মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভাবির সঙ্গে পরকীয়ার জেরে আপন বড় ভাইকে হত্যা করল ছোট ভাই।
শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে ।
ঘাতক ছোট ভাই হারুন মিয়াকে (৩৫) ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয়রা জানান, চর পানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো. হাসান মিয়া প্রায় ১১ বছর ধরে কুয়েতে থাকতেন। এই সুযোগে হারুন হাসানের স্ত্রী হাসিনা বেগমের (৩৪) সঙ্গে পরকীয়া সম্পর্ক করে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে বড় ভাইও খবর পেয়ে চার দিন আগে দেশে আসেন। পরে নিজ বাড়িতে শুক্রবার একটি সালিশ বসার কথা ছিল। কিন্তু এর আগেই সকালে ছোট ভাই ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে বড় ভাইকে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় ঘাতক হারুনকে এলাকাবাসী আটক করে।
বালুচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ঘাতককে আটক করা হয়েছে। পরকীয়ার বিষয়টা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মঈনউদ্দিন সুমন/জোবাইদা/