গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু হুসাইন মোল্লা (৫), বিদ্যুৎস্পৃষ্টে মো. আবুল হোসেন (৬৫) ও ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল সিকদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে এসব ঘটনা ঘটে।
শিশু হুসাইন গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়ার জুয়েল মোল্লার ছেলে, আবুল হোসেনের বাড়ি মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামে ও সোহেল টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়ায় এলাকায় বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল শিশু হুসাইন। এ সময় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মারাত্মক আহত হয়। পরে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, রাতে মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের মো. আবুল হোসেন নিজ বাড়িতে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হন। পরে তাকেও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের পরিবারের আবদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি জানান, উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্পের বৈদ্যুতিক পিলারের ট্রান্সমিটার চুরি করিতে গিয়ে সোহেল ঘটনাস্থলেই মারা যান। রাতে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বাদল সাহা/জোবাইদা/অমিয়/