ভাষাসংগ্রামী অধ্যাপক এস এম ফজলুল হক
বরিশাল ব্রজমোহন কলেজের (বিএম) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও বরিশাল ইসলামিয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ, ভাষাসংগ্রামী অধ্যাপক এস এম ফজলুল হকের ২৯তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৫ ডিসেম্বর। ১৯৯৫ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
এ উপলক্ষে আগামীকাল ১৫ ডিসেম্বর বরিশালের কলেজ রোডে তার বাসভবসে (হোল্ডিং ৪০১, ওয়ার্ড ২০) কোরআনখানি এবং বাদ আসর দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
দোয়া ও মোনাজাতের শরিক হওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে তার ছাত্র, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে।
অধ্যাপক এস.এম. ফজলুল হক শতবর্ষী বিদ্যাপীঠ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে সুদীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা করেছেন। পরে তিনি বরিশাল ইসলামিয়া কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন ১৯৯১ সালে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন।
তিনি গোপালগঞ্জের উলপুর স্কুল থেকে ম্যাট্রিক পাস করে ব্রজমোহন কলেজে ভর্তি হন। সেখান থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ভর্তি হন। তিনি এই বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন।
বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এই শিক্ষাবিদ ’৫২-র ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গের সাহসী সংগ্রামে অংশ নিয়ে আহত হয়েছিলেন। এই অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আন্দোলন পরবর্তীতে তার জীবনে গভীর রেখাপাত করে।
পাকিস্তান সিভিল সার্ভিসের লোভনীয় চাকরি পাওয়া সত্বেও তিনি সে সুযোগ গ্রহণ না করে অধ্যাপনাকে ব্রত হিসেবে বেছে নেন।
১৯৫৬ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে ব্রজমোহন কলেজে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি বরিশাল অঞ্চলে মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করেন।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপটে একজন সচেতন বাঙালি হিসেবে তিনি তার ছাত্রদের মধ্যে দেশপ্রেমের আদর্শ, স্বাধীকার আন্দোলনের বীজমন্ত্র ছড়িয়ে দেন।
আজীবন অসাম্প্রদায়িক, মানবিক গুণাবলী সম্পন্ন একজন আদর্শবান শিক্ষক হিসেবে দক্ষিণাঞ্চলের শিক্ষা বিস্তারে তিনি বিশেষ ভূমিকা পালন করেন।
অমিয়/