ঢাকা ৩০ পৌষ ১৪৩১, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

নরসিংদী চেম্বার নির্বাচন: বিনা ভোটে নির্বাচন হওয়া নিয়ে প্রার্থীদের শঙ্কা

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ এএম
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ এএম
নরসিংদী চেম্বার নির্বাচন: বিনা ভোটে নির্বাচন হওয়া নিয়ে প্রার্থীদের শঙ্কা
নরসিংদী চেম্বার অব কমার্স। ছবি: সংগৃহীত

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আগামী ২১ ডিসেম্বর। এ নির্বাচন নিয়ে সাধারণ ভোটাররা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে বলছেন, বিগত শেখ হাসিনা সরকারের আমলে থাকা আওয়ামী লীগের দোসরদের নেতৃত্বে যেমন ছিল, তার চেয়েও খারাপ অবস্থায় হাঁটছে এবারের নির্বাচন। ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে একটি মহল মরিয়া হয়ে উঠেছে। বিনা ভোটে কমিটি ঘোষণার গুঞ্জন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলায় ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে দুটি শ্রেণিতে ভোটার রয়েছে ২ হাজার ৪৪৯ জন। এর মধ্যে সাধারণ শ্রেণিতে ১ হাজার ৪৭৭ জন ও সহযোগী শ্রেণিতে ৯৭২ জন।

চেম্বার সূত্র জানায়, এবারের নির্বাচনি তফসিল অনুযায়ী গত ২১ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হয়। ২৪ নভেম্বর প্রকাশ করা হয় তালিকা। প্রার্থীরা হলেন মো. মোস্তাকিম হোসেন, মো. কাজিম উদ্দিন, মো. মোতালিব হোসেন, মো. নাজমুল হক ভূঁঞা, এনামুল হক মনির, মো. দেলোয়ার হোসেন দুলাল, মো. ফয়সাল আহমেদ, আওলাদ হোসেন মোল্লা, মো. মোশারফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. ছানাউল্লাহ (মিলন), মো. পরেশ সূত্রধর, নাসির আহমেদ রিগান, আব্দুল কাইউম মোল্লা, মো. মনির হোসেন, রাশেদুল হাসান রিন্টু, মো. নাসির উদ্দিন, মো. কাউছার হোসেন, মো. ইলিয়াস মিয়া, মো. রাজিবুল আলম ও হাসিব হায়দার।

এ ছাড়া একই দিন যাচাই-বাছাইয়ের পর সহযোগী শ্রেণিতে ১৪ জনের বৈধ মনোনয়নপত্র প্রকাশ করা হয়েছে। তারা হলেন মোছাব্বির আহমেদ নাসির, হাসিব আহম্মেদ মোল্লা, মো. সারোয়ার হোসেন ভূঁঞা (ঝন্টু), আসাদুজ্জামান, মো. সুলতান খান, শোয়াইব আহমেদ, মাসুদ রানা, এনায়েত সারজিদ, মো. কামরুজ্জামান চৌধুরী, মো. মাহমুদুল কবির আমিন, মো. সোহেল সরকার, ইফরান আহম্মেদ মোল্লা (রিপন), ফয়সাল মুন্না, মো. নাসিক আহমেদ।

সুবল দাস নামে এক সদস্য বলেন, ‘নির্বাচনে ভোট দিতে ১০ হাজার টাকা খরচ করে ভোটার হালনাগাদ করলাম। এখন আমাদের কোনো মূল্যায়ন নেই। নির্বাচনের বিষয়ে মন্তব্য করতে চাই না।’ শফিকুল ইসলাম শেখ তুলু বলেন, ‘বিগত সরকারের আমলের নির্বাচনগুলোতে আমি অনেক নিপীড়নের শিকার হয়েছি। এবারের নির্বাচনে কারও কোনো সাড়া পেলাম না।’

এদিকে নির্বাচনে প্রার্থী হয়েছেন এমন একাধিক প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা নানা অজুহাতে পাশ কেটে যান, কেউ কেউ পরে কথা বলবেন বলে এড়িয়ে যান। তবে কথা হয় চেম্বার নির্বাচনে সাধারণ শ্রেণিতে পরিচালক পদপ্রার্থী মো. মনির হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘এবার নির্বাচনে শঙ্কা অনেক কম। সবাই মিলেমিশে একটি বিনা ভোটের কমিটি করতে চাচ্ছে।’

এদিকে নির্বাচনে অংশ নেওয়া যাবে না বলে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে এমন ৬ জন প্রার্থী এই নির্বাচনে প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন। চেম্বারের সদস্যসচিব আবুল হোসেন খান বলেন, ‘আমরা মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছি। ৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ।’

অনলাইন জুয়া নিয়ে বিরোধ, বন্ধুর হাতে বন্ধু খুন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন জুয়া নিয়ে বিরোধ, বন্ধুর হাতে বন্ধু খুন
নিহত যুবক মো. জাহেদ

অনলাইন ভিত্তিক জুয়া খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

নিহত যুবকের নাম মো. জাহেদ (২০)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান রসুলাবাদ পাড়ার বাসিন্দা কোরবান আলীর ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য তিনজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার কলাউজান ইউনিয়নের রাবারড্যাম স্টেশনের লালামার ঘাটা থেকে মো. জাহেদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. জাহেদের বাবা কোরবান আলী বলেন, সোমবার দিবাগত রাত ১২ টার দিকে অনলাইন জুয়া খেলার জন্য তার বন্ধু ইমনসহ আরও ৪ বন্ধু জাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে আর বাড়িতে আসেনি। সকালে একজন রিকশা চালকের মাধ্যমে শুনেছি জাহেদকে কারা যেন মেরে ফেলেছে। 

তিনি আরও বলেন, জানতে পেরেছি জুয়া খেলার সময় বন্ধুদের সঙ্গে জাহেদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তার মোবাইল ফোনে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

নিহত জাহেদের মা রিজিয়া বেগম বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি আমার ছেলে আর বেঁচে নেই। আমার ছেলের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। তার মোবাইলে থাকা টাকা ও মোবাইলের জন্য বন্ধুরাই তাকে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ বলেন, সকালে স্থানীয়রা জাহেদের মরদেহ দেখার পর জাহেদের পরিবারকে খবর দেয়। পরে জাহেদের চাচা আমাকে জানালে আমি পুলিশকে খবর দিই। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত জাহেদের বন্ধু ইমনসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো. আরিফুল ইসলাম/মাহফুজ

নাচোলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম
নাচোলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
নাচোলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। ছবি: সংগৃহীত

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফিতা কেটে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। উপজেলা পরিষদ চত্বর মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলা উদ্বোধনের সময় সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে। নাচোল উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।

আব্দুল আজিজ/মাহফুজ

কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ সদস্য মাইনুদ্দিন গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:২২ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪ পিএম
কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ সদস্য মাইনুদ্দিন গ্রেপ্তার
কিশোর গ্যাং সদস্য মাইনুদ্দিন। ছবি: সংগৃহীত

কুমিল্লার আলোচিত ও দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ অন্যতম সদস্য মাইনুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি নগরীর ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা টাকা ও ধারালো চাকু জব্দ করা হয়।

গ্রেপ্তার মাইনুদ্দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার কালাডুম্বুর এলাকার বাসিন্দা।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, ধারাল অস্ত্রসহ এলাকায় প্রভাব বিস্তার ও ত্রাস সৃষ্টির চেষ্টার সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা রয়েছে। এছাড়াও নানা অপকর্মের কারণে সাম্প্রতিক সময়ে মাইনুদ্দিন ও তার গ্যাং গ্রুপের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠেছে।

গত কয়েক মাস ধরে কুমিল্লা শহরে আবারও আতঙ্ক হয়ে ফিরে আসে কিশোর গ্যাং সংস্কৃতি। অল্পবয়সী কিশোর-তরুণদের বেপরোয়া তৎপরতায় শহরের বাসিন্দারা তটস্থ।

গেল কয়েক বছরে গ্যাং কালচারে জড়িয়ে পড়া কিশোর-তরুণদের হাতে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এ ছাড়া মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিংয়ের মতো অপরাধে জড়াচ্ছে এসব গ্যাং।

এর মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে আলোচনায় উঠে আসে কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ এবং ‘ঈগল গ্রুপের’ নাম।

সবশেষ গত ৩ জানুয়ারি বিকেলে নগরের কান্দিরপাড় এলাকায় ভিক্টোরিয়া কলেজ-সংলগ্ন রানীর দিঘির পাড়ে অস্ত্রের মহড়া দেয় এ দুটি কিশোর গ্যাংয়ের অর্ধশতাধিক সদস্য।

এ সময় ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। এরপর থেকে আবারো কিশোর গ্যাং গ্রুপের আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়রা বলছেন, আধিপত্য বিস্তার ছাড়াও চুরি-ছিনতাই-চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত রয়েছে এসব গ্যাংয়ের সদস্যরা।

জহির/নাবিল/এমএ/

মায়ানমার থেকে ১৯ দিনে এলো মাত্র ১৫৬০ বস্তা ফেলন ডাল

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম
মায়ানমার থেকে ১৯ দিনে এলো মাত্র ১৫৬০ বস্তা ফেলন ডাল
টেকনাফ জেটিঘাটে ডালবোঝাই ট্রলার। ছবি: খবরের কাগজ

মায়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের সঙ্গে আরাকান আর্মির চলমান সংঘাতের কারণে ব্যাপক বিরূপ প্রভাব পড়েছে টেকনাফ স্থল বন্দরের আমদানি-রপ্তানিতে। গত ১৯ দিনে মায়ানমার মংডু শহর থেকে আরাকান আর্মির তত্ত্বাবধানে জানুয়ারি মাসে তিনটি কাঠের ট্রলারে করে এসেছে মাত্র ১ হাজার ৫৬০ বস্তা ফেলন ডাল। 

টেকনাফ স্থলবন্দরের ম্যানেজার ছৈয়দ আনোয়ার হোসেন জানান, মায়ানমারে জান্তা সরকার ও আরকান আর্মি সঙ্গে সংঘাত চলছে। সংঘাতের কারণে টেকনাফ স্থল বন্দরের সকল স্টেকহোল্ডাররা নীরবতার দিন পার করছে। সর্বশেষ গেল ১৪ ডিসেম্বর একটি মাছভর্তি ট্রলার এসেছিল। 

তিনি জানান, চলিত বছরের ৩ জানুয়ারি জিন্নাহ এন্টারপ্রাইজের কাছে ১ হাজার বস্তা ফেলন ডাল এসেছিল, ৫ জানুয়ারি একই সিএন্ডএফের কাছে আসছে ২৬০ বস্তা ডাল এবং সর্বশেষ ১২ জানুয়ারি আসছে ৩০০ বস্তা ফেলন ডাল। আগের মতো পণ্যবোঝাই কোনো জাহাজ আসতে না পারার ফলে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি কাজ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে শ্রমিকদেরও। 

টেকনাফ স্থলবন্দর কাস্টমস কর্মকর্তা বি.এম আবদুল্লাহ আল মাসুম জানান, মায়ানমারে চলমান সংঘাতের কারণে গত ২০২৩-২০২৪ অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৭ হাজার মেট্রিক টন মালামাল আমদানির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২৫৭ কোটি টাকা। এছাড়া রপ্তানি হয়েছে ৬৩৬ মেট্রিক টন পণ্য। কিন্তু ২০২৪-২০২৫ চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পণ্য আমদানি হয়েছে মাত্র ১১ হাজার মেট্রিক টন। রাজস্ব আদায় ৮৭ কোটি টাকা এবং রপ্তানি হয়েছে ৬৯১ মেট্রিক টন মালামাল। গেল অর্থবছরের তুলনায় রাজস্ব কমেছে ১৭০ কোটি টাকা। 

উল্লেখ্য, টেকনাফ স্থলবন্দরের মাস খানেক আগেও আমদানি পণ্যের ভিড় আর শ্রমিকদের সুরগোলে মুখরিত থাকত বন্দরের জেটি আর গাড়ির দীর্ঘ লাইনে। সেখানে আজ খালি পড়ে আছে বন্দরের জেটি, অলস বসে আছে শ্রমিকরা। কালেভদ্রে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য নিয়ে দু-একটা ট্রলার গেলেও মায়ানমার থেকে আসছে না কোনো মালামালবাহী ট্রলার। ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি অর্থাভাবে ভয়ংকর শঙ্কায় দিন কাটছে শ্রমিকদের।

মো. শাহীন/মাহফুজ

 

আরসিআরইউর নতুন সভাপতি রনি, সম্পাদক আলিম

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম
আরসিআরইউর নতুন সভাপতি রনি, সম্পাদক আলিম
আরসিআরইউ’র নতুন সভাপতি আবু সাঈদ রনি (বায়ে), সাধারণ সম্পাদক আব্দুল আলিম। ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি হয়েছেন স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের নিজস্ব প্রতিবেদক ও খবর সংযোগের রাজশাহী প্রতিনিধি আবু সাঈদ রনি এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি আব্দুল আলিম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে কলেজের হাজী মুহাম্মদ মুহসীন ভবনে আরসিআরইউ কার্যালয়ে বিদায়ী সভাপতি আব্দুল হাকিমের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আফসানা মিমি (নিউজ নাউ), সুজন হোসেন (নবরূপ টিভি), সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস ইবতেদা (দৈনিক সানশাইন), দপ্তর সম্পাদক মো. শাহাদাত হোসেন (রাজশাহী পোস্ট), অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়া (প্রজন্ম নিউজ ও খোলা দর্পণ), প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব (ব্রেকিং নিউজ ও খোলা দর্পণ), মুজাহিদুল ইসলাম (আরসি বার্তা ও আলোকিত দর্পণ)।

এ ছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফারহানা ইয়াসমিন ছন্দা (আরসি বার্তা ও দেশচিত্র) এবং ফারজানা ইসলাম মিতু (রাইজিং বিডি)।

সভায় উপস্থিত ছিলেন ইউনিটির উপদেষ্টা আজমত আলী, ড. সৈয়দ আলী আহসান, মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি, মাহাবুল ইসলাম ও সাবেক যুগ্ম সম্পাদক হাদিসুর রহমান।

নাবিল/এমএ