সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন পারভেজকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার ২ (নভেম্বর) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার সদস্য পদ থেকে নির্দেশক্রমে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।’
উল্লেখ্য, পারভেজের বিরুদ্ধে বিএনপির নাম ও পদবি ব্যবহার করে ভারত থেকে আসা অবৈধ চিনিসহ অন্যান্য চোরাচালানকৃত পণ্যের সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ ছিল। পাশাপাশি চিনির গাড়ি ধরে পুলিশে দেওয়ার কারণে জেলা ছাত্রদলের এক নেতার ওপর হামলা করে মোবাইল ফোনসহ টাকা ছিনতাইয়ের মামলা রয়েছে তার বিরুদ্ধে।
শাকিলা/নাবিল/সালমান/