পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে দৃশ্যমান ও রেকর্ডীয় টিলা কেটে ঘর নির্মাণ করার দায়ে সিলেট নগরীর চার জনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, সিলেট সিটি করপোরেশনের জগদীশ টিলা এলাকা রূপক দাস (৩৫), ব্রাহ্মণশাসন এলাকার বিনয় কুমার দাস (৪৫), হাওলাদারপাড়ার চন্দন দাস (৫৫) ও মো. এরশাদ (৪২)
জেলা পরিবেশ অধিদপ্তর ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকাল ৫টায় সহকারী কমিশনার (ভূমি) ও সিলেট মহানগর রাজস্ব সার্কেলের নেতৃত্বে সিলেট সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের অন্তর্গত হাওলাদারপাড়ার জগদীশ টিলা নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দেখা যায় ওই এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন করে টিলা কেটে একটি নতুন ঘর নির্মাণ করা হয়েছে। তাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়মিত মামলা দায়েরের আদেশ প্রদান করেন। এই আদেশের প্রেক্ষিতে ঘটনার তদন্তে পাওয়া চার জনের নামে আদালতে মামলা করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মো. বদরুল হুদা খবরের কাগজকে বলেন, অভিযানের সময় আমরা দেখতে পাই হাওলাদারপাড়ার জগদীশ টিলা কেটে একটি নতুন ঘর নির্মাণ করা হয়েছে। তাই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ২০১০ (সংশোধিত ) এর ধারা ৬ (খ) লঙ্ঘন করায় একই আইনের ১৫(১) টেবিলের ক্রমিক নং ৫ অনুসারে আমরা মামলা করেছি। এই ঘটনার প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতীত মামলার আসামিরা পরস্পর যোগসাজশে দৃশ্যমান ও রেকর্ডীয় এই টিলা কেটেছেন।
শাকিলা ববি/মাহফুজ/এমএ/