চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজীকে জামায়াত নেতা হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে পাহাড়তলীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে সীতাকুণ্ড থানায় আনার কথা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
গ্রেপ্তারের পর বাড়বকুণ্ড বাজারসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির নেতা-কর্মীদের আনন্দ মিছিল করতে দেখা যায়।
ছাদাকাত উল্লাহ মিয়াজী বাড়বকুণ্ডের জামায়াত নেতা আমিনুল ইসলাম আমিন হত্যা মামলার প্রধান আসামি।
২০১৩ সালে আমিনুল নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও পুলিশ তা নেয়নি। পরে সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হাত-মুখ বাঁধা এবং মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন সকাল সাতটার দিকে ঘটনাস্থলে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি মজিবুর রহমান খবরের কাগজকে বলেন, ছাদাকাত উল্লাহর বিরুদ্ধে হত্যাকাণ্ড, অবৈধভাবে সাগরের বালু উত্তোলন, চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ একাধিক অভিযোগ রয়েছে।
শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
মুসলেহ উদ্দীন/নাইমুর/অমিয়/