চট্টগ্রাম মহানগরের হাজারী গলিতে যৌথ বাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর লাভলেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
গ্রেপ্তার সুমন চৌধুরী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের মেজর মো. রিজওয়ানুর রহমান।
এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে, হাজারী গলিতে যৌথ বাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। সুমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ৫ নভেম্বর ইসকনের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে মো. ওসমান নামের এক দোকানদারের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নগরীর হাজারী গলিতে ৫০০-৬০০ ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী সেই দোকানিকে হত্যার উদ্দেশে তার দোকানে হামলা চালায়। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জানমাল রক্ষার্থে যৌথ বাহিনী ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বীরা যৌথ বাহিনীর ওপর হামলা করে। এ সময় দুষ্কৃতিকারীরা যৌথ বাহিনীর সদস্যদের ওপর ইটপাটকেল ও অ্যাসিড ছোড়ে।
নাবিল/সালমান/