আইন প্রয়োগের চেয়ে আমাদের অভ্যাসের পরিবর্তন বেশি জরুরি বলে মন্তব্য করেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে পলিথিন ও পলিপ্রোপাইলিন বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মাগুরার পুরাতন বাজারে আসা ক্রেতাদের মধ্যে বিনামূল্যে কাপড়ের ব্যাগ প্রদান করার সময় এ মন্তব্য করেন তিনি।
একাধিকবার ব্যবহার-উপযোগী ব্যাগে অভ্যস্ত হতে পারলে পলিথিনের ব্যবহার প্রয়োজনীতা কমবে বলেও জানান তিনি।
ব্যাগ বিতরণ শেষে তিনি বলেন, আমরা বাজারে এসেছি পলিথিনের ব্যাগ ব্যবহার হচ্ছে কি না তা তদারকি করে মানুষকে কাপড়ের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করতে।
সামাজিকভাবে অভ্যাসের পরিবর্তনকে লক্ষ্য রেখে পর্যায়ক্রমে সারাদেশে পলিথিন ব্যবহার বন্ধ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইয়াছিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, ছাত্র প্রতিনিধি বিএম নাসিউজ্জামান, তাওহীদ প্রমুখ।
ব্যাগ বিতরণ শেষে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাত্রদের ন্যায্যমূল্যের বাজার ঘুরে তাদের উদ্যোগের প্রশংসা করেন।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের আদেশে ১ অক্টোবর থেকে দেশের সব সুপার শপে পলিথিনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় বাজারগুলোতে এ নিয়ম কার্যকর হয়েছে ১ নভেম্বর থেকে।
কাশেমুর শ্রাবণ/নাইমুর/সাদিয়া নাহার/