চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুলিশের এক এএসপির বিরুদ্ধে জোরপূর্বক প্রতিবেশীর জায়গা দখল করে ভবন নির্মাণের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১২ নভেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন।
জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত এএসপি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদের বাসিন্দা নুসরাত ইয়াছমিন টিসাসহ ছয়জনের বিরুদ্ধে চলতি বছরের ২৭ মে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নতুন ভূমি আইনে ফৌজদারি অভিযোগ (সি আর (৫০৪/২৪) মামলা করেন মোহাম্মদ শফিউল আজম চৌধুরী (৫৬)।
এদিকে গত ৩০ সেপ্টেম্বর বিরোধীয় জমিতে জোরপূর্বক পাকা ঘর নির্মাণকাজের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন ভুক্তভোগী শফিউল আজমের ভাই ডা. মোহাম্মদ মাহবুব উল আলম চৌধুরী। শুনানি শেষে বিবাদীদের নির্মাণকাজের ওপর আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার জন্য হাটহাজারী থানার ওসিকে নির্দেশ দেন।
অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ অমান্য করে ওই পুলিশ কর্মকর্তার নির্দেশে নির্মাণকাজ অব্যাহত রয়েছে।
আদালতের নির্দেশে সম্প্রতি বিরোধপূর্ণ জায়গা সরেজমিনে তদন্ত করেন উপজেলা ভূমি কর্মকর্তার সার্ভেয়ার।
প্রতিবেদনে হাটহাজারীর সহকারী কমিশনার (ভূমি) উল্লেখ করেন, বাদীর পুকুরঘাটের কিছু অংশ ভেঙে বিবাদীরা পাকা ভবনের আরসিসি পিলার নির্মাণ করেছেন। বাদীর সীমানা দেয়াল ছাড়িয়ে আরও ছয় ফুটের একটি সানশেড নির্মাণ করেছেন বিবাদীরা। এ ছাড়া বিবাদীরা বাদীর ৩৩৩ শতাংশ জমি দখলে নিয়ে পাকা ভবন নির্মাণ করেছেন।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৮৭ সালের ১৪ আগস্ট ৪০০ একর জমি দাবি করেন বিবাদীরা। কিন্তু ওই দাগে ১৭০০ একর জমি বাদীর বাবা আবদুল জলিল ১৯৬৩ সালের ১৪ অক্টোবর ২৮২২ নম্বর রেজিস্ট্রি দলিলমূলে কেনেন। জলিলের নামেই বিএস খতিয়ান (৪৫০) চূড়ান্ত প্রচার হয়।
অপরদিকে পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে জোরপূর্বক প্রতিবেশীর জায়গা দখলের বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে গত ৮ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শনে করেছেন পিবিআইর এক ডিআইজি এবং সংস্থাটির জেলা ইউনিটের পুলিশ সুপার শেখ জয়নুদ্দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক পিবিআই জেলা ইউনিটের এক কর্মকর্তা জানান, তদন্তে পুলিশ কর্মকর্তা নুসরাত ইয়াছমিন টিসা প্রভাব খাটিয়ে প্রতিবেশীর জায়গা জোরপূর্বক দখলে নিয়ে ভবন নির্মাণের সত্যতা পায় পিবিআই।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা নুসরাত ইয়াছমিন টিসার পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ গ্রামের নাছির চৌধুরী বাড়িতে। তার বাবার নাম মৃত আবুল বাশর। অভিযোগকারী শফিউল আজিম চৌধুরীও একই বাড়ির বাসিন্দা।
ইফতেখারুল/জোবাইদা/অমিয়/