ঢাকা ২৯ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:১১ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
ছবি : খবরের কাগজ

গাজীপুরে বেতন ও বোনাসের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে টি অ্যান্ড জেড গ্রুপ লিমিটেডের গার্মেন্টের শ্রমিকরা মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

এ সময় রাস্তার উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। মানুষ হেঁটে গন্তব্যের উদ্দেশ্য যেতে দেখা যায়।

খবর পেয়ে বাসন থানা পুলিশ শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে। তবে শ্রমিকরা বেতন বোনাসের দাবিতে অনড় থাকেন।

আন্দোলনকারী শ্রমিকরা জানায়, গত তিন মাস তারা বেতন পায়নি। ঘরে খাবার নেই, বাসা ভাড়া দিতে পারছেন না। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

পলাশ প্রধান/জোবাইদা/অমিয়/

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
সংঘর্ষে পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল। ছবি: খবরের কাগজ

 
ময়মনসিংহের ভালুকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। এসময় অন্তত ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে এবং ১০টি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) শনিবার দুপুরে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জুয়েল ঢালী (৩২), মোবারক (৩০), জুনায়েদ (২৮), রফিকুল (৩০), মজিবুর রহমান(৫০), আনোয়ার (৩০), শাহিন আলম (৪৫), ফারুক (২৮) ও অজ্ঞাত আরও ১৭ জন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে স্কয়ার মাস্টারবাড়ি মায়ের মসজিদ এলাকায় রাইদা কালেকশন নামের একটি কারখানায় জুট ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে মাস্টারবাড়ির এলাকার যুবদল নেতা জিয়া গ্রুপ ও সিডস্টোর এলাকার শামীম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু গ্রুপের ২৫জন আহত হয়। পুড়িয়ে দেওয়া হয় ১০ মোটরসাইকেল। আরও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পরে খবর পেয়ে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভালুকা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হুদা খান জানান, ২০টি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।

কামরুজ্জামান মিন্টু/মাহফুজ

 

শামীম ওসমানসহ ৬৪৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
শামীম ওসমানসহ ৬৪৫ জনের বিরুদ্ধে মামলা
এ কে এম শামীম ওসমান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ ৬৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক ব্যক্তি। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়। এতে ১৪৫ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বাসিন্দা আরিফ মিয়া (৩২)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার রঘুনাথপুর এলাকায় থাকেন।

বাদীর অভিযোগ, গত ১৯ জুলাই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন। তার হাঁটু ও শরীরের কয়েকটি স্থানে গুলি লাগে। এতে জ্ঞান হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এরপর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, আরিফ মিয়া নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে মামলাটির আবেদন করেন। আদালত মামলাটি থানায় রেকর্ড করার জন্য নির্দেশ দেন। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়। 

মাহফুজ/

 

তাহেরিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম
তাহেরিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
গিয়াস উদ্দিন আত-তাহেরি। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ওয়াজ মাহফিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় গিয়াস উদ্দিন আত-তাহেরিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়। এদিকে পুলিশ প্রায় ৩০ ঘণ্টার বেশি সময় চিরুনি অভিযান চালিয়ে ওয়াজ মাহফিলের আয়োজক মো. হানিফসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। অন্য দুই আসামি হলেন, গোলাম সামদানি ও রবিন মিয়া। গ্রেপ্তারদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। এতে ওয়াজ করছিলেন গিয়াস উদ্দিন আত-তাহেরি। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে আখাউড়া থানার এসআই বাবুলসহ পুলিশ সদস্যরা চলে আসেন। এর মধ্যেই তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় এসআই বাবুলের মাথা ফেটে যায়। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। 

এসআই বাবুল জানান, মাহফিল থেকে তাহেরি পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার পর পরই তাদের ওপর হামলা করা হয়।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মো. ছমি উদ্দিন বলেন, ‘অভিযান চালিয়ে ওয়াজ মাহফিলের আয়োজকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

গিয়াস উদ্দিন আত-তাহেরি আলোচিত ও সমালোচিত একজন ইসলামি বক্তা। তিনি ধর্মীয় মাহফিলে বক্তব্যের জন্য সর্বাধিক পরিচিত। তিনি দাওয়াতে ঈমামী বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

মাহফুজ/

কিশোরগঞ্জে ট্রাক্টরে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পিএম
কিশোরগঞ্জে ট্রাক্টরে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
ট্রাক্টরে পিষ্ট হয়ে নিহত শিশু দ্বীন ইসলাম। ছবি: খবরের কাগজ

কিশোরগঞ্জের ভৈরবে রাস্তা পারাপারের সময় মায়ের কাছ থেকে ছুঁটে গিয়ে ট্রাক্টরে পিষ্ট হয়ে শিশু দ্বীন ইসলাম গুরুতর আহত হয়।  হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুটি।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় পৌর শহরের কাদির ব্যাপারি বাড়ি সড়কে এ ঘটনা ঘটে। নিহত শিশু কাদির ব্যাপারি বাড়ি এলাকার বাসিন্দা কাউসার মিয়া ও জান্নাত বেগম দম্পত্তির সাড়ে চার বছরের ছেলে দ্বীন ইসলাম।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জান্নাত বেগমের বাবার বাড়ি থেকে নিজ বাসায় যেতে রাস্তা পারাপারের সময় মা জান্নাত বেগম ও নানি জোসনা বেগমের কাছ থেকে ছুঁটে গিয়ে ট্রাক্টরে পিষ্ট হয়ে শিশু দ্বীন ইসলাম গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ দিকে স্থানীয়রা আরও জানায়, দীর্ঘদিন যাবৎ ভৈরবে বিভিন্ন সড়ক দিয়ে নিষিদ্ধ ট্রাক্টর, নসিমন, সিএনজি বেপরোয়া ভাবে চলাচল করে। এতে এলাকার মানুষ তাদের সন্তানহারা হচ্ছে। তারা চান এসব নিষিদ্ধ যান চলাচল বন্ধে সরকার যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এ বিষয়ে নিহতের মামা রহমত উল্লাহ বলেন, নানির বাসা থেকে দ্বীন ইসলাম নিজ বাসায় যেতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। মা ও নানুর সঙ্গেই ছিল। তাদের কাছ থেকে ছুঁটে গিয়ে ট্রাক্টরের পিছনের চাকার নিচে পিষ্ট হয়। এ ঘটনার পর ট্রাক্টর চালকসহ ট্রাক্টরটি আটক করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে কেউ না কেউ হাসপাতালে আসছে। কেউ কেউ স্পটে মারা যাচ্ছে আবার কেউ কেউ পঙ্গুত্ব বরণ করছে। সিএনজি, অটো রিকশা, ট্রাক্টর, নচিমন যদি সরকারি নিয়ম মেনে চলাচল করে তাহলে দুর্ঘটনার প্রবণতা কমে যাবে। 

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন বলেন, আপনার মাধ্যমে জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহফুজ/এমএ/

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ছবি: খবরের কাগজ

আবারো চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৮৭ শতাংশ রেকর্ড করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ রেকর্ড করা তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন। কুয়াশা কম হলে তাপমাত্রাও কমবে।  

চুয়াডাঙ্গার এক হোটেল কর্মচারী বলেন, প্রতিদিন সকালে নাশতার জন্য হোটেলে প্রচুর চাপ থাকে। এজন্য ফজরের আজানের পর থেকেই কাজ করতে হয়। ভোরে পানিতে হাত পড়লে মনে হয় অবশ হয়ে যাচ্ছে, আঙুলগুলো নাড়ানো যায় না। তারপরও পেটের দায়ে কাজ করছি। 

আফজালুল হক/মেহেদী/এমএ/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });