চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শ্রী শ্রী মেহের কালিবাড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপুজা ও দীপাবলি উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক পুণ্যার্থীর আগমন ঘটেছে। পুরো নভেম্বর মাসব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।
এশিয়ার বৃহত্তম কালিবাড়ি হিসেবে পরিচিত এ ধর্মীয় পীঠস্থানে দীপাবলি উৎসবে প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজায় অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তদের আগমন ঘটে থাকে।
গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা তিনটায় পূজার লগ্ন শুরু হয়, শেষ হয় শুক্রবার বিকেল ৫টায় । এ সময় ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।
দীপাবলী উৎসব উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কালিবাড়িতে প্রদীপ প্রজ্বালন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।
দীপাবলি উৎসবকে ঘিরে প্রতি বছরের মতো কালিবাড়ি সংলগ্ন নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী মেলা বসেছে। স্থানীয়ভাবে যা কালিবাড়ি মেলা নামে পরিচিত। মেলায় দৈনন্দিন ব্যবহার্য কাঠ, বাঁশ, বেতের, লোহার তৈরি আসবাবপত্র পাওয়া যাচ্ছে।
কালিবাড়ির বাসিন্দা, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন জানান, ৭শ' বছর আগে তৃতীয় জন্মে ঠাকুর সর্বানন্দ শবদেহের উপর বসে কালি মাতার সাধন করেন এবং পৌষ সংক্রান্তির তিথিতে কালি মাতাকে ১০টি রূপে দর্শন লাভ করেন। এজন্য এটি দশ মহাবিদ্যা সিদ্ধ পীঠস্থান।
শ্রী শ্রী মেহের কালিবাড়ি কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল মজুমদার জানান, ৩শ বছরের বেশি সময় ধরে এখানে এ উৎসব পালিত হচ্ছে। এখানকার মাসব্যাপী মেলা ধর্মীয় আচারের পাশাপাশি প্রাচীন লোকজ ঐতিহ্য বহন করে আসছে।
ফয়েজ আহমেদ/মাহফুজ/এমএ/