চট্টগ্রামে জাতীয় পতাকার অবমাননার ঘটনায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড় মোড় এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় সনাতন জাগরণ মঞ্চের নেতা অজপানন্দ মহারাজ, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস মহারাজ, দারু ব্রহ্মচারী, সুচারু ব্রহ্মচারী, জুয়েল আইচ প্রমুখ বক্তব্য দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্রের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চেরাগী পাহাড় মোড় এলাকায় জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। এ সময় হিন্দু নেতারা বলেন, দাবি মেনে নেওয়া না হলে প্রয়োজনে চট্টগ্রামের প্রবেশদ্বার সিটি গেট বন্ধ করে দেওয়া হবে। সোমবারের মধ্যে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
গত ২৫ অক্টোবর চট্টগ্রামের বন্দরনগরীর নিউ মার্কেটে সনাতনী জাগরণ মঞ্চের সমাবেশে জাতীয় পতাকার ওপর গেরুয়া রঙের পতাকা টাঙানো হয়। পরে এ ঘটনায় ৩০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃঞ্চ দাশ ব্রহ্মচারীকে (৩৮) প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সিএমপির কোতোয়ালি থানায় মামলাটি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নম্বর মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর মোহরা এলাকার বাসিন্দা মো. ফিরোজ খান (৪৯)।
মামলার অন্য আসামিরা হলেন অজয় দত্ত (৩৪), লীলা রাজ দাস ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) এবং হৃদয় দাস (২৫)। এর মধ্যে রাজেশ চৌধুরী ও হৃদয় দাশকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদীকে বিএনপি থেকে অব্যাহতি
এদিকে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে জাতীয় পতাকার অবমাননার ঘটনায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার বাদী মো. ফিরোজ খানকে শুক্রবার ৫ নম্বর মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। বিএনপির চান্দগাঁও থানা শাখার সভাপতি মো. আজম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।