ঢাকা ১০ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
English

ভবদহের জলাবদ্ধতা পরিদর্শন ভুক্তভোগীদের পরামর্শে প্রকল্প নেওয়ার আশ্বাস পানিসম্পদ উপদেষ্টার

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:০১ পিএম
ভুক্তভোগীদের পরামর্শে প্রকল্প নেওয়ার আশ্বাস পানিসম্পদ উপদেষ্টার
যশোরের ভবদহে জলাবদ্ধ মানুষের সঙ্গে মতবিনিময়ে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: খবরের কাগজ

যশোরের ‘দুর্মোচ্য’ ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ভুক্তভোগীদের পরামর্শ অনুযায়ী প্রকল্প গ্রহণ করা হবে। বিগত সময়ের মতো পানি উন্নয়ন বোর্ড বা বিভিন্ন সংস্থার মতামতে প্রকল্প নেওয়া হবে না। 

রবিবার (১০ নভেম্বর) ভবদহ অঞ্চল পরিদর্শন শেষে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। এর আগে তিনি যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল, সুন্দলী, বিল কপালিয়া ও ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে এসে বুঝেছি এখনকার মানুষের সাহায্যের প্রয়োজন। আমাকে জানতে হবে ভবদহ নিয়ে বিগত সময়ে কত প্রকল্প নেওয়া হয়েছে। দীর্ঘ প্রকল্প নেওয়া হলেও কেন এই সমস্যার সমাধান হচ্ছে না। আমরা যখন এসব বিষয় বিশ্লেষণ করতে পারব, তখন আমাদের প্রকল্প বাস্তবায়ন করতে সুবিধা হবে। বিভিন্ন সংস্থার যে ঋণ রয়েছে সেটা শিথিল করা হবে।’

প্রকল্পে দুর্নীতি প্রসঙ্গে পানিসম্পদ উপদেষ্টা বলেন, ‘এর আগেও ভবদহ এলাকায় এসেছি। এখানকার মামলা নিয়েও লড়েছি। পানি উন্নয়ন বোর্ড ও আগের কাজগুলো নিয়ে ভবদহবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। আগের প্রকল্পের মূল্যায়ন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নতুন প্রকল্প যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, সে কারণে ভুক্তভোগী ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হবে।’

তিনি বলেন, ‘এখানে অবৈধভাবে খাল দখল করে ঘের করা হয়েছে। সেগুলো জেলা প্রশাসন দখলমুক্ত করবে। যারা মাছ চাষ করছেন, তাদের নীতিমালা মেনেই মাছ চাষ করতে হবে। মাছ চাষের জন্য এখানে জলাবদ্ধতা দেখা দেয়, ভোগান্তি বাড়ে। মানুষের জীবন জিম্মি করে আমরা ঘের রক্ষা করতে পারি না।’

অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল পরিদর্শন শেষে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তাদের কাছ থেকে সমস্যা ও সমাধানের পরামর্শ গ্রহণ করেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

 

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:১৬ পিএম
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা
ছকিব: খবরের কাগজ

কুষ্টিয়ার খোকসায় জমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ আলী (৭০) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৪ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। 

মোহাম্মদ আলী খোকসা উপজেলা সাতপাকিয়া গ্রামের মৃত আকমত প্রমানিকের ছেলে। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে খোকসা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম খবেরর কাগজকে জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সোনাই শেখের সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে সোনাই শেখের নেতৃত্বে কয়েকজন মিলে আলীর বাড়ীতে হামলা করে তাকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, 'আলী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার অন্ডকোষে ও ঘাড়ের পাশে আঘাতের চিহ্ন রয়েছে।'

ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, 'নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে মামলাসহ তাদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।'

মিলন/রিফাত/

ঘিওরে ব্যবসায়ীকে দাঁড়ি ধরে মারধরের ভিডিও ভাইরাল

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৩:৩৭ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৯ পিএম
ঘিওরে ব্যবসায়ীকে দাঁড়ি ধরে মারধরের ভিডিও ভাইরাল
ছবি: ভিডিও থেকে

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আলী আজম মানিক (৩৩) নামে এক ব্যবসায়ীকে দোকানে ঢুকে দাঁড়ি ধরে মারধরের অভিযোগ উঠেছে নাসিম ভূঁইয়া (৪৫) নামে একজনের বিরুদ্ধে।  এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সোমবার (২৩ জুন) রাত ৯ টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক ‘মানিক কম্পিউটার’ নামে একটি দোকান পরিচালনা করেন। ঘটনার পর তিনি ঘিওর থানায় নাসিম ভূঁইয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ পত্রে আলী আজম মানিক উল্লেখ করেন, ‘নাসিম ভূঁইয়া প্রায়ই আমার দোকানে কাজ করাতে এসে বিল না দিয়ে চলে যেতেন। টাকা চাইলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং একাধিকবার টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি স্পষ্টভাবে বলেন, তাকে টাকা না দিলে ঘিওর বাজারে ব্যবসা করতে দেবেন না।’

তিনি আরো বলেন, ‘২৩ জুন রাত ৯টার দিকে তিনি আবার দোকানে এসে জরুরি কাজ করানোর কথা বলেন। আমি তখন অন্য এক কাস্টমারের কাজে ব্যস্ত ছিলাম, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে বলি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার দাড়ি ধরে টানাহেঁচড়া শুরু করেন, অকথ্য গালিগালাজ করেন এবং এরপর এলোপাতাড়ি কিল-ঘুষি ও থাপ্পড় মারেন। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং দাড়িতে প্রচণ্ড ব্যথা পাই।’ আমার চিৎকারে আশপাশের লোকজন ও কাস্টমাররা এগিয়ে এলে তিনি হুমকি দিয়ে বলেন, ‘এখানে আমাকে ব্যবসা করতে দেবেন না এবং হাত-পা ভেঙে দেবেন। হামলার সময় তিনি একটি মনিটর ভেঙে ফেলেন যার দাম প্রায় ১৫ হাজার টাকা। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে যান।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখার নেতা মাওলানা মুহাম্মদ রমজান মাহমুদ বলেন, ‘সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তি উত্তেজিতভাবে দোকানে প্রবেশ করে আলী আজম মানিকের দাড়ি ধরে তাকে আঘাত করছেন। এটি একটি ঘৃণ্য ও অন্যায় আচরণ। নবিজি (সা.)-এর সুন্নত দাড়ি ধরে টান দেওয়ার কোনো অধিকার কারো নেই। এটি শুধু ব্যক্তি মানিকের নয়, বরং পুরো ধর্মপ্রাণ সমাজের আত্মমর্যাদায় আঘাত।’ আমরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের দুঃসাহস দেখানোর সাহস না পায়। যদি দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয়, তাহলে আলেম সমাজ কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবে।

ভিডিও লিংক

এ বিষয়ে অভিযুক্ত নাসিম ভূঁইয়ার ফোন নম্বরটি বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কোহিনুর মিয়া বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আসাদ/মেহেদী/

জৈন্তাপুর ও ছাতক সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইন

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৩:০১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২০ পিএম
জৈন্তাপুর ও ছাতক সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইন
ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক উপজেলা সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার (২৪ জুন) ভোররাত ও সকালে এসব ঘটনা ঘটে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৫টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করে। তাদের সবার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রামে। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। একইভাবে, সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করা হয়। তাদের মধ্যে তিনটি পরিবারের নারী, পুরুষ ও শিশু রয়েছেন। তাদেরকেও আটক করেন বিজিবির সদস্যরা। এই ২০ জনের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম ও একজনের বাড়ি পাবনায়।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক খবরের কাগজকে জানান, আটকরা বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশ করে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রিফাত/

ফরিদপুরে তেলের লড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:৫৯ পিএম
ফরিদপুরে তেলের লড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

ফরিদপুরে তেলের লড়িচাপায় শ্রীবাস মজুমদার (৩১) ও রাশেদ মোল্লা (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) রাতে সদরের মুন্সী বাজার বাইপাস সড়কের বরকতের মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীবাস ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের ক্ষিতীশ মজুমদারের ছেলে এবং রাশেদ একই এলাকার জালাল মোল্লার ছেলে।
  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বরকতের মার্কেটের সামনে তেলের লড়িটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী শ্রীবাস ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন রাসেদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করান এবং সেখানে রাতেই তার মৃত্যু হয়। 

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী খবরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তেলের লড়িটি আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সঞ্জিব/পপি/

ঠাকুরগাঁওয়ে বাসচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:৪৫ পিএম
ঠাকুরগাঁওয়ে বাসচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের
ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁওয়ে বাসচাপায় তিন চাকার ‘পাগলু’ গাড়িতে থাকা আশরাফুল ইসলাম (৫২) এবং তার মেয়ে রুবাইয়া খাতুন (১৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের খোশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুবাইয়া বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি এন্টারপ্রাইজের একটি বাস খোশবাজার মাদ্রাসা পোস্ট অফিসের কাছে পৌঁছালে সামনে থাকা তিন চাকার পাগলু গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় রুবাইয়াকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 

দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

তিনি জানান, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বোদা হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

এই ঘটনায় খোশবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, ‘বাবা-মেয়ের এমন মৃত্যু খুব কষ্টদায়ক। মেয়েটা খুব মেধাবী ছিল।’ 

আরেক বাসিন্দা সাফিয়া বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘দুটি প্রাণ চলে গেল, এলাকায় শোক আর কান্না ছাড়া আর কিছু নেই। এমন মৃত্যু আর দেখতে চাই না আমরা।’

নবীন/পপি/