বগুড়ার দুপচাঁচিয়ায় ডিপ ফ্রিজ থেকে উম্মে সালমা খাতুন (৫০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের বগুড়া-নওগাঁ সড়কের পাশে জয়পুরপাড়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীর ধারণা, দিনের বেলা ডাকাতি করতে এসে বাধা পেয়ে ডাকাতরা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফ্রিজে রেখে গেছে। ঘরের জিনিসপত্র অগোছালো ছিল ও স্টিলের আলমারিতে কুড়ালের কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এলাকাবাসী, পুলিশ ও স্বজনরা জানান, নিহত গৃহবধূ উম্মে সালমা খাতুন বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার জয়পুরপাড়ার বাসিন্দা স্থানীয় ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও উপজেলা ইমাম-মোয়াজ্জেম সমিতির সভাপতি মাওলানা আজিজার রহমানের স্ত্রী। তারা নিজেদের চার তলা ভবনের তৃতীয় তলায় থাকেন।
দুপচাঁচিয়া থানার পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) নাসিরুল ইসলাম জানান, ঘরের আলমারিতে কুড়ালের কয়েকটি আঘাতের চিহ্ন ছাড়া আর সব কিছু স্বাভাবিক ছিল। ঘটনাস্থলে ক্রাইম সিনের সদস্যরা কাজ করেন। তাৎক্ষণিকভাবে এ হত্যার কারণ জানা যায়নি।