সিলেটের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলংয়ে হঠাৎ শ্রমিকদের বসতি স্থাপনের হিড়িক পড়েছে। গত প্রায় এক সপ্তাহে ১০ সহস্রাধিক পরিবার সেখানে বসতি স্থাপন করে অবস্থান নিয়েছেন। এভাবে আসা শ্রমিকদের বালু ও পাথর আহরণের অবৈধ পন্থা ঠেকাতে টাস্কফোর্স সকাল-সন্ধ্যা অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকায় বিজিবি-পুলিশ নিয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে টাস্কফোর্সের সকাল-সন্ধ্যার অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. সাঈদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ অংশ নেন।
অভিযানে স্থানীয় ক্যাম্প কমান্ডারের বিজিবির ৫০ সদস্যের একটি ফোর্স ও জেলা পুলিশের গোয়াইনঘাট থানার ২০ পুলিশ সদস্যের টিম সহযোগিতা করে।
অভিযানে ইসিএভুক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০টি নৌকা নষ্ট করে বালু নদীতে ফেলা হয়। এছাড়া প্রায় ৮০০ নৌকার বালু নদীতে পানিতে আনলোড করা হয়। পাশাপাশি ৪৫টি ট্রাকের বালু আনলোড করে নদী তীরে জব্দ করা হয়। জাফলং বল্লাঘাট, জুমপাড়, লাখেরপার, নয়াবস্তি, জাফলং ব্রিজ এলাকায় পাঁচটি পয়েন্টে নদী থেকে বালু উত্তোলন করে গাড়ি দিয়ে পরিবহন বন্ধ করে রড-সিমেন্টের পিলার দিয়ে ব্যারিকেড দেওয়া হয়।
সকাল-সন্ধ্যার অভিযান কার্যক্রমে শ্রমজীবীদের বক্তব্যে জানা যায়, ইসিএভুক্ত বালু-পাথর লুটপাট করার জন্য সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল এলাকা থেকে প্রায় ১০ হাজারের অধিক শ্রমিককে জাফলংয়ে আনা হয়।
অভিযানে জাফলংয়ে নদীর পাশে ও বালুচরে সিলেটের বাইরে থেকে আসা শ্রমিকদের আবাসনের জন্য গড়ে তোলা ১০টি শ্রমিক ক্যাম্প অপসারণ করা হয়।
উজ্জ্বল মেহেদী/জোবাইদা/অমিয়/