
‘যানজটে অতিষ্ঠ ফেনীবাসী’ এই শিরোনামে সাত ডিসেম্বর দৈনিক খবরের কাগজে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে ফেনী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসন। শহরে অবৈধ ফুটপাত ও পার্কিংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় শহরের প্রেস ক্লাবের সামনে থেকে রাস্তার দুই পাশে অবৈধ পার্কিং করায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ফুটপাতের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রথম দিনে জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের নির্দেশে পৌরবাসীকে সতর্কীকরণে জেলা প্রেসক্লাবের সামনে থেকে অভিযান শুরু হয়। এ সময় শহরের খেজুর চত্বর, দোয়েল চত্বর ও শহিদ মিনার এলাকায় রাস্তার দুই পাশে পার্কিং করা মোটরসাইকেল থেকে হেলমেট জব্দ করা হয়। একই সময়ে অবৈধ ফুটপাতের দোকান মালিকদের আবার না বসার জন্য নির্দেশ দেওয়া হয়।
জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) এস এম শওকত জানান, গত পাঁচ আগস্টের পর জেলা শহরের ট্রাফিক কার্যক্রম অনেকটাই ভেঙে পড়ে। পরবর্তী সময়ে গ্রামাঞ্চলের অবৈধ রিকশা, ইজিবাইক নির্বিঘ্নে শহরে ঢুকতে থাকে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ জায়গায় ফুটপাতগুলো অবৈধভাবে দখল হয়ে যায়। এতে জেলা শহরে তীব্র যানজট তৈরি হয়।
যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে মঙ্গলবার থেকে এই অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে চারটি মোটরসাইকেলকে জরিমানা করা হয়েছে এবং অবৈধভাবে ফুটপাতে দোকান বসানোর দায়ে এক দোকান মালিককে চারহাজার টাকা জরিমানা করা হয়েছে। শহর যানজটমুক্ত হলেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৌর প্রতিনিধি, নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধি, অনির্বাণ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।