ফরিদপুরে মাছ ধরার গ্রাম্য পলো উৎসবে হাজারও মানুষের ঢল নেমেছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চরবিষ্ণুপুর এলাকার কাইজার বিলে এ উৎসব অনুষ্ঠিত হয়।
স্থানীয় যুবসমাজের আয়োজিত প্রায় তিন ঘণ্টাব্যাপী চলমান এ উৎসবে শত শত মানুষ মাছ ধরতে হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত নামেন।
এ উৎসব দেখতে বিলের চারপাশের রাস্তায় অবস্থান নেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ।
উৎসবে আসা মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এ ধরনের হারিয়ে যাওয়া সংস্কৃতি দেখতে এসে তাদের খুব ভালো লেগেছে।
প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা দেশি প্রজাতিসহ বিভিন্ন প্রকারের মাছ আছে কাইজার বিলটিতে। তাই মাছ শিকারে আগ্রহীরা জড়ো হন এখানে।
বিস্তারিত জানতে চাইলে আয়োজকরা খবরের কাগজকে জানান, গত দুইদিন যাবৎ পলো উৎসবের মাইকিং করায় হারিয়ে যাওয়া এমন উৎসবে যোগ দিয়েছেন হাজারও মানুষ। এ বিলে এক সময় চায়না দোয়ারী, কারেন্ট জাল, ভেসাল দিয়ে মাছ মারা হতো। তবে প্রশাসন নিষিদ্ধ করায় তারা পলো দিয়ে মাছ ধরার আয়োজন করেছেন।
তারা জানান, গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী উৎসব আগে সচরাচর দেখা গেলেও বর্তমানে খুব একটা দেখা যায় না। হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন।
প্রতিবছর যেন এ ধরনের আয়োজন করতে পারেন এই সহযোগিতা কামনা করেন তারা।
সঞ্জিব/নাইমুর/পপি/