সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) কদমতলীস্থ রেলস্টেশন গেইট এলাকা থেকে তিনজনকে ও শুক্রবার (৮ নভেম্বর) গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা সংঘবদ্ধ হয়ে পথচারীদেরকে আটক করে চাকু দিয়ে ভয় দেখিয়ে ও জোর করে মোবাইল, টাকা, স্বর্ণালঙ্কাকারসহ মূল্যবান মালামাল ছিনতাই করতো। এঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে।
গত ৭ নভেম্বর উপপরিদর্শক (এসআই) এস এম সাইফুর রহমানের নেতৃত্বে কদমতলীস্থ রেলস্টেশন গেইট এলাকায় ছিনতাই করার সময় তাদেরকে আটক করা হয়। তখন ৪নং আসামি ঘটনাস্থল থেকে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে অপর তিন আসামির দেওয়া তথ্যানুযায়ী গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রাম থেকে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকরা দুটি মোবাইলসহ বিভিন্নরকম দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন শাহীরুল ইসলাম জীবন (১৯), তানভীর হোসেন (১৮), রিমন আহমদ (১৮) ও শাকিল আহমদ (১৯)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ হয়ে পথচারীদেরকে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাকিলা ববি/মাহফুজ/এমএ/