কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১২ রোহিঙ্গা নারী ও শিশুসহ মানবপাচার চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) দুপুর দুইটা ৪৫ মিনিটের দিকে সদর ইউনিয়নের দক্ষিণ লম্বী এলাকার সুপারির বাগান থেকে তাদের আটক করা হয়।
আটক মানবপাচারকারী চক্রের সদস্যরা হলেন- নুরুল আমিন (২৫), নুরুল আফসার (১৯), মিনহাজ উদ্দিন (২০) ও মো. আল আমিন (২৪)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্যরা রোহিঙ্গা নারী- শিশুকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রেখেছে এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে চার দালাল, তিন রোহিঙ্গা নারী, ও ৯ শিশুকে আটক করা হয়। এ সময় কয়েকজন দালায় পালিয়ে যায়।
রোহিঙ্গাদের সবাই উখিয়া ক্যাম্পে বসবাস করেন। তারা মায়ানমারের নাগরিক। তাদের উন্নত জীবন-যাপন, অধিক বেতনে চাকরি এবং অবিবাহিতদের বিয়ের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল বলে জানান ওসি।
ওসি আরও বলেন, দালাল চক্রের সদস্যকে জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া সদস্যদের পরিচয় জানা গেছে। তারা হলেন ফয়সাল (২৫), আজিমুল্লাহ (২৭), ইসমাইল (২৬), ফেরদৌস আক্তার (৩৮), মো. ইউনুছ (২১), মো. রফিক (১৯), সাইফুল্লাহ (৪০)। তারা দীর্ঘদিন যাবত বাঙালি ও রোহিঙ্গাদের সাগরপথে বিদেশে পাচার করে আসছিলেন।
আটক দালালদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
শাহীন/মেহেদী/অমিয়/