ঢাকা ২৭ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

ফেসবুক পোস্ট নিয়ে উত্তেজনা, আহত আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০১:২৫ পিএম
ফেসবুক পোস্ট নিয়ে উত্তেজনা, আহত আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় কোতোয়ালী থানা এলাকার হাজারি গলিতে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। 

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, কিছুদিন আগে একজন ফেসবুকে ইসকন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের একটি ফটোকার্ড পোস্ট করেন। সেটি হাজারী গলির মিয়া শপিং সেন্টারের এক দোকানি শেয়ার করেন। এতে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা ওই দোকানটি ভাঙচুর করে তাকে আটকে রাখেন।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযানে গেলে দুর্বৃত্তরা বিভিন্ন ভবনের ছাদ থেকে তাদের লক্ষ্য করে এসিড ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ছয় পুলিশ ও ছয় সেনাসদস্য আহত হন।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পাবলিক রিলেশনস) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি খবরের কাগজকে বলেন, আমাদের ছয়জন সদস্য আহত হয়েছেন। এরমধ্যে একজন এসিড আক্রান্ত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ীদের আইনের আওতায় আনা হবে।

যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ গণমাধ্যমকে জানায়, রাত সাড়ে ১২টায় হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। এ বিষয়ে বুধবার (৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

মেহেদী/অমিয়/

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ কিশোরী নিখোঁজ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ কিশোরী নিখোঁজ
সানজিদা ইসলাম (বামে) ,নুরহাবা আক্তার নিশু (মধ্যে), শশী আক্তার নিহা (ডানে)। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় তিন কিশোরী শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এতে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। তিনজনই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজ হওয়ায় অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতে রীতিমতো ভয় পাচ্ছেন। 

পৃথক এ তিন ঘটনাকে অপহরণ হিসেবে পরিবারের পক্ষ থেকে বলা হলেও পুলিশ বলছে ভিন্ন কথা। পুলিশের ধারণা স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা কারো সঙ্গে প্রেমের সম্পর্কে ঘর থেকে পালিয়ে যেতে পারে। কারণ অপহরণ করার মতো ঘটনা পুলিশের নজরে আসেনি। তাই স্বেচ্ছায় স্কুল থেকে বন্ধুর সঙ্গে পালিয়ে যেতে পারে শিক্ষার্থীরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

জানা যায়, গত ১১ ডিসেম্বর (বুধবার) উপজেলা সদরের দুই কিশোরী নিখোঁজ হন। ৫ ডিসেম্বর নিখোঁজ হন ভুজপুর থেকে অপর কিশোরী। তিনটি ঘটনায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে থানায়। 

পারিবারিক সূত্র জানায়, ফটিকছড়ি পাইলট গার্লস স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজিদা ইসলাম (১৪)। সে পৌরসভার ৯নং ওয়ার্ডের মোহাম্মদ হাসানের কন্যা। তার পরিবারের দাবি বুধবার সকাল ৯টায় ফটিকছড়ি গার্লস স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় বিবিরহাট বাস স্টেশন থেকে সে কোনোভাবে নিখোঁজ হয়। তার বাবা মোহাম্মদ হাসান খবরের কাগজকে বলেন, আমার মেয়েকে কেউ অপহরণ করেছে। আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। পুলিশ তদন্ত চালাচ্ছে বলেছে। কিন্তু এখনও আমার মেয়ের খোঁজ দিতে পারেনি। আমরাও আত্নীয় স্বজনদের মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা চালাচ্ছি সন্ধান মেলেনি। 

ফটিকছড়ির হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শশী আক্তার নিহা (১৪)। সেও পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে প্রথমে সে স্কুলে যায়। এরপর কোথায় কীভাবে স্কুল থেকে নিখোঁজ হয় তা কেউ জানে না। পাইন্দং ইউনিয়নের দর্জি বাড়ীর মোহাম্মদ আরিফের কন্যা। তিনি দুবাই প্রবাসী। তার বাবার বড় ভাই মোহাম্মদ সেলিম খবরের কাগজকে বলেন, নিহা প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে স্কুলে যায়। কিন্তু বিকাল ৩টার দিকে আমরা জানতে পারি সে বাড়ি আসেনি। তখন আমরা খোঁজাখুজি শুরু করি। আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি। কিন্তু এখনও আমার ভাতিজির সন্ধান পাইনি।

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা এলাকার হেয়াঁকো গ্রিন ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী নুরহাবা আক্তার নিশু (১৫) নিখোঁজ হন। বাড়ি থেকে স্কুলের উদ্দেশে গিয়ে সে নিঁখোজ হয়েছে বলে জানা গেছে। সে ওই এলাকার নুরুল হুদার কন্যা। তিনি ৫ ডিসেম্বর নিখোঁজ হয়েছে বলে জানান তার বাবা। থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ এখনও সন্ধান দিতে পারেনি। 

নুরুল হুদা খবরের কাগজকে বলেন, আমার মেয়ে নবম শ্রেণিতে পড়ে। সকালে বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি। আমি আমার মেয়ের সন্ধান চাই। সে যদি কারো সঙ্গে পালিয়ে গিয়েও থাকে আমি সেই তথ্যটি হলেও পেতে চাই। তখন মনকে স্বান্তনা দিতে পারবো এই ভেবে যে, আমার মেয়ে বেঁচে আছে। কিন্তু পুলিশ কোনো কাজই করছে না। 

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর আহমেদ খবরের কাগজকে বলেন, ফটিকছড়ি সদর থেকে দুই কিশোরী নিখোঁজ হয়েছে। পরিবারের পক্ষ থেকে অপহরণের কথা বলা হলেও অপহরণের তথ্য আমাদের কাছে নেই। আমরা তদন্ত করে দেখেছি। হয়ত বন্ধুর সঙ্গে স্বেচ্চায় চলে যেতে পারে, এমনটি মনে হচ্ছে আমার। আমরা প্রযুক্তির মাধ্যমে অবস্থান জানার চেষ্টা করছি। তদন্ত অব্যাহত আছে। এ দুই ঘটনায় ফটিকছড়ি থানায় জিডি হয়েছে। 

অপর কিশোরীর ঘটনায় ভূজপুর থানায় জিডি হয়েছে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরজুন খবরের কাগজকে বলেন, শিক্ষার্থী নুরহাবা আক্তার নিশু নিখোঁজের ঘটনায় আমরা সাধারণ ডায়েরি গ্রহণ করেছি। কিন্তু এ ঘটনায় কোনো অগ্রহতি আমরা করতে পারিনি। 

আবদুস সাত্তার/মাহফুজ/এমএ/

ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবি আশুলিয়ায় অন্তত ২৫ কারখানায় উৎপাদন বন্ধ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম
আশুলিয়ায় অন্তত ২৫ কারখানায় উৎপাদন বন্ধ
ছবি: খবরের কাগজ

সাভারের আশুলিয়ায় সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বেশ কিছু তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনের মুখে অন্তত ২৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত আশুলিয়ায় অন্তত ১৪টি কারখানার শ্রমিকরা কাজ না করে কারখানা থেকে চলে গেছে। এছাড়া চলমান অসন্তোষের জেরে বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় অন্তত ৬টি এবং ৫টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নরসিংহপুর এলাকার নীট এশিয়া লিমিটেড, নেক্সট কালেকশন লিমিটেড, ডেকো ডিজাইন লিমিটেড, শারমীন ফ্যাশন, শারমীন অ্যাপারেলস, ইথিকাল গার্মেন্টস, আগামী ফ্যাশন, ক্রসওয়্যার, ফ্যাশন ফোরাম, মুন রেডিওয়্যার লিমিটেডসহ অন্তত ১৪টি কারখানার শ্রমিকরা কাজ না করে চলে গেছে। এছাড়া নিউ এইজ গার্মেন্টস, নিউ এইজ অ্যাপারেলস, মেডলার অ্যাপারেলা, ব্যান্ডো ডিজাইনসহ অন্তত ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর অনুশ্রম আইনের ১৩ (১) ধারায় নাসা গ্রুপ, ট্রাউজার লাইন ও আল মুসলিমসহ ৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকরা ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে আন্দোলন করলেও তারা কর্মবিরতি পালন ছাড়া কোন বিশৃঙ্খলা করছেন না। পুলিশও সক্রিয়ভাবে কাজ করছে সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটাতে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া জানান, আজ ১৩টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন, এরমধ্যে ১০টি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছেন। গতকাল বন্ধ ঘোষণা করা কারখানার সংখ্যা ছিল ১১টি।

ইমতিয়াজ উল ইসলাম/এমএ/

 

রাজশাহীর এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
রাজশাহীর এতিমখানায় দুম্বার মাংস বিতরণ
উপজেলা পরিষদ চত্বরে দুম্বার মাংস এতিম শিশুদের হাতে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন। ছবি: খবরের কাগজ

রাজশাহীর পবা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে সৌদি আরব সরকারের উপহারের ২২ কার্টন (৪৪০ কেজি) দুম্বার মাংস এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে দুম্বার মাংস এতিম শিশুদের হাতে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় দুম্বার মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ আলী মোর্শেদ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন বলেন, সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুস্থ, অভাবগ্রস্থ ও এতিমদের। সেই লক্ষ্যে ২২ কার্টন (৪৪০ কেজি) দুম্বার মাংস উপজেলার ২০টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় প্রতিটি কার্টনে ২০ কেজি করে দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। যা শিক্ষার্থীদের মাঝে আনুপাতিক হারে বিতরণ করা হবে।

বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা দুম্বার মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে। এসময় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত কয়েক বছরে কোনো মাদ্রাসা বা এতিমখানায় দুম্বার মাংস বিতরণ করা হয়নি। এমনকি কখন আসতো, কারা সেই মাংস নিতো সেগুলো আমাদের জানার সুযোগ ছিলো না। তবে এবারই উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা মাংস পেয়েছি। এগুলো আমাদের এতিম শিশুরা সবাই মিলে খাবে। এজন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

পবা উপজেলার দূর্গা পারিলা এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার সুপার মাওলানা সামসুল ইসলাম জানান, এতোদিন যতো দুম্বার মাংস আসতো সব যেতো আওয়ামী লীগ নেতাদের পেটে। যদিও সৌদি সরকার এতিম ও দুঃস্থদের জন্য পাঠাতো। এবার সেই মাংসের যারা আসল হকদার, তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছে প্রশাসন। সেজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

এনায়েত করিম/মাহফুজ/এমএ/

রাকাব কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম
রাকাব কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন
প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: খবরের কাগজ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ অনুষ্ঠান হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী। 

প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের সব অনুষদ সদস্যরা।

মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। 

পরে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কার এবং কোর্সে অংশগ্রহণকারী সবাইকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঊর্ধ্বতন অনুষদ সদস্য কাওসার জাহান।

এনায়েত/পপি/

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অসহায় ও হতদরিদ্র ৪০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজিবি সীমান্ত পাবলিক স্কুল মাঠে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, মহানন্দা ব্যাটালিনের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, সহকারী পরিচালক বেলাল হোসেনসহ অন্য কর্মকর্তারা।

তিনি বলেন, ‘ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ। এই সব শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি।’

তিনি আরও বলেন, ‘সীমান্তে কোনো ধরণের অবৈধ চোরাকারবারি হতে দেওয়া যাবে না। শীতার্ত মানুষসহ সবার সহাযোগিতা চান সেক্টর কমান্ডার।’

জহুরুল জহির/সাদিয়া নাহার/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });