জেনেভায় উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তায় জড়িত মুন্সীগঞ্জের দুইজনের পাসপোর্ট বাতিল ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
রবিবার (১০ নভেম্বর) বেলা ৩টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তরা বলেন, জেনাভায় আসিফ নজরুলকে হেনেস্তায় জড়িত রয়েছে মুন্সীগঞ্জের দুইজন। তারা হলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল। বাংলাদেশে না পেরে তারা বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মানিত ব্যাক্তিদের হেনস্তা করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। দ্রুত এই দুই হেনেস্তাকারীসহ সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির আওয়তায় আনতে হবে। প্রয়োজনে তাদের পাসপোর্ট বাতিল করতে হবে। এ বিষয়ে আইনী যত সহায়তা প্রয়োজন তা করবে আইনজীবীরা।
এ সময় মানবন্ধনকারীরা বিদেশের মাটিতে আবারও কোনো হেনস্তার ঘটনা ঘটলে আওয়ামী সন্ত্রাসীদের বাংলাদেশে থাকা বাসভবন ঘেরাও করা হবে বলে হুশিয়ারি দেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি মো. তোতা মিয়া, অ্যাডভোকেট রোজিনা ইসলাম, অ্যাডভোকেট মো. হালিম হোসেন, ছাত্র জাহিদ হাসান, ফারদিন হাসান আবির, আজিম আহমেদ, বুলবুল আহমেদ রাজসহ অনেকে।
মঈনউদ্দিন সুমন/জোবাইদা/অমিয়/