গাইবান্ধার সাদুল্লাহপুরে ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে পিটিয়ে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতিকুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আরিফ বিল্লাহ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আবদুল ছাত্তার মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নিরঞ্জন কুমার ঘোষ।
তিনি জানান, ২০২১ সালে ১৬ সেপ্টেম্বর রাতে ভাত খাওয়াকে কেন্দ্র করে আসামি আরিফ বিল্লাহর সঙ্গে তার মা হামিদা বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে রাইস কুকারের ঢাকনা ভেঙে ফেলেন। আরিফের এমন আচরণের বিষয়টি হামিদা বেগম তার বড় ছেলে শহিদুল ইসলামকে জানায়। এরপর শহিদুল রাতেই আরিফের কাছে রাইস কুকারের ঢাকনা ভেঙে ফেলার কারণ জানতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আরিফ উত্তেজিত হয়ে বড় ভাইকে মারধর করেন। পরে আশপাশের লোকজন শহিদুলকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করে। পরদিন ২০ সেপ্টেম্বর নিহতের স্ত্রী তাসফুয়া আকতার বাদী হয়ে আরিফকে আসামি করে সাদুল্লাহপুর থানায় মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘বিচার সঠিক হয়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’
রফিক/নাবিল/সালমান/