পিরানহা জব্দ
ময়মনসিংহের ত্রিশালে আড়ত থেকে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ত্রিশালে আড়ত থেকে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলা মৎস্য আড়ত থেকে মাছগুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সামসুজ্জামান মাসুম বলেন, বিপুল পরিমাণ পিরানহা মাছ বিক্রির উদ্দেশ্যে আড়তে রাখা হয়েছিল। মাছ জব্দ করার আগ মূহুর্তে মাছের মালিক আব্দুল মালেক পালিয়ে যায়। 

আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের মাছগুলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুয়েল আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের উপস্থিতিতে সুতিয়া নদীর পাশে গর্ত করে কেরোসিন ঢেলে মাটির নিচে পুতে ফেলা হয়েছে।

সামসুজ্জামান মাসুম বলেন, পিরানহা মাছের উৎপাদন বন্ধ করতে হলে এ মাছ কেনা থেকে ক্রেতাদের বিরত থাকতে হবে।

কামরুজ্জামান মিন্টু/মাহফুজ/এমএ/

দিনাজপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
দিনাজপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
গ্রেপ্তার কাউন্সিলর শমসের আলী। ছবি: খবরের কাগজ

দিনাজপুরের বিরল উপজেলা পৌরসভার সাবেক কাউন্সিলর শমসের আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (৮ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী গ্রেপ্তারেরর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শমসের আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।’

এর আগে, গত ২৪ অক্টোবর ছাত্র আন্দোলনে আহত রবিউল ইসলাম মামলাটি করেন।

গত ৪ আগস্ট দিনাজপুর শহরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলিবর্ষণে শত শত শিক্ষার্থী আহত ও রাহুল নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সংসদ সদস্য ইকবালুর রহিমসহ ১৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করা হয়। শমসের আলী এই মামলার ৩৪ নম্বর আসামি ছিলেন। 

সুলতান মাহমুদ/সুমন/সালমান/ 

কক্সবাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
কক্সবাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : খবরের কাগজ

কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। 

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন- মো. আইয়ুব (৩৪), তোফাজ্জল হোসেন নয়ন (২৪), শফিউল করিম (২৮), হৃদয় নিশান ওরফে মানিক (২০), মাহমুদ ইমাম শরীফ (১৮) ও রিয়াজ উদ্দিন (১৮)।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘পর্যটন মৌসুম চলায় ভ্রমণ পিপাসুরা কক্সবাজার আসছেন। এ সুযোগে সুগন্ধা পয়েন্টের ঝাউবনে একটি ছিনতাইকারী চক্র পর্যটকদের টার্গেট করে ছিনতাই ও জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে বলে তথ্য পায় র‌্যাব। এই তথ্যের ভিত্তিতে, র‌্যাবের একটি দল সুগন্ধা পয়েন্টের ঝাউবন এলাকায় অভিযান চালায়। উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের সূত্রে র‌্যাবের এই কর্মকর্তা জানান, পর্যটকদের টার্গেট করে সুযোগ বুঝে তাদের কাছ থেকে মোবাইল, টাকা এবং অন্যান্য দামি জিনিসপত্র ছিনতাই করে নিত বলে জানায় তারা। এ ছাড়া বিভিন্ন সময় পর্যটকদের আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ আদায় করত। তাদের কক্সবাজার মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

মুহিববুল্লাহ/নাবিল/সালমান/