বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক রাসেল আহমেদ বলেছেন, পতিত স্বৈরাচারের উত্থান ঠেকাতে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আছে।
রবিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় প্যারেড ময়দানে আয়োজিত গণজমায়েত কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
রাসেল আহমেদ বলেন, ‘পতিত স্বৈরাচারের উত্থান ঠেকাতে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আছে। তাদের যেকোনো ধরনের অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র শক্ত হাতে রুখে দেওয়া হবে। আমরা শহিদ আবু সাঈদ, মুগ্ধের রক্ত কখনোই বৃথা যেতে দেব না। আমাদের বিপ্লব চলছে, চলবে।’
এর আগে কর্মসূচি সফল করতে বেলা ২টা থেকে প্যারেড ময়দানে জমায়েত হতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও সাধারণ জনতা। বেলা ৩টায় শুরু হয় কর্মসূচি। এ সময় ছাত্র-জনতা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে।
এরপর প্যারেড ময়দান থেকে ছাত্র-জনতা একটি বিশাল মিছিল নিয়ে গণি বেকারি, জামালখান, চেরাগী, আন্দরকিল্লা হয়ে নগরের নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, রাসেল আহমেদসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নগরের লালখানবাজার, জামালখান, নিউ মার্কেট, টাইগারপাস ও চেরাগী পাহাড় মোড় এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে থাকে।
এদিকে দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য, অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গত ১৫ বছরে ক্যাম্পাসে মারধর ও চাঁদাবাজিতে জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গতকাল সকালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।
এ সময় চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, ‘বিগত ১৫ বছর ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতন চালায়। এরা শিক্ষার পরিবেশকে ধ্বংস করেছে। এসব কাজে জড়িতদের গ্রেপ্তারের দাবি করছি।’
অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহিদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় প্রমুখ।