সিটি করপোরেশনের অফিসে এসে কোনো রাজনৈতিক আলোচনা করা যাবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে চসিকের লাইব্রেরি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘অফিস সময়ে নেতা-কর্মীদেরকে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে না আসার অনুরোধ করছি। আমাকে ডিস্টার্ব করবেন না। আপনাদের সঙ্গে রাজনীতি করব পাঁচটার পরে। পাঁচটার আগে কোনো ধরণের রাজনৈতিক আলাপ-আলোচনা নিয়ে আমার এখানে আসবেন না।’
এ সময় তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই চট্টগ্রাম আমাদের। এই স্লোগান দিয়ে আমি আমার কার্যক্রম শুরু করছি। চট্টগ্রামের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা রাখতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন, সুন্দর, ক্লিন, গ্রিণ, হেলদি সিটি গড়ে তোলার জন্য কাজ করতে হবে।’
ডেঙ্গুকে এই মুহুর্তে প্রধান চ্যালেঞ্জ মনে করে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘জনগণের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করব। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম দিনে নয়, রাতে চলবে। রাতেই এই শহরকে পরিষ্কার করব। আমি নিজে তদারকি করব। সকালে ঘুম থেকে ওঠে যেন নাগরিকরা তাদের শহরকে ঝকঝকে দেখতে পান।’
রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে চসিক মেয়র বলেন, ‘আমি কিন্তু অনেক কিছু জানি। আপনারা কোথায় কীভাবে কাজ করেন, কোথায় কি ঘটনা হয়, সেটি কিন্তু আমি জানি। কাজেই আপনারা সাবধান হয়ে যান। যারা চসিককে অর্থনৈতিকভাবে দেউলিয়া করতে চাইবেন তারা সাবধান।’
মনির/সুমন/অমিয়/