সুন্দরবনের পশ্চিম সাতক্ষীরা রেঞ্জের অভয়অরণ্য এলাকায় বিশেষ অভিযানে হলদেবুনিয়া, নটাবেকী ও পুষ্পকাটি এলাকা থেকে মাছ ধরার সরঞ্জামাদিসহ ১০টি নৌকা ও ৪৩ জেলে আটক করেছে বন বিভাগের সদস্যরা।
আটকের বিষয় নিশ্চিত করেছেন বিশেষ অভিযানের নেতৃত্ব দেওয়া সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিয়ার রহমান।
অভিযানে বিশেষ দায়িত্বে থাকা বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) মো. জিয়াউর রহমান বলেন, সোমবার (৯ ডিসেম্বর) রাত থেকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭টা পর্যন্ত সুন্দরবনের অভয়ারণ্য এলাকা হিসেবে ঘোষিত হলদেবুনিয়া, নটাবেকী ও পুষ্পকাটি টহল ফাড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৩ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাছ ধরার সরঞ্জামাদিসহ ১০টি নৌকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, বিশেষ এই অভিযানে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসিএফ মো. মশিউর রহমানের নেতৃত্বে নটাবেকী বনটহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ, হলদেবুনিয়া বনটহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ও পুষ্পকাটি টহল ফাঁড়ির (ওসি) আ. ছালাম অংশ নেন।
এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিয়ার রহমান বলেন, আটক জেলেরা বনবিভাগের অনুমতি না নিয়ে অভয়ারণ্য এলাকায় মাছ শিকারের দায়ে তাদের আটক করা হয়। পরে তাদের বনআইনে (সিওআর) ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।
সুলতান শাহাজান/এমএ/