ঢাকা ২৯ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

ডিন নিয়োগে আইন ভাঙার অভিযোগ উপাচার্যের বিরুদ্ধ

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৮:৪১ এএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ এএম
ডিন নিয়োগে আইন ভাঙার অভিযোগ উপাচার্যের বিরুদ্ধ
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: খবরের কাগজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইন ভেঙে ডিন নিয়োগের অভিযোগ উঠেছে উপাচার্য ড. শুচিতা শরমিনের বিরুদ্ধে। আইন অনুযায়ী, বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক সাদেকুর রহমানের ডিনের দায়িত্ব পাওয়ার কথা। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি আমলে না নিয়ে অন্য বিভাগের কনিষ্ঠ শিক্ষককে দায়িত্ব দেন। পরে সেটি স্থগিত করে অন্য আরেকজন কনিষ্ঠ শিক্ষককে দায়িত্ব দেন উপাচার্য।

জানা যায়, রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে প্রথমে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাসকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন পদে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পরে দেড় ঘণ্টার ব্যবধানে ওই নোটিশ বাতিল বলে প্রকাশ করে একই দিনে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহানকে সমাজ বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর ডিনদের সঙ্গে মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী রেজিস্টারের উপস্থিত থাকার কথা থাকলেও উপাচার্য তাকে মিটিংয়ে রাখেননি। ডিনদের মিটিংয়ে সাবেক ডিনদের উপস্থিতির প্রয়োজন না থাকলেও উপাচার্য শুচিতা শরমিন সাবেক কলা ও মানবিক অনুষদের ডিন  ড. মো. মহসিন উদ্দীনকে উপস্থিত রাখেন। সেখানে অধিকাংশ ডিন সাদেকুর রহমানের কথা জানালেও মহসিন উদ্দীন জ্যোতির্ময় বিশ্বাসকে সেই পদে সমর্থন দেন। উপাচার্য সেই অনুযায়ী জ্যোতির্ময়কে প্রথমে অনুমোদন দেন। পরে বিভাগ অনুযায়ী তালিকা করলে জ্যোতির্ময় বিশ্বাস সেই দায়িত্ব পাননি। সেক্ষেত্রে ইসরাত জাহান দায়িত্ব পান।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ২২ (৫) ধারা অনুসারে কোনো অনুষদের ডিনের দায়িত্ব পালনে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে দুই বছর মেয়াদি ডিন নিযুক্ত হবেন। আরও শর্ত থাকে যে, কোনো বিভাগের একজন অধ্যাপক ডিনের দায়িত্ব পালন করে থাকলে ওই বিভাগের পরবর্তী অধ্যাপকরা জ্যেষ্ঠতার ভিত্তিতে ডিন পদে নিযুক্তের সুযোগ পাবেন। সেই অনুসারে সমাজ বিজ্ঞান বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক সাদেকুর রহমানকে ডিনের দায়িত্ব পাওয়ার কথা। তবে আইন ভেঙে পরবর্তী লোকপ্রশাসন বিভাগের ইসরাত জাহানকে ডিন নিয়োগ দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ডিন নিয়োগে প্রথমে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে ডেকে যোগদান করানোর দেড় ঘণ্টা পর সেটা বাতিল করা হয়। এটা ঠিক না। শিক্ষক সমাজে তার সম্মান আছে। নিয়ম-কানুন সঠিকভাবে না দেখে তাকে এভাবে অপমান করা প্রশাসনের উচিত হয়নি। গণ-অভ্যুত্থানের আগে হলের প্রভোস্টের দায়িত্বে থাকায় পদত্যাগ করা ব্যক্তিকে কীভাবে ডিন নিয়োগ দেওয়া হয়?’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক ডিন খবরের কাগজের প্রতিবেদকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী বর্তমান যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা মানা হয়নি। এ বিষয়ে উপাচার্য ভালো বলতে পারবেন, তিনি কীভাবে নিয়োগ দিলেন।’

এ বিষয়ে রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, ‘প্রথম আদেশটি ভুল হওয়ায় বাতিল করেছি। উপাচার্যের নির্দেশে সিনিয়রিটি হিসেবে যিনি পান, তাকে দায়িত্ব দিয়েছি। তবে রেজিস্ট্রার স্বীকার করেন, বিগত সময়ে উপাচার্যরা অন্য বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করেছেন। বর্তমান উপাচার্য তা করেননি। আসলে উপাচার্য স্যাররা তো সবকিছু চাইলে পারেন।’

বিশ্ববিদ্যালয়ের কলা মানবিক অনুষদের সাবেক ডিন মহসিন উদ্দীন বলেন, ‘উপাচার্য আমাকে ডিনদের একটি মিটিংয়ে ডাকেন। আমাকে ডেকেছিলেন। আমি আমার মতামত দিয়েছি। আমার সম্পর্কে অনেকে অনেক কিছু বলেছে। সেটা তো মুখ চেপে ধরতে পারব না।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, ‘আমি নিয়মে থাকার মানুষ। বিশ্ববিদ্যালয়ের আইন আমি পড়েছি। যে নিয়মটা লেখা আছে সেই অনুযায়ী কাজ করেছি। ভবিষ্যতেও আমি আইন অনুযায়ী কাজ করে যাব।’

ঝিনাইদহে বিএনপির কর্মীসভায় হামলা, আহত ৭

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ পিএম
ঝিনাইদহে বিএনপির কর্মীসভায় হামলা, আহত ৭

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির এক গ্রুপের কর্মীসভায় অপর একটি গ্রুপের হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের লালন বাজারে এ হামলার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয়েছে সমাবেশের চেয়ার।

আহতদের মধ্যে মন্টু মণ্ডল, আলামিন হোসেন ও আফাঙ্গীর হোসেনসহ সাতজনকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা খবরের কাগজকে জানায়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামের লালন বাজারে সাবেক এমপি মশিউর রহমানের ছেলে ও জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইব্রাহিম রহমান বাবু কর্মীসভার আয়োজন করে। বিকেলে সমাবেশ চলাকালে ইউনিয়ন বিএনপির অপর একটি গ্রুপের রনি আহম্মেদের লোকজন সমাবেশে হামলা চালায়। সে সময় কর্মীদের মারধর ও চেয়ার ভাঙচুর করা হয়। এ ঘটনায় অন্তত বিএনপির সাতজন নেতা-কর্মী আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য মন্টু হোসেনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান খবরের কাগজকে বলেন, ‘খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

মাহফুজুর রহমান/এমএ/

হাজার মুখে হাসি ফোটাল ব্রাইট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ পিএম
হাজার মুখে হাসি ফোটাল ব্রাইট
ভোলার দৌলতখান উপজেলার দেড় হাজার দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন ব্রাইট সংগঠনের সদস্যরা। ছবি: সংগৃহীত

দরিদ্র কিশোর আব্দুল্লাহ। নুন আনতে পান্তা ফুরায় তার। এক হালের গরু দিয়ে টানতে হয় ছয় সদস্যের পরিবারের ঘানি। কনকনে শীত নিবারণে পাতলা কাপড়ে খুঁজতে হয় ওম।

চার সদস্যের পরিবার জন্মান্ধ ফজলুর। ভিক্ষা করে কোনো রকমে চলে সংসার। কখনো কখনো দু’বেলা পেট পুরে খাওয়াই দায়। এই শীতে তার সম্বল শুধু একটি ছেড়াকাঁথা।

প্রতিবন্ধী রেখার বিষাদ গাঁথা কৈশোর। নানীর কাঁধে ভর দিয়ে চলে তার সংসার। কখনো পেটের দায়ে হাত ফেলতে হয় অন্যের দরজায়। শীত নিবারণে সম্বল শুধু বদন ঢাকা পাতলা শাড়ি টুকুই।

এমন হাজারো দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোলার দৌলতখান উপজেলার দেড় হাজার দুস্থ মানুষের হাতে শীত নিবারণে কম্বল তুলে দেন সংগঠনটির সদস্যরা। 

সংগঠনটির সভাপতি তানভির আহমেদ সুমন বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ব্রাইট। প্রতি বছরের মতো এবারও হতদরিদ্র মানুষের মধ্যে উপহার হিসেবে আমরা শীত বস্ত্র বিতরণ করেছি। এবার আমরা দেড় হাজার মানুষের হাতে এই শীত বস্ত্র তুলে দিয়েছি আমাদের সেচ্ছাসেবীদের মাধ্যমে।

এদিন উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ মাঠে শীতার্তদের শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম খান, যুগ্ম সম্পাদক মুরাদ আলম মনির, মো. ফজলে রাব্বী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হোসেন, সদস্য সাইফুল মাসুদ, জিসান ও আমির হোসেন বাবু।

সাওন/মাহফুজ/

ঠাকুরগাঁও চিনিকলে আখ মাড়াই শুরু

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম
ঠাকুরগাঁও চিনিকলে আখ মাড়াই শুরু
ঠাকুরগাঁও সুগার মিলসের আখ মাড়াই উৎসব অনুষ্ঠান। ছবি: খবরের কাগজ

ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও সুগার মিলসের ২০২৪-২৫ মৌসুমের ৬৭তম আখ মাড়াই উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) পরিচালক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এছাড়া স্থানীয় প্রশাসন ও মিলের ব্যবস্থাপনা পরিচালসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিল।

অনুষ্ঠানে বক্তারা চিনি শিল্পের বর্তমান চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করেন।

মিল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে ৬৫-৭০ দিন মিল চালানোর পরিকল্পনা রয়েছে। এই সময়ে ৮৫ হাজার টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে আট হাজার টন বেশি। পুরো আখ সংগ্রহ ও মাড়াই করা সম্ভব হলে ছয় হাজার ২১০ টন চিনি উৎপাদন করা যাবে বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানান, এ বছর ছয় হাজার একর জমিতে আখ চাষ হয়েছে। তবে পরবর্তী মৌসুমে আখ উৎপাদন আরও বাড়ানোর লক্ষ্যে সাত হাজার একর জমিতে আখ চাষের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। চাষীদের উৎসাহিত করতে আগাম সেচ সুবিধা, সার, ও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মিলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘দেশীয় চিনি শিল্পকে টিকিয়ে রাখতে আখচাষীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। আমরা চাষীদের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’

অন্যদিকে চাষিরা বলছেন, আখের ন্যায্যমূল্য নিশ্চিত হলে এবং আখ সঠিক সময় মিলে সরবরাহ করা হলে তারা আখ চাষে আগ্রহী হবেন।

ঠাকুরগাঁও সুগার মিলস দেশের অন্যতম বৃহৎ চিনি কারখানা। এটি শুধু চিনি উৎপাদন নয়, আখচাষীদের জীবিকা নির্বাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে চিনি শিল্পের বর্তমান সংকট মোকাবিলায় সরকারি সহযোগিতা এবং চাষীদের সঙ্গে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নবীন হাসান/সুমন/এমএ/

সিলেটে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পিএম
সিলেটে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার আওয়ামী লীগের তিন নেতা। ছবি: খবরের কাগজ

সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বিদায়সুলপানি গ্রামের সিরাজুল ইসলাম (৫২), উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা, সরিষপুর গ্রামের রফিক মিয়া (৪০) ও বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক, পূর্ব জানাইয়া গ্রামের শামীম ওরফে চাক্কু শামীম (৩২)।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রতিহত করতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতরা উপজেলা সদরে দেশীয় অস্ত্রসহ অবস্থান নেয়। তারা বাসিয়া ব্রিজে আল-হেরার ব্যবসায়ী জামায়াত নেতা আমজাদ আলীর ওপর হামলা চালিয়ে তাকে জখম করে। ভাঙচুর করে পোড়ানো হয় তার ব্যবহৃত মোটরসাইকেল। পরে তাকে ধাওয়া করে ভাঙচুর করা হয় আল-হেরা মার্কেটও। এ ঘটনায় তাদের সম্পৃক্ততা ছিল। ঘটনার পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা আত্মগোপনে চলে যান। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগে। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়া বলেন, ‘তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শাকিলা ববি/মাহফুজ/এমএ/

 

বেনাপোল দিয়ে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পিএম
বেনাপোল দিয়ে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি
মালবাহী ট্রেনে করে ভারতের মালদা থেকে বেনাপোল রেলওয়ে স্টেশনে আলু পৌঁছায়। ছবি: খবরের কাগজ

দেশে আলুর বাজার দর নিয়ন্ত্রণে আনতে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে আলু আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোলের রেলওয়েস্টেশনের মাস্টার সাইদুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে মালবাহী ট্রেনে করে ভারতের মালদা থেকে বেনাপোল রেলওয়ে স্টেশনে এই আলু পৌঁছায়।

আলুর আমদানিকারক প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের মেসার্স আতিফ এক্সপোর্ট।

শনিবার (১৪ ডিসেম্বর) আমদানিকারকের পক্ষে আলুর চালানটি ছাড়ের জন্য বেনাপোল কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করবেন বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট আলম অ্যান্ড সন্স।

আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি জানান, ‘ভারত থেকে ট্রেনের একটি রেকে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। কাস্টমস ও রেলওস্টেশনের কার্যক্রম শেষ হলে আলুগুলো বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়ায় আনলোড করা হবে। এরপর সেখান থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।’

স্টেশন মাস্টার সাইদুজ্জামান এ বিষয়ে বলেন, ‘ভারত থেকে একটি ট্রেনের রেকে ৯ হাজার ৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। পণ্যের চালানটির আমদানি মূল্য ১ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।’

নজরুল ইসলাম/সুমন/এমএ/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });