
একাডেমিক কাজ বাদ দিয়ে শিক্ষকদের দলাদলি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
সামনে একাডেমিক কার্যক্রমে গতি আনতে ভিজিল্যান্স টিম গঠন এবং নিজেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সারপ্রাইজ ভিজিট করার ঘোষণা দেন মেয়র।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নগরীর টাইগারপাসের চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন শিক্ষা বিভাগের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
চসিক মেয়র বলেন, ‘শিক্ষকরা আজকের সভায় দলাদলির যে অভিযোগটি করেছেন তা হতাশাজনক। একাডেমিক কাজ বাদ দিয়ে শিক্ষকদের দলাদলি করা উচিত নয়। যে কারও কোনো মতাদর্শে বিশ্বাস থাকতে পারে, কিন্তু সেটা অফিস টাইমের বাইরে, শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে চর্চা করা উচিত।’
রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ফাঁকি দেওয়া মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘ছাত্ররা যাতে ঠিকমতো পড়াশোনা করে, ঠিকমতো যাতে তারা ক্লাসে আসে, কোনো ছাত্র যাতে ক্লাসে ফাঁকি না দেয়, সকাল থেকে বিকেল পর্যন্ত যে টাইমিং আছে সেই টাইমিংয়ে যাতে সবাই একাডেমিক কার্যক্রমে থাকে তা নিশ্চিতে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। ফাঁকিবাজ শিক্ষক থাকলে তাদের তালিকা দেবেন। সে যত বড় শক্তিশালীই হোক না কেন শাস্তি হবে।’
সভায় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে শিক্ষকদের দেওয়া পরামর্শের মধ্যে ছিল- যেসব প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত প্রধান দিয়ে চলছে সেগুলোর প্রধানদের ভারমুক্ত করা। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা।
শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা। প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বেতন ফি ইত্যাদি মওকুফ করা।
সিটি করপোরেশনের যেসব শিক্ষাপ্রতিষ্ঠান নিম্ন অঞ্চলে রয়েছে যেমন- কাপাসগোলা, চকবাজার ইত্যাদি এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করা।
শিক্ষকদের মধ্যে শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক বছরের তৈরি হওয়া দলাদলি নিরসন করা। শিক্ষকদের নামে বেনামি চিঠি দিয়ে হয়রানি বন্ধ করা।
রাজনৈতিক ট্যাগিং করে শিক্ষকদের হয়রানি বন্ধ করা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বার্ষিক গোপনীয় প্রতিবেদন চালু করা।
সভায় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারসহ চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
নাবিল/সালমান/