মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধলেশ্বরী নদী থেকে নিখোঁজের দুদিন পর রুবেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর ধলেশ্বরী নদীর উত্তর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রুবেল ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মাছ ধরতে গিয়ে ভাসমান মরদেহ দেখতে পেয়ে জেলেরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, নিহতের মাথায় চারটি ও বাম কানের নিচে একটি কোপের চিহ্ন রয়েছে। তার শ্বাসনালি কেটে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ধামরাই থেকে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ সিংগাইর থানা এলাকায় উদ্ধার হওয়ায় দুই থানার পুলিশ সমন্বয় করে যেকোনো এক থানায় হত্যা মামলা হবে।
নিহতের স্ত্রী আঞ্জুমানারা জানান, গত বুধবার রাতে রুবেলকে ফোন দিয়ে কেউ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আশপাশে ও নিকটাত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার দাবি করেন তিনি।
আসাদ জামান/মেহেদী/অমিয়/