
নগরীর সৌন্দর্য নষ্ট করে এমন ব্যানার, ফেস্টুন, স্টিকার সরিয়ে ফেলার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে নিজের ব্যানার নিজেই নামালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার ( ২০ নভেম্বর) বিকেলে নগর ভবনের সামনে মেয়রকে শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার ও পোস্টার নিজ হাতে খোলেন তিনি। এ সময় সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে তিনি নগরীর ৪১টি ওয়ার্ডের সড়ক, অলিগলিতে যত ব্যানার, পোস্টার, ফেস্টুন রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে অপসারণের নির্দেশ দেন।
তখন মেয়র বলেন, ‘আমি বলেছি আপনারা কেউ ব্যানার পোস্টার লাগাবেন না। এই শহরকে সুন্দর রাখুন, পরিষ্কার রাখুন। নালার মধ্যে কোনো কাগজ, বোতল, প্লাস্টিক, পলিথিন কিছুই ফেলবেন না। আপনার শহরকে আপনাকেই পরিষ্কার রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হয়েছি, এজন্য আপনারা আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের ইমোশনকে আমি সম্মান জানাচ্ছি। আপনারা আমাকে ভালোবাসেন। আপনাদের এ ভালোবাসার দাম কতটুকু আমি দিতে পারব জানি না। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আপনারা যে ব্যানার পোস্টার লাগিয়েছেন এখন থেকে সেটা খুলে ফেলবেন। আমি সাত দিন আগেও বলেছি। কিন্তু এর মধ্যে আমি প্রত্যেকটি জায়গায় দেখেছি এখনো ব্যানার রয়ে গেছে। পোস্টার রয়ে গেছে। ওই ব্যানার পোস্টার সব নিয়ে নিবেন। পাশাপাশি অন্যান্য ব্যানার ও পোস্টার যেগুলো আছে অন্য কারো নামে, সেগুলোও আপনারা পরিষ্কার করে ফেলবেন।’
চট্টগ্রাম নগরপিতা ডা. শাহাদাত আরও বলেন, ‘আমি আপনাদেরকে যেটা বলতে চাই, সবাইকে সুন্দরভাবে এই শহরকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আমি আমার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে গত এক সপ্তাহ আগে নির্দেশ দিয়েছি। এখন উনাকে বলছি, যে সমস্ত ব্যানার পোস্টার শুধু এখানে নয়, সারা চট্টগ্রাম শহরে রয়েছে, সেগুলো সরিয়ে ফেলতে হবে।’
এদিকে বুধবার খবরের কাগজের তৃতীয় পাতায় ‘কেন্দ্রের সিদ্ধান্ত মানছেন না চট্টগ্রাম বিএনপির অনেক নেতা, যত্রতত্র ব্যানার পোস্টার’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপরই মেয়র ডা. শাহাদাত হোসেনকে নিজ হাতে পোস্টার নামাতে দেখা গেল।