ঢাকা ২৭ কার্তিক ১৪৩১, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পিএম
অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আলতাফ হোসেন (৫৮) নামে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে হত্যার দায়ে নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। এসময়  দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার দুর্গাপুর মহল্লার ইসাহাক আলী (৬৫), মো. হাসান (৫২), মনি খাতুন (২৬), মুক্তা খাতুন (৩২), জাহিদ হাসান (২২), নাহিদ হাসান (২৫), দামকুড়া গ্রামের আবুল হাসনাত (৪০), আবদুল হালিম (২৮) এবং সেরাজুল ইসলাম মিয়া (৩০)।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, নিহত আলতাফ হোসেনের (৫৮) সঙ্গে  দীর্ঘদিন ধরে তার ভাই ইসহাক আলীর জমি নিয়ে বিরোধ ছিল। বিষয়টি নিয়ে গত বছরের ৩ মে উভয় পক্ষকে নিয়ে মীমাংসায় বসেছিলেন কাঁকনহাট পৌরসভার তৎকালীন মেয়র। পৌরসভা কার্যালয়ে বসে মেয়র মীমাংসা করতে ব্যর্থ হন। সেদিন ইসহাক আলী তার ছেলে, মেয়ে ও ভাড়াটিয়া লোকজন নিয়ে আলতাফ হোসেনের বাড়িতে হামলা চালাই।  এ সময় আলতাফ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা চলে যায়।

পরে স্বজনরা আলতাফ হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিনদিন পর ৬ মে তিনি মৃত্যু বরণ করেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। পুলিশ তদন্ত করে দশজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এই মামলার দশ আসামির মধ্যে একজন আগেই মারা গেছেন। অন্য নয়জনকে সাজা দিলেন আদালত। এছাড়া একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অন্য একটি ধারায় আরও তিন বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, নিহত আলতাফ হোসেন কাঁকনহাট পৌরসভার দুর্গাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। জমি নিয়ে ইসহাক আলীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে ২০২৩ সালের ৩ মে মারধরে আহত হন আলতাফ। পরে রামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনায়েত করিম/এমএ/

জঙ্গলে মিলল নারীর খণ্ডিত দেহ, আটক স্বামী

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম
জঙ্গলে মিলল নারীর খণ্ডিত দেহ, আটক স্বামী
খবরের কাগজ

ঢাকার সাভারে একটি জঙ্গলের ভেতর থেকে মোছা. শান্তা (৩৫) নামে এক নারীর খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার বব-মারলে রেস্তোরাঁর পিছনের জঙ্গল থেকে মরদেহের খণ্ডগুলো উদ্ধার করা হয়।

নিহত নারী ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের রাজমিস্ত্রি মো. নয়নের (৪০) স্ত্রী।

পুলিশ জানায়, সোমবার রাতে স্থানীয়রা হাত ও মাথাবিহীন নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। একই সময়ে ওই স্থানের পাশ থেকে বস্তাবন্দি মাথা ও হাত উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ওয়াজেদ আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বামী নয়নকে আটক করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ইমতিয়াজ ইসলাম/মেহেদী/অমিয়/

বাগেরহাটে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০২:৪২ পিএম
বাগেরহাটে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বাগেরহাটে প্রাইভেট কার দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। ছবি: খবরের কাগজ

বাগেরহাটের মোল্লাহাটে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার মেঝেরা গাওলায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কুমিল্লার দাউদকান্দির প্রাইভেট কারের চালক তারেক এবং একই উপজেলার বাসিন্দা রিয়াদ। 

এ ছাড়া মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার রাসেল এবং তিতাস উপজেলার সোরাব হোসেন আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

রিফাত মাহামুদ/মেহেদী/অমিয়/

অপহৃত শিশু জান্নাত উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০১:১৬ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৩:১০ পিএম
অপহৃত শিশু জান্নাত উদ্ধার, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহিত

ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকা থেকে অপহৃত সাত বছরের শিশু জান্নাতকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ব্যাটালিয়ন।

সোমবার (১১ নভেম্বর) রাত ৩টার দিকে ফেনীর সদর এলাকায় র‌্যাব-১০ ও র‌্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধারসহ জড়িতকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী সাজিয়া আক্তার তার ওই শিশু কন্যাসহ খোলামোড়া এলাকায় বসবাস করেন। শিশু জান্নাত সেখানকার খাতুনে জান্নাত মাদ্রাসায় প্লে গ্রুপে লেখাপড়া করে। গত শুক্রবার দুপুরে বাড়ির সামনে খেলাধুলা করার সময় অপহরণের শিকার হয় শিশুটি। নিখোঁজ হিসেবে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই দিন সন্ধ্যায় বিল্লাল নামে এক ব্যক্তি (গ্রেপ্তারকৃত) জান্নাতের মাকে ফোন দিয়ে মেয়ের মুক্তিপণের জন্য এক লাখ টাকা দাবি করেন। এরপর তাৎক্ষণিক বিকাশে ১০ হাজার টাকা পরিশোধ করেন সাজিয়া। এর পরও টাকার জন্য চাপ দিয়ে অপহৃত জান্নাতকে হত্যার হুমকি দিতে থাকেন বিল্লাল। উপায় না দেখে ভুক্তভোগী মা সাজিয়া কেরানীগঞ্জ মডেল থানায় অপহরণ মামলা করেন।

র‌্যাব কর্মকর্তা তাপস আরও জানান, এ মামলার প্রেক্ষাপটে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। চট্টগ্রামের র‌্যাব-৭ ব্যাটালিয়নের সহযোগিতায় ফেনীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহরণকারী বিল্লালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে অপহৃত শিশুকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল শিশুটিকে অপহরণের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়ায় আরসার ফেলে যাওয়া হ্যান্ডগ্রেনেড ও অস্ত্র উদ্ধার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:৫৮ এএম
উখিয়ায় আরসার ফেলে যাওয়া হ্যান্ডগ্রেনেড ও অস্ত্র উদ্ধার
অভিযানে উদ্ধারকৃত অস্ত্র

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা পালানোর সময় ফেলে যাওয়া হ্যান্ডগ্রেনেড, দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে উখিয়ার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে পরিচালিত অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

তবে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর।

এডিআইজি বলেন, বিকেলে উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে অপরাধের উদ্দেশ্যে আরসার কতিপয় দুর্বৃত্ত অস্ত্রসহ অবস্থান করছে- এমন খবরে অভিযান চালানো হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি হ্যান্ডগ্রেনেড, একটি দেশীয় বন্দুক ও একটি চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি। 

উদ্ধার করা অস্ত্রগুলো উখিয়া থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

 

মুহিববুল্লাহ/নাইমুর/অমিয়/

গাইবান্ধায় একদিনে সড়কে ঝরল ৪ প্রাণ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:৩৫ এএম
গাইবান্ধায় একদিনে সড়কে ঝরল ৪ প্রাণ
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। ছবি: খবরের কাগজ

গাইবান্ধায় একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

এর মধ্যে গোবিন্দগঞ্জে ট্রাক-ভ্যান সংঘর্ষে ঝরনা বেগম (৪৫), তার ছেলে জিহাদ মিয়া (২৪) এবং ভ্যানচালক খালেক মিয়া (৩০) নিহত হয়েছেন। এ সময় আরও এক ভ্যানযাত্রী দুলু মিয়া (৩০) আহত হয়েছেন।  

এ ছাড়া সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় সুফিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

ঝরনা বেগম দরবস্ত ইউনিয়নের হরিপুর বগুলাগাড়ী গ্রামের আব্বাস আলীর স্ত্রী এবং সুফিয়া বেগম চন্ডিপুর গ্রামের বাবু মণ্ডলের স্ত্রী। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
  
পুলিশ জানায়, ঝরনা বেগমসহ চার যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার পথে ভ্যানের এক্সেল ভেঙে যাত্রীরা পড়ে গেলে একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ঝরনা বেগম। পরে লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতির কারণে তাদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিহাদ ও খালেক মিয়া মারা যান।

অন্যদিকে, ঢাকা-রংপুর মহাসড়কে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান সুফিয়া বেগম। 

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে দুইটি ঘটনার মামলাই প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রফিক খন্দকার/মেহেদী/অমিয়/