ঢাকা ৪ মাঘ ১৪৩১, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে ছাত্রদের ওপর গুলি করা যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম
লক্ষ্মীপুরে ছাত্রদের ওপর গুলি করা যুবলীগ নেতা গ্রেপ্তার
ছবি : খবরের কাগজ

বৈষম্যবিরোধী আন্দোলনে লক্ষ্মীপুরে ছাত্রদের মিছিলে প্রকাশ্যে গুলি করা যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে সদর থানা পুলিশ চট্টগ্রাম মেট্রোপুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। 

সোহাগ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর এলাকার বাসিন্দা। এছাড়া বহুল আলোচিত মানব পাচার মামলায় কুয়েতে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক এমপি কাজী সেলিনা ইসলামের এপিএস ছিলেন।

সোহাগকে শিক্ষার্থী সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেন এবং পুলিশের করা বিস্ফোরক মামলাসহ চার মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ। 

তিনি জানান, ৪ আগষ্ট সাবেক যুবলীগের সভাপতি সালাউদ্দিন টিপুর বাস ভবনের ছাঁদ থেকে টিপুর নেতৃত্বে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষ করেন সোহাগ।  ছাত্র-জনতার ওপর হামলা, গুলি ও নিহতদের ঘটনায় এখন পর্যন্ত ৮০জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। সোহাগ সালাউদ্দিন টিপুর ঘনিষ্টজন বলে পরিচিত।

৪ আগষ্ট বেলা ১২টার দিকে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গুলি  চালায়। এ সময় জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাদ আল অপসারিত চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে মুহুর্মুহু গুলি করে নেতাকর্মীরা। এতে গুলিবিদ্ধ হয়ে আফনান, বিজয়, ওসমান গণি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন। তিন শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়। এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীদের আসামি করা হয়।

রফিকুল ইসলাম/জোবাইদা/ 

মুন্সীগঞ্জে ডাকাতির মামলায় ৭ ডাকাত সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০২:০২ পিএম
মুন্সীগঞ্জে ডাকাতির মামলায় ৭ ডাকাত সদস্য গ্রেপ্তার
ছবি : খবরের কাগজ

মুন্সীগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ওই ঘটনায় লুন্ঠিত ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুহাম্মদ সামসুল আলম সরকার।

তিনি জানান, ওই ডাকাতির ঘটনায় আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান সনাক্ত করে দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে গত কয়েকদিনে ওই ৭ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুন্ঠিত মালামাল ও ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

গত ৪ জানুয়ারি রাতে শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৬ জানুয়ারি সেলিম খানের বোন রওশন আরা বাদী হয়ে মামলা করেন।

মঈনউদ্দিন সুমন/জোবাইদা/ 

ভৈরবে প্রকৌশলীসহ ২৫ জন কুকুরের কামড়ে আহত

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০২:০৩ পিএম
ভৈরবে প্রকৌশলীসহ ২৫ জন কুকুরের কামড়ে আহত
ছবি : খবরের কাগজ

কিশোরগঞ্জের ভৈরবে পাগলা কুকুরের কামড়ে শিশু-বৃদ্ধাসহ ২৫ জন আহতের খবর পাওয়া গেছে।  

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত তাদেরকে কামড় দেয়।

আহতদের মধ্যে ১৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন, বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন । 

এ তথ্য নিশ্চিত করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আব্দুল করিম।
এ ঘটনায় আহতরা হলেন- পৌর শহরের চণ্ডিবের এলাকার ২ বছরের শিশু  রফিয়া, ৪ বছরের শিশু সাহাবী ও পপি বেগম (৩৮), স্বপন মিয়া (২৫), গাছতলা ঘাট এলাকার বৃদ্ধা রাফিয়া (৬০), ভৈরবপুর এলাকার খোকন মিয়া (৩৮), পঞ্চবটি এলাকার নাজিদ মিয়া (৪৩), উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার সেলিম মিয়া (২০), একই এলাকার নূপুর বেগম (১৪), জাহানারা বেগম (৭০) ও রাজ্জাক মিয়া (৬০) ও স্মৃতি বেগম (৩০), আগানগর এলাকা দীপ্তি আক্তার (১৩), সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের রইছ মিয়া (৬৫), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফের মা আক্তার বানু, উপজেলা শিক্ষা প্রকৌশলী রেজাউল করিম (৩৩) ও হাসপাতাল চত্বরের মসজিদে নামাজ পড়তে আসা একজন মুসল্লি রয়েছেন।
   
এ বিষয়ে স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রাম থেকে পাগলা কুকুরটি কামড়ানো শুরু করে। পর্যায়ক্রমে শিবপুর ইউনিয়নের শম্ভুপুর, শহরের স্টেডিয়ামপাড়া মেরাতলী এলাকায়, চণ্ডিবের এলাকায়, গাছতলাঘাট এলাকায়, ভৈরবপুর এলাকায় ও পঞ্চবটী এলাকায় শিশু, বৃদ্ধাসহ বেশ কয়েকজন নারী-পুরুষকে কামড় দিয়ে আহত করে। 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আজহার মিয়া বলেন, চণ্ডিবের স্বাস্থ্য কমপ্লেক্স গেটে স্বপন মিয়া ও হাসপাতালের ভিতরে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফ ও হাসপাতাল চত্বরে মসজিদের নামাজ পড়তে আসা একজন মুসল্লিকে পাগলা কুকুরটি কামড় দেয়। আমি কোনোরকম বেঁচে যাই। 

এ বিষয়ে আহত খোকন মিয়া বলেন, আমি স্টেডিয়ামপাড়ার একটি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ একটি পাগলা কুকুর আমিসহ বেশ কয়েকজনকে কামড় দেয়। পরে আমিসহ কয়েকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই।

চিকিৎসক আব্দুল করিম বলেন, হাইড্রোফোবিয়া রোগে আক্রান্ত হয়েছে কুকুরটি। পানি দেখলে কুকুরটি বেশ ক্ষিপ্ত হয়ে যায়। এটাকে জলাতঙ্ক রোগ বলে। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ১৬ জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এই কুকুরটি অন্য কুকুরকে কামড়ালে তারাও এই রোগে আক্রান্ত হতে পারে। দ্রুত কুকুরটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা দরকার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, এ প্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছি। আমি বিষয়টি খোঁজখবর নিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ যদি কুকুরটি পাগল হওয়ার বিষয়টি নিশ্চিত করে, তার পর কুকুরটি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জোবাইদা/

মেঘনায় ট্রলারসহ ৫০ মণ জাটকা জব্দ

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:১৯ এএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:৪১ এএম
মেঘনায় ট্রলারসহ ৫০ মণ জাটকা জব্দ
ছবি : খবরের কাগজ

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার কেজি (৫০ মণ) জাটকাসহ ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও বিসিজি আউটপোস্ট হাইমচর কর্তৃক চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকাসংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি কাঠের ট্রলার তল্লাশি করে দুই হাজার কেজি জাটকা, ট্রলারসহ ৯ জনকে আটক করা হয়।

পরে হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করে আটকদের হাইমচর থানায় হস্তান্তর করা হয়।

ফয়েজ আহম্মেদ/জোবাইদা/

জামালপুরে ২ সমন্বয়কের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:১৩ এএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ পিএম
জামালপুরে ২ সমন্বয়কের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা
জামালপুরের মাদারগঞ্জে ছিনতাইকারীদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি জান্নাতুল ফেরদৌস। ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে জান্নাতুল ফেরদৌস নামে এক মাছ ব্যবসায়ীর ওপর হামলা করে ছয় লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই ঘটনা ঘটে।

পরে ওই ব্যবসায়ী শুক্রবার মাদারগঞ্জ মডেল থানায় দুই সমন্বয়কসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলাসূত্রে জানা গেছে, মাদারগঞ্জ থানা মোড় এলাকায় মাছের ব্যবসা করেন জান্নাতুল ফেরদৌস (২৯)। বৃহস্পতিবার মাছের আড়ৎ থেকে বাড়ি আসার সময় পথে ওঁৎ পেতে থাকা উপজেলার বাকুরচর গ্রামের মো. হাইদর আলীর ছেলে আনন্দ (২৭), নজরুল ইসলামের ছেলে বিজয় (২৬), মনির (২২) ও রুমন মিয়াসহ (২৫) আরও সাত থেকে আটজন দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর ওপর হামলা করে। মারধরের পরে তার টাকা ছিনতাই করা হয়। এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস অভিযোগ করে জানান, বিজয় ও রুমন সমন্বয়কারী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে। তাদের নেতৃত্বেই আমার ওপর হামলা করে টাকা ছিনতাই করা হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভ জানান, বিজয় ও রুমন বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং তাদের অনেক অবদান রয়েছে। প্রতিপক্ষরা তাদেরকে ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ বিষয়ে জানান, শুনেছি দুইজন আসামি সমন্বয়ক, তবে তারা সমন্বয়ক কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আসমাউল আসিফ/সুমন/

গোপালগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর চতুর্দশ দ্বিবার্ষিক সম্মেলন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৪০ এএম
গোপালগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর চতুর্দশ দ্বিবার্ষিক সম্মেলন
গোপালগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর চতুর্দশ দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে শোভাযাত্রা। ছবি: খবরের কাগজ

নাজমুল ইসলামকে সভাপতি ও আনিচুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদের ৪১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি আগামী দুই বছর নেতৃত্ব দেবে।

শুক্রবার বেলা ১১টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হরেন্দ্রনাথ মণ্ডল সম্মেলনের উদ্বোধন করেন।

পরে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনের হল রুমে জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি অধ্যাপক আবদুল মোতালিব, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সদস্য মৌমিতা জান্নাত, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু বক্তব্য রাখেন।

এ সময় গোপালগঞ্জ জেলা উদীচীর সহসভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মণ্ডল, উদীচীর কোটালীপড়া, কাশিয়ানী ও রঘুনাথপুর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।