সবজির বাজারের সিন্ডিকেট ভাঙতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গণঅধিকার পরিষদের উদ্যোগে ‘স্বস্তির হাট’ নামে একটি সবজির হাট উদ্বোধন করেছে।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দর এলাকার পুকুরপাড় জামে মসজিদের সামনে কেজিপ্রতি ২০-২৫ টাকা কম দামে সবজি বিক্রি করছে গণঅধিকার পরিষদের স্বস্তির হাট। সপ্তাহে তিনদিন খোলা থাকবে হাট।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিক ইকবল।
হাটের বিক্রয় কেন্দ্রটি চালু হওয়ার পর থেকেই বাড়ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ ন্যায্য মূল্যে সবজি কিনতে পেরে খুশি।
ক্রেতারা জানান, অন্যান্য সবজি বাজারের চেয়ে দাম কম হওয়ায় এখান থেকেই বাজার করছেন তারা। তাদের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছে বেনাপোলের সর্বস্তরের মানুষ।
মূল্য স্থিতিশীল রাখার জন্য নতুন করে এ ধরনের আরও বেশ কয়টি হাট তৈরি করার দাবি জানান এলাকাবাসী।
নজরুল ইসলাম/মাহফুজ/এমএ/