ঢাকা ৯ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

জলমহালে বিষ দিয়ে ২ কোটি টাকার মাছ মারার অভিযোগ

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম
জলমহালে বিষ দিয়ে ২ কোটি টাকার মাছ মারার অভিযোগ
ছবি: খবরের কাগজ

কিশোরগঞ্জের নিকলী ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বানিয়াজান সরকারি জলমহালে বিষ ঢেলে প্রায় দুই কোটি টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

বুধবার (৪ ডিসেম্বর) ভোরে জলমহালের মাছ মরে ভেসে ওঠে ।

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিষ প্রয়োগের ঘটনা ঘটে ।

জলমহালের ইজারা অংশীদার নজরুল ইসলাম খোকন খবরের কাগজকে বলেন, বুধবার ফজরের সময় জলমহালের দুই পাহারাদার ফোন করে সব মাছ মরে ভেসে ওঠার খবর জানায়। পূর্ব শত্রুতার জেরে এ ক্ষতি করেছে প্রতিপক্ষের লোকজন।

ইজারা অংশীদার বিজয় বর্মন বলেন, ছনকান্দা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি লিটন বর্মনের নামে আমরা ৩৭ একর ৪৭ শতাংশ আয়তনের জলমহালটি ভূমি মন্ত্রণালয় হতে উন্নয়ন প্রকল্পে ১৪৩১ বঙ্গাব্দের ১ বৈশাখ থেকে ১৪৩৬ বঙ্গাব্দের ৩০ চৈত্র পর্যন্ত ছয় বছরের জন্য লিজ আনি। ভ্যাট-আয়করসহ প্রথম বছরের ইজারা মূল্য ৩৪ লাখ ২১ হাজার ৩৯৫ টাকা পরিশোধ করে আমরা মাছ চাষে নামি। এতে রুই, মৃগেল, আইর ও কার্প জাতীয় বিভিন্ন মাছ চাষ করেছিলাম। এছাড়াও প্রাকৃতিক বিভিন্ন মাছ ছিল। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। সব মিলিয়ে আমাদের প্রায় ৮৫ লাখ টাকা খরচ হয়। বিষ প্রয়োগের কারণে সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমাদের দুই কোটি টাকার মতো ক্ষতি হয়ে গেল।

আরেক অংশীদার জাফর মিয়া বলেন,  শত্রুরা বিষ দিয়ে মাছ মেরে ফেলায় আমাদের এখন পথে বসার অবস্থা হয়েছে।

জলমহালের অংশীদার করিমগঞ্জের গুণধর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. মিলন মিয়া বলেন, 'জলমহাল নিয়ে একটা পক্ষের সঙ্গে আমাদের মামলা চলছে। তারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।' এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন খবরের কাগজকে বলেন, ঘটনা নিকলী থানা এলাকায় ঘটেছে। এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি। 

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তাসলিমা আক্তার মিতু/মেহেদী/এমএ/

দেশজুড়ে কদর ভান্ডারি মুলার

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ এএম
আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ এএম
দেশজুড়ে কদর ভান্ডারি মুলার
চট্টগ্রামের ফটিকছড়িতে ভান্ডারি মুলা হাতে এক কৃষক। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়ির বিখ্যাত ‘ভান্ডারি মুলা’র জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দেশজুড়ে রয়েছে এ মুলার চাহিদা। প্রতিটি মুলার ওজন হয় ৫ থেকে ১৪ কেজি পর্যন্ত। আকারে বিশাল এবং স্বাদে অসাধারণ। স্থানীয়ভাবে এটি ‘ভান্ডারি মুলা’ নামে পরিচিত হলেও এর জাত আসলে জাপানের। 

ফটিকছড়িতে অবস্থিত মাইজভান্ডার দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত আহমদ উল্লাহ মাইজভান্ডারি রাহমাতুল্লাহি আলাইহির ওরশ ১০ মাঘ (২৪ জানুয়ারি) উপলক্ষে আগত আশেকভক্ত জায়েরনি ও দর্শনার্থীদের কাছে এই মুলার চাহিদা অত্যন্ত বেশি। এ সময় স্থানীয় কৃষকরাও মুলা বিক্রির জন্য অপেক্ষা করেন। দরবারে আগত ভক্ত-অনুরক্তরা এ মুলা রোদে শুকিয়ে দীর্ঘদিন রেখে তবারুক হিসেবেও খান বলে প্রবাদ আছে। ফটিকছড়ির হালদার চরে জমে থাকা পলি-বালি মিশ্রিত জমিতে বিশাল আকারের এ মুলার উৎপাদন হয়। 

এদিকে এ কৃষি ফসল নিয়ে রীতিমতো শুরু হয়েছে গবেষণা। মুলা কেন এ বিশাল আকারের হয়? অন্য কোনো উপজেলায় হয় না কেন? দেশে প্রত্যন্ত অঞ্চলে এর চাষাবাদ কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, এর জন্য গবেষণা চালানো হচ্ছে।

ভান্ডারি মুলার খেত ঘুরে দেখা গেছে, এবার বাম্পার ফলন হয়েছে। শুক্রবার মাইজভান্ডার দরবারের ওরশ। আজ (বৃহস্পতিবার) থেকে বিক্রি শুরু হবে এটি। চলবে শনিবার পর্যন্ত। তাই বুধবার সকালে খেত থেকে তোলা হচ্ছে মুলা। খেতে দেখা যায়, কৃষকদের মধ্যে কেউ মুলার ঝুঁটিতে সুতা বাঁধছেন, কেউ পানিতে মুলাকে ধুয়ে পরিষ্কার করছেন। আর কেউ মুলাকে সড়কের পাশে নিয়ে স্তূপ করে রাখছেন। প্রতিটি মুলার ওজন ২ থেকে ১২ কেজি পর্যন্ত হয়। 

নাজিরহাট পৌরসভা, সুন্দরপুর, সুয়াবিল ইউনিয়নসহ হালদা নদীর অববাহিকায় চাষিরা এই মুলা উৎপাদন করেছেন। তাদের খেতগুলো দেখে মুগ্ধতা জাগে। খেতের মুলা তোলার জন্য শ্রমিকদের পাশাপাশি আত্মীয়স্বজনও যোগ দিয়েছেন। খেত থেকে তুলে নিয়ে মুলা নাজিরহাট ঝংকার মোড় থেকে মাইজভান্ডার দরবার শরিফ পর্যন্ত সড়কের দুই পাশে পসরা সাজিয়ে বিক্রি করা হয়।

একেকটি মুলা ৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করা হয়। তবে চাষিরা জানান, উৎপাদন খরচ বাড়ার কারণে মুনাফা আগের মতো হচ্ছে না। অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তবে মুলার আকার ও চাহিদার কারণে কৃষকরা আশাবাদী, ওরশে ভালো দাম পাবেন।

কৃষি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন জানান, এ মুলার সর্বোচ্চ ওজন ১২ থেকে ১৫ কেজি হয়ে থাকে। বর্তমানে ২ থেকে ১০ কেজি ওজন পর্যন্ত মুলা হয়েছে। সাধারণত এত বড় মুলা দেশের আর কোথাও উৎপাদন হয় না। এই মুলার নাম ‘জাপানি হাইব্রিড তাসাকিসান’ মুলা।

ফটিকছড়ির মাইজভান্ডারে বিক্রি হয় বলে স্থানীয়রা নাম দিয়েছেন ‘ভান্ডারি মুলা’। হাইব্রিড জাতের এই মুলা উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যাওয়া হালদা নদী, ধুরুং ও সর্তাখালের বিস্তীর্ণ চরে উৎপাদিত হয়। বিশেষ করে নাজিরহাট পৌরসভা, সুয়াবিল, সুন্দরপুর, বৃহৎ কাঞ্চননগর দিয়ে বয়ে যাওয়া হালদা, ধুরুংখাল এবং খিরাম দিয়ে বয়ে যাওয়া সর্তাখালের চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার একমাত্র মাধ্যম হচ্ছে কৃষিকাজ। এসব এলাকায় ভান্ডারি মুলার চাষ হয়ে থাকে।

কৃষি কর্মকর্তারা জানান, এবার হালদার চরে ৫০ হেক্টর জমিতে মুলার চাষ হয়েছে। প্রতিবছরের অক্টোবর থেকে ভান্ডারি মুলা রোপণের প্রক্রিয়া শুরু হয়। উৎপাদনে বিভিন্ন দেশীয় সার ও কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে। তবে এই মুলার চাষাবাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কৃষকরা। এক অজ্ঞাত রোগের কারণে উৎপাদিত অনেক মুলা নষ্ট হচ্ছে। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেক চাষি। কৃষিসংশ্লিষ্টদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানিয়েছেন চাষিরা।

এর আগে রহস্য উন্মোচনে ২০২৩ সালের ২৩ জানুয়ারি হাটহাজারীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের একদল বিজ্ঞানী ফটিকছড়ির সুয়াবিল ও সুন্দরপুর ইউনিয়নের হালদার চর পরিদর্শন করেছিলেন। ওই কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম হারুনর রশীদ খবরের কাগজকে বলেন, ‘মুলার জাত ও মাটির গুণাগুণের কারণে হালদার চরে বৃহৎ আকারের মুলা উৎপাদন হয়। কৃষকদের কাঠোর পরিশ্রম, যথা সময়ে সার-কীটনাশকের সঠিক ব্যবহারে এই মুলার আকৃতি বড় হচ্ছে। মাঘ মাসের ওরশকে কেন্দ্র করে আয়ের লক্ষ্য স্থির করে চাষিরা ওই মুলার পেছনে সময় দিচ্ছেন বলেই উৎপাদন আশানুরূপ হচ্ছে। তবে এ মুলা নিয়ে গবেষণা চলমান রয়েছে।

নাজিরহাট পৌরসভার সুয়াবিলের নাইচ্চ্যরঘাটের হালদা চরের কৃষক মুহাম্মদ সোহেল বলেন, ‘আমি তিন কানি (১২০ শতাংশ) জমিতে ভান্ডারি মুলা চাষ করেছি। এবার খেতে পাঁচ হাজার পিস মুলা উৎপাদন হয়েছে। লক্ষ্য হচ্ছে, সব খরচ বাদ দিয়ে ২ থেকে ৩ লাখ টাকা লাভ হবে। প্রবাস ছেড়ে এসে মুলার চাষ করছি।’

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, ‘চরের মাটি খুবই উর্বর এবং উৎপাদিত ফসল অত্যন্ত পুষ্টিকর। চলতি বছর ভান্ডারি মুলার বাম্পার ফলন হয়েছে। এটি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এবার কৃষকরা ভালো দাম পাবেন এই মুলা বিক্রি করে।’

খুমেকে দালালচক্র বেপরোয়া

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ এএম
খুমেকে দালালচক্র বেপরোয়া
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভিড়। ছবি: খবরের কাগজ

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের বহির্বিভাগের সামনে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সারি সারি মোটরসাইকেল দেখা যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়ে রোগীদের ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) ছবি তোলেন।

চিকিৎসক নির্দিষ্ট কোম্পানির ওষুধ ব্যবস্থাপত্রে লিখেছেন কি না তা তারা যাচাই করেন। আগে থেকেই তারা চিকিৎসককে ওই কোম্পানির ওষুধ লিখতে অনৈতিক সুবিধা দিয়ে থাকেন। একইভাবে বহির্বিভাগে রয়েছে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কমিশন এজেন্ট ও দালালের উৎপাত। 

সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকলেও কমিশনের বিনিময়ে সাধারণ রোগীদের ওইসব ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়। অতিরিক্ত টাকার বিনিময়ে বাইরের ক্লিনিক থেকে পরীক্ষা-নিরীক্ষা করাতে রোগীদের রীতিমতো ভোগান্তিতে পড়তে হয়। নির্দিষ্ট প্যাথলজি ক্লিনিকের সঙ্গে কমিশন বাণিজ্যে জড়িয়েছেন হাসপাতালের কিছু চিকিৎসকও। এভাবে খোলামেলা কমিশন বাণিজ্যের কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হয় রোগীদের। গত দুই দিন সরেজমিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এসব চিত্র দেখা যায়।  
   
রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে ৯টার মধ্যে বহির্বিভাগে দূর-দূরান্ত থেকে আসা রোগীর ভিড় বাড়লেও দায়িত্বরত চিকিৎসকরা আসেন ১১টা-১২টার পর। তাদের অধিকাংশই রোগীর ব্যবস্থাপত্রে কোনো ধরনের ওষুধ লেখা ছাড়াই পরীক্ষা-নিরীক্ষার জন্য নির্দিষ্ট বেসরকারি প্যাথলজিতে পাঠিয়ে দেন। পরীক্ষার পর ওই রিপোর্ট পেতে সন্ধ্যা হয়ে যায়। কিন্তু দুপুরের পর ওই চিকিৎসক চেম্বারেও থাকেন না। ফলে ভোগান্তিতে পড়তে হয় রোগীসহ তার স্বজনদের।

খোঁজ নিয়ে জানা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে এর আশপাশে গড়ে উঠেছে শতাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। নিয়মনীতির তোয়াক্কা না করেই দালালদের মাধ্যমে রোগীদের প্রলোভন দেখিয়ে এনে এসব প্রতিষ্ঠানে চলছে টেস্ট বাণিজ্য। এর মধ্যে অনেক প্রতিষ্ঠানে মানসম্পন্ন প্যাথলজি বিভাগ, ডিপ্লোমাধারী প্যাথলজিস্ট নেই। তাদের পরীক্ষা-নিরীক্ষার মান নিয়েও রয়েছে প্রশ্ন।

অভিযোগ রয়েছে, গ্রামের সহজ-সরল মানুষদের টার্গেট করে চক্রটি পরীক্ষা-নিরীক্ষার নামে প্রতারণা করছে। ছোটখাটো জিনিস বিক্রি করে অনেকে চিকিৎসা নিতে এখানে আসেন। কিন্তু সিন্ডিকেটের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে যান। হাসপাতালের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি বিবেচনায় জরুরি পরীক্ষার জন্য হাসপাতালে প্যাথলজিতে ‘ইভিনিং সিফট’ চালু করা হয়েছে। রাত ৮টা পর্যন্ত সেখানে স্যাম্পল নেওয়া হবে এবং রাত ৯টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে। এই নির্দেশনা মানা হচ্ছে কি না তা নিয়মিত মনিটরিং করা হবে।  

হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর স্বামী খলিলুর রহমান জানান, তার স্ত্রী এক সপ্তাহ ধরে পেটের ব্যথায় ছটফট করছেন। হাসপাতালে আনার পর চিকিৎসক কয়েকটি মেডিকেল টেস্ট দিয়েছেন। যার মধ্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ সব পরীক্ষা দালালের মাধ্যমে বাইরের সুগন্ধা ডায়াগনস্টিক সেন্টার থেকে করতে হয়েছে। নির্দিষ্ট ডায়াগনস্টিক ছাড়া অন্য কোথাও থেকে পরীক্ষা করালে সেই রিপোর্ট চিকিৎসকরা দেখতে চান না। অনেক ডায়াগনস্টিক সেন্টার আবার মনগড়া রিপোর্টও দিয়ে থাকে।

খুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, সরকারি হাসপাতালে প্যাথলজি সুবিধা থাকলেও কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে স্লিপ দিয়ে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর অভিযোগ রয়েছে। যদি বাইরে থেকে পরীক্ষা করাতে হয়, তা হলে হাসপাতালের নার্স রক্ত সংগ্রহ করে দেবেন।

তার পর রোগীর স্বজনরা পছন্দমতো প্যাথলজিতে নিয়ে তা পরীক্ষা করবেন। কিন্তু কোনো চিকিৎসক তার পছন্দমতো ল্যাবে রোগী পাঠাবেন না। বাইরে থেকে কেউ হাসপাতালে এসে রোগীর রক্ত সংগ্রহ করতে পারবেন না। অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের যখন-তখন হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তারা হাসপাতালে ঢুকলে চিকিৎসাসেবা ব্যাহত হয়। নির্দেশনা না মানলে চিরদিনের জন্য তাদেরকে হাসপাতাল চত্বরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। 

খুমেক হাসপাতালের পরিচালক ডা. মহাসিন আলী ফরাজী বলেন, প্রতিদিন প্রায় ৫শ-৭শ রোগী বহির্বিভাগে আসেন। তাদের অধিকাংশই কোনো না কোনোভাবে ভোগান্তির শিকার হন। টিকিটের জন্য লাইনে থাকা অবস্থায় সেখান থেকে রোগী ভাগিয়ে নেওয়া হয়। আমরা এই সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি। বহির্বিভাগে চিকিৎসকের ব্যক্তিগত নামে কোনো কক্ষ থাকবে না। ফটকের বাইরে সংশ্লিষ্ট বিভাগের অধীনে মেডিকেল অফিসার পদবি লেখা থাকবে।

যশোরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ সহায়তায় সভা

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৮ এএম
যশোরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ সহায়তায় সভা
ছবি: সংগৃহীত

বিদেশ প্রত্যাগত কর্মীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোরে ক্ষুদ্রঋণ সহায়তা প্রকল্পের অবহিতকরণবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর কালেক্টরেট সভাকক্ষে এ কর্মসূচি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ড. এ টি এম মাহবুব উল করিম।

জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যরা।

যশোর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক ফসিউল আলমের সঞ্চালনায় সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে বিদেশফেরত অভিবাসীদের আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণদান কার্যক্রম চালানোর পরামর্শ দেওয়া হয়।

অর্থের অভাবে অধরা আরিফার ডাক্তার হওয়ার স্বপ্ন

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ এএম
অর্থের অভাবে অধরা আরিফার ডাক্তার হওয়ার স্বপ্ন
সরাকারি মেডিকেলে চান্স পাওয়া আরিফা আক্তার ও তার বাবা-মা। ছবি: খবরের কাগজ

ছোট থেকেই স্বপ্ন পড়াশোনা করে ডাক্তার হবেন, এলাকার গরিব মানুষের সেবা করবেন। সেই স্বপ্ন আজ বাস্তবে ধরা দিয়েছে। কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন অধরা হতে চলেছে।

বাবা ভ্যান চালিয়ে আর মা সেলাই মেশিনের কাজ করে কোনো রকম সংসার চালান। বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে ও মায়ের সামান্য গয়না বন্ধক রেখে আরিফার মেডিকেলে ভর্তি কোচিংয়ের খরচ চালানো হয়। তবে সবকিছু ছাপিয়ে তাদের মেয়ে আরিফা আক্তার শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এ সাফল্যে বাবা-মাসহ পরিবারের সবার মাঝে আনন্দ বিরাজ করছে। তবে চিন্তার ভাঁজ দরিদ্র বাবা-মায়ের কপালে। মেয়েকে আদৌ মেডিকেলে কলেজে ভর্তি করতে পারবেন কি না, জানা নেই তাদের।

বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের দরিদ্র ভ্যানচালক শেখ আসাদুজ্জামান ও গৃহিণী হামিমা আক্তারের বড় মেয়ে আরিফা আক্তার। ২০২২ সালে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ (গোল্ডেন) পাওয়ার পর বাগেরহাট সরকারি পিসি কলেজে ভর্তি হন আরিফা। পরে ২০২৪ সালে এইচএসসিতে ‘এ’ প্লাস (গোল্ডেন) পেয়ে মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান তিনি।

এ বিষয়ে আরিফা বলেন, ‘২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া পর্যন্ত আমার সব খরচ বহন করতে মা-বাবার অনেক কষ্ট হয়েছে। দুই লাখ টাকা ঋণ করতে হয়েছে তাদের। আমি কষ্ট করে একটা ভালো মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু মেডিকেলে পড়ার মতো সামর্থ্য নেই।’

বাবা শেখ আসাদুজ্জামান বলেন, ‘আমার মেয়ে সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। কিন্তু আমার কাছে তো টাকা নেই। কী দিয়ে মেয়েকে পড়াব?’

আরিফার মা হামিমা আক্তার বলেন, ‘স্বামীর আয় ও নিজে সেলাই মেশিনের কাজ করে অনেক সময় না খেয়ে থাকলেও কখনো তার পড়ালেখা বন্ধ করিনি। আরিফা ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা চালিয়ে যায়। এখন ভর্তির চান্স পেয়েছে। কিন্তু খুশির মাঝেও ভর্তি ও পড়ালেখা নিয়ে চিন্তিত। ভর্তির টাকা জোগান দেওয়া আমাদের পক্ষে কোনোমতেই সম্ভব হচ্ছে না। তাই মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ও কলেজ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

শেরপুরে খামারিরা পান না সরকারি সেবা

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ এএম
আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ এএম
শেরপুরে খামারিরা পান না সরকারি সেবা
শেরপুরের ঝিনাইগাতীর মালিঝিকান্দা ইউনিয়নের আসামপাড়ার খামারি ওমর ফারুক তার গরুর পরিচর্যা করছেন। ছবি: খবরের কাগজ

শেরপুরের প্রত্যন্ত অঞ্চলের খামারিরা প্রাণিসম্পদ বিভাগের বিনামূল্যের চিকিৎসাসেবা পাচ্ছেন না। সরকারি সেবা পেতে হলে তাদের বাড়তি টাকা গুনতে হয়। বাধ্য হয়ে তারা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে সেবা নিচ্ছেন। দীর্ঘদিন ধরে সরকারি সেবা না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

শুধু তা-ই নয়, সঠিক পরামর্শ ও সহযোগিতার অভাবে অনেক নতুন খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ কেউ আবার খামার বন্ধ করে দিয়েছেন। রয়েছে ভ্যাকসিনেরও সংকট। তবে সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ঝিনাইগাতী উপজেলার আকলিমা খাতুন। স্বামীর মৃত্যুর পর সাত ছেলে-মেয়ের সংসারের হাল ধরতে কী করবেন ভেবে পাচ্ছিলেন না। সিদ্ধান্ত নেন গবাদিপশু পালন করবেন। পরে গরু-ছাগল ও হাঁস-মুরগি লালন-পালন শুরু করেন। ছোট পরিসরে শুরু করলেও আজ তার শতাধিক হাঁস ও কিছু গরু-ছাগল আছে। কিন্তু এই দীর্ঘসময়ে অনেক পশু ও হাঁস-মুরগি অসুস্থ হলে চিকিৎসা করাতে তাকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। কিন্তু কেন হিমশিম খেয়েছেন আকলিমা, এ বিষয়ে কথা হয় তার সঙ্গে। 

তিনি বলেন, ‘বর্তমানে আমার একশর বেশি হাঁস আছে। এগুলোর পাশাপাশি ১০টি ছাগল আর পাঁচটি গরু পালন করি। কিন্তু এগুলো অসুস্থ হলে কখনো সরকারি চিকিৎসা পাইনি। সরকারি ডাক্তার কোনোদিন চোখেও দেখিনি। কোনো পশুর অসুখ হলে অন্তত দুই মাইল রাস্তা হেঁটে বাচ্চারা ওষুধ নিয়ে আসে। বিপদ যেহেতু আমাদের, আমাদেরকেই কিছু করতে হবে।’

শুধু আকলিমা খাতুন তা নয়, জেলার সীমান্তবর্তী অঞ্চলের প্রান্তিক খামারিদের প্রায় সবারই একই অভিযোগ। খামারিরা জানান, সরকারি সেবা নিতে গেলে তাদের নানা ধরনের হয়রানি পোহাতে হয়। পশু হাসপাতালে ভ্যাকসিনের জন্য গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। কোনো সময় ডাক্তারকে হাসপাতাল থেকে বাড়ি কিংবা খামারে আনতে গেলে বাড়তি টাকা গুনতে হয়। 

ঝিনাইগাতী উপজেলার খামারি জাকির মিয়া বলেন, ‘প্রয়োজনীয় ভ্যাকসিনগুলো সঠিক সময়ে পাওয়া যায় না। কিছুদিন আগে পশু চিকিৎসকদের বলছিলাম, আমাদের এলাকায় গরুর বাতনা রোগ বাড়ছে। ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। পরে ডাক্তাররা বললেন, ১৫ দিন পর ভ্যাকসিন আসবে। এর পর দুই মাসের বেশি সময় হয়েছে, ভ্যাকসিন আর আসেনি। আমাদের গরুগুলো ভ্যাকসিন ছাড়াই থাকল।’

তিনি বলেন, ‘কিছুদিন আগে এই রোগে আমাদের এলাকায় তিনটি গরু মারা গেছে। যদি ভ্যাকসিনগুলো দিত, তা হলে হয়তো গরুগুলো মারা যেত না।’

রুবেল মিয়া নামে ওই এলাকার আরেক খামারি বলেন, ‘আমাদের গৃহপালিত পশু নিয়ে সরকারিভাবে কোনো তদারকি করা হয় না। পল্লী চিকিৎসক ছাড়া যদি প্রাণিসম্পদ বা ওই অফিসের কোনো লোকজনকে আমরা আনতে যাই, তাদের বাড়তি টাকা দিতে হয়। কমপক্ষে ১৫০০, কখনো তিন হাজার টাকাও দিতে হয়। তারা এসে বলেন, আমরা সরকারি ডাক্তার। তাই এভাবেই দিতে হবে।’

শ্রীবরদী উপজেলার খামারি আবু মিয়া বলেন, ‘আমরা গ্রাম্য মানুষ। সাধারণত হাঁস-মুরগি, গরু-ছাগল লালন-পালন করি। কিন্তু এগুলো অসুস্থ হলে আমরা সরকারি কোনো ডাক্তার পাই না। সরকারিভাবে কোনো সহায়তাও পাই না। অসুস্থ হলে স্থানীয় বাজারের পল্লী চিকিৎসকের কাছেই যেতে হয়।’

শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা এলাকার খামারি রহমান মিয়া বলেন, ‘আমার একটি মুরগির খামার ছিল। সেখানে কয়েক প্রজাতির মুরগি পালন করেছি। কিন্তু ভ্যাকসিন নিতে না পারায় অনেক মুরগি মারা যায়। এর কিছুদিন পর খামারটি বন্ধ করে দিয়েছি।’ 

খামারি আব্দুল আওয়াল বলেন, ‘আমার খামার থেকে প্রাণিসম্পদ অফিস ১৪ কিলোমিটার দূরে। ভেবে দেখুন, অসুস্থ গরু নিয়ে ওই অফিসে যেতে আমার কত টাকা ভাড়া লাগবে? আমার মতো ছোট খামারির পক্ষে এত টাকা খরচ করা সম্ভব নয়।’ 

শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ বলেন, ‘কোনো ইউনিয়নের ওয়ার্ড পর্যায়েও যদি পশু অসুস্থ হয়, তা হলে আমাদের ভেটেরিনারি টিম যেতে বাধ্য। আমার এমনই নির্দেশনা দেওয়া আছে। বিশেষ করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিল্ডে যদি নাও যান, ভেটেরিনারি সার্জন অবশ্যই ফিল্ডে যাবেন। জনগণের জন্য ভেটেরিনারি সার্জন সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন। সেটা হোক অফিস কিংবা বাইরে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা যেন না হয়, সে জন্য আমি প্রতিটি উপজেলায় দিকনির্দেশনা দিয়েছি।’