ঢাকা ২৭ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১১:২৩ এএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১১:৪১ এএম
ময়মনসিংহে বাসচাপায় নিহত ২
দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের নান্দাইলে বাসচাপায় এক ইজিবাইকচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরের মৎস্য খামারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নান্দাইলের সাভার এলাকার ইজিবাইকচালক রহমত উল্লাহ্ (৪৬) ও পৌরসভার ঝালুয়া মধ্যপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে হাবিব উল্লাহ্ (২২)।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন। 

খোরশেদ আলম বলেন, নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঝালুয়ার দিকে যাচ্ছিল ইজিবাইকটি। মৎস্য খামারের কাছে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাসচাপা দিলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় চালকসহ চার যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেলে পাঠান। পরে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে হাবিব উল্লাহ্ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক চালক রহমত উল্লাহ্ মারা যান।

তিনি বলেন, আহত নেজাতুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আব্দুস সালাম ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হলেও বাসচালক পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/পপি/

জনসচেতনতাই ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে মুক্তির উপায়: চসিক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
জনসচেতনতাই ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে মুক্তির উপায়: চসিক
ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: খবরের কাগজ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিই সবচেয়ে কার্যকর উপায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চসিকের স্বাস্থ্য বিভাগ আয়োজিত ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

শাহাদাত হোসেন বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম তদারকি করা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে এলাকাবাসীকেও সচেতন হতে হবে। ময়লা জমে থাকা বা পানি জমে থাকার বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা জরুরি। প্রতি সপ্তাহে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। নিজেদের ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণই ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তির পথ। আমাদের প্রচেষ্টার সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতা যোগ হলেই সফলতা আসবে। এভাবেই আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তি পেতে পারি।’

র‌্যালিটি মেমন হাসপাতাল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে জিপিওর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মশা নিধনে সিটি করপোরেশন নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে জানিয়ে চসিক মেয়র বলেন, ‘আমরা নিয়মিত মনিটরিং করছি। ওয়ার্ডে ওয়ার্ডে রাজনৈতিক নেতা-কর্মী, মহল্লা কমিটি ও স্থানীয়দের বলেছি পরিচ্ছন্নতা সুপারভাইজার ও পরিচ্ছন্ন কর্মীরা ঠিকমত কাজ করছে কি না, তা দেখবেন। নিজের শহর হিসেবে কিছু দায়িত্ব আপনারাও নেন। যেখানেই মনে করবেন ময়লা-আবর্জনা আছে বা নালা-নর্দমা অপরিচ্ছন্ন আছে, সেখানে প্রতিটি ওয়ার্ডে সুপারভাইজারদের সরাসরি ফোন করবেন। যদি সাড়া না দেন, সেই ব্যবস্থা আমরা করব।’

জ্বর দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়ে শাহাদাত হোসেন বলেন, ‘রোগ একবার হয়ে গেলে তো চিকিৎসা নিতে হয় এবং কেউ শক সিনড্রোমে চলে গেলে রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হয়। কারো লক্ষণ থাকলে অবহেলা না করে আমাদের মেমন-২ হাসপাতালের ডেঙ্গু সেন্টারে আসতে পারেন। সেখানে আমরা ডেঙ্গুর এন্টিজেন টেস্ট করে দিই। সেখানে আমরা রোগীও রাখি।’ 

মেয়র বলেন, ‘গতকাল (১১ ডিসেম্বর) একটি শিশু মারা গেছে। তিন থেকে চারদিন ধরে জ্বর নিয়ে ছিল। শিশুটির অভিবাবকরা অবহেলা করে হাসপাতালে যাননি। পরবর্তীতে যখন খুব সিরিয়াস হয়, তখন যায়। দুই থেকে তিনদিনের বেশি জ্বর থাকলে কমপক্ষে একজন ডাক্তারের সঙ্গে কথা বলা উচিত। ডেঙ্গুর এখন কসমোপলিটন যে ভ্যারিয়েন্ট আছে, সেটার কারণে এবার রোগী বেশি। ডেঙ্গু নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’ 

জনসচেতনতা সভায় তিনি বলেন, ‘রোগ শনাক্তের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু না করলে পরিস্থিতি জটিল হতে পারে। চিকুনগুনিয়ার লক্ষণ হিসেবে জয়েন্টে ব্যথা হয়, আর ডেঙ্গুর ক্ষেত্রে শরীরের মাংসপেশিতে তীব্র ব্যথা এবং র‌্যাশ দেখা দিতে পারে। এ লক্ষণগুলোর ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।’ 

ডা. শাহাদাত বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন ইতোমধ্যে ডেঙ্গু রোগ শনাক্তকরণ ও চিকিৎসার জন্য একটি বিশেষ সেন্টার চালু করেছে। সেন্টারে প্রয়োজনীয় এন্টিজেন পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং সিরিয়াস কেসগুলোতে হসপিটালাইজ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই উদ্যোগ জনগণকে সহজেই প্রাথমিক চিকিৎসা নিতে সাহায্য করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. এস এম সরোয়ার আলম, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরীসহ (মারুফ) স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

ইফতেখারুল/পপি/

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অসহায় ও হতদরিদ্র ৪০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজিবি সীমান্ত পাবলিক স্কুল মাঠে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, মহানন্দা ব্যাটালিনের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, সহকারী পরিচালক বেলাল হোসেনসহ অন্য কর্মকর্তারা।

তিনি বলেন, ‘ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ। এই সব শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি।’

তিনি আরও বলেন, ‘সীমান্তে কোনো ধরণের অবৈধ চোরাকারবারি হতে দেওয়া যাবে না। শীতার্ত মানুষসহ সবার সহাযোগিতা চান সেক্টর কমান্ডার।’

জহুরুল জহির/সাদিয়া নাহার/

জয়পুরহাটে ২ ট্রান্সফরমার চোর গ্রেপ্তার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম
জয়পুরহাটে  ২ ট্রান্সফরমার চোর গ্রেপ্তার
খবরের কাগজ

জয়পুরহাটে একটি স-মিলের ট্রান্সফরমার চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন, আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামের নয়ন প্রামানিক এবং ক্ষেতলাল উপজেলার ফাসিতলা গ্রামের সুমন মন্ডল।

ওসি মইনুল ইসলাম জানান, শীত মৌসুমে আলুর সেচের সময় বিভিন্ন এলাকার মাঠ থেকে গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। গত সাত ডিসেম্বর রাতে উপজেলার কেচের মোড়ের মাসুদুর রহমান নামে এক ব্যক্তির স-মিল থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। 

এ ঘটনায় ১০ ডিসেম্বর থানায় মামলা হলে সেদিন ভিকনী থেকে নয়ন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যমতে বুধবার (১১ ডিসেম্বর) রাতে ক্ষেতলাল উপজেলার ফাসিতলা থেকে সুমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। 

পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সাগর কুমার/মেহেদী

ফরিদপুরে ইউএনওকে স্বপদে পূনর্বহালের দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম
ফরিদপুরে ইউএনওকে স্বপদে পূনর্বহালের দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন
ফরিদপুরে ইউএনওকে স্বপদে পূনর্বহালের দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন। ছবি:খবরের কাগজ

ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুনকে মৌখিক নির্দেশে সরানোর প্রতিবাদে এবং তাকে স্বপদে পূনর্বহাল ও মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সদরপুর উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদিউজ্জামান, সদরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন, জামাত নেতা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, যুবদল নেতা মুন্সি ইশারত প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সদরপুর উপজেলা নির্বাহী ‌অফিসার আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট। অবিলম্বে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে তাকে নিজ-কর্মস্থলে পূর্ণবহাল করার দাবী জানান তারা।

বক্তারা আরও বলেন, একজন ভালো ইউএনওকে কোনো তদন্ত ছাড়াই সরানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।  

এদিকে বুধবার (১১ ডিসেম্বর) সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের জনপ্রশাসনের সংস্কার নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় হয়। আর এ সভায় বক্তব্য দেন ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান।

তিনি অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন। অনুষ্ঠানে আমি আমার বক্তব্যে বলি দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। এরপর ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন এবং কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো (আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা কাল)।’

তাঁর এই বক্তব্যের সঙ্গে সভায় একমত পোষণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। তিনি তাৎক্ষণিকভাবে ওই ইউএনওকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন।

বুধবার ইউএনওকে সরানোর নির্দেশের পরেই প্রতিবাদে বিকেলে জামাত এবং বিএনপির পক্ষ থেকে সদরপুরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

আর বর্তমানে এ বিষয়টি নিয়ে বেশ উত্তাল ফরিদপুরের সদরপুর উপজেলা।
 
সঞ্জিব দাস/তাওফিক/  

কালিয়াকৈরে পুলিশ ফাঁড়ির পাশেই যুবককে হত্যা

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পিএম
কালিয়াকৈরে পুলিশ ফাঁড়ির পাশেই যুবককে হত্যা
গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক পুলিশ ফাঁড়ির পাশেই তাজবির হোসেন শিহান (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের মাজার রোডের মাথা থেকে ওই যুবককে পাঁচজন লোক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক জানান, ওই যুবককে কোপাতে দেখে সঙ্গে সঙ্গে মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলেও ভোর সাড়ে ছয়টার দিকে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার না করে হাইওয়ে পুলিশকে ডাকে।

এদিকে সকাল আটটার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে মরদেহ উদ্ধার নিয়ে থানা পুলিশের সঙ্গে তাদের কাটাকাটি হয়।

পরে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠান।

রিয়াদ মাহমুদ জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পলাশ প্রধান/সুমন/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });