মুন্সীগঞ্জে অটোচালক হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মুছা সরকার, নজরুল ফরাজি এবং সবুজ চৌকিদার।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকার রিভার ভিউ হিমাগার এলাকার একটি দীঘিতে এক ব্যক্তির বস্তাবন্দি ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন ১৯ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক খসরু আহম্মেদ বাদী হয়ে হত্যা মামলা করেন।
মামলার তদন্তকালে উদঘাটিত হয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অটোরিকশা ছিনতাই করে চালক হিমেল মীরকে হত্যা করে দীঘিতে বস্তাবন্দি মরদেহ ফেলে চলে যায়। হিমেল জেলা সদরের গোসাইবাগ এলাকার সাইজুদ্দিনের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় তিন বছর বিচারকাজ শেষে মামলার তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মামলায় সম্পৃক্ততা না থাকায় তিন আসামিকে খালাস দেওয়া হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ রায়ে নিহতের পরিবার সন্তুষ্ট।’
মঈনুদ্দিন/নাবিল/সালমান/