চট্টগ্রাম নগরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সচেতনতামূলক রোড ‘শো কর্মসূচি’ পালন করেছে। এতে পরিবহন শ্রমিক, মালিক, পথচারী, যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বিএনসিসির সদস্যসহ অনেকে অংশ নেয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টায় নগরের অলংকার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আলম, বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি।
এর আগে গত ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করে বিআরটিএ। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিসি, নিরাপদ সড়ক চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনসিসি, জেলা রোভার স্কাউট, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে নগরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সংস্থাটি চট্টগ্রাম মহানগরের ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা রক্ষার্থে ‘রোড শো’ কর্মসূচি সম্পন্ন করে । এই রোড শোতে চট্টগ্রাম মহানগর জুড়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত মাইকিং ও লিফলেট বিতরণ করা হয় ।
মাহফুজ/এমএ/